বড়দিনের প্রস্তুতিতে ব্যস্ত শহর আগরতলা!
অনলাইন প্রতিনিধি :-আর মাত্র ৫ দিনের অপেক্ষা।এরপরেই ২৫শে ডিসেম্বর পালিত হবে বড়দিন অর্থাৎ যীশু খ্রীস্টের জন্মদিন।খ্রিস্টান ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ উৎসব।যদিও এই উৎসব এখন আর খ্রিস্টানদের মধ্যে সীমাবদ্ধ নেই। জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল অংশের মানুষ এই উৎসবে অংশগ্রহণ করে। গোটা দেশের পাশাপাশি ত্রিপুরায়ও বেশ উৎসাহ উদ্দীপনার সাথেই উদযাপিত হয় এই দিনটি। বড়দিন মানেই এ যেন এক অন্য রকমের অনুভূতি। বিভিন্ন ধরনের অত্যাধুনিক জিনিস দিয়ে সান্তা বুড়োকে সাজিয়ে তোলা। তাই নিজেদের পছন্দমতো ডেকোরেশন করতে প্রায় সপ্তাহখানেক আগে থেকেই বাজারের দোকানগুলোতে কেনাকাটার ধুম পড়ে যায়। শহর আগরতলায়ও একই চিত্র পরিলক্ষিত হয়েছে। বড়দিনকে কেন্দ্র করে সেজে উঠেছে গোটা রাজ্যের পাশাপাশি শহর আগরতলাও। বিভিন্ন সামগ্রীর পসরা সাজিয়ে বসেছেন দোকানিরা। বড়দিনকে যাকযমকপূর্ণ করে তুলতে সান্তাবুড়ো থেকে শুরু করে খ্রিস্টমাস গাছ সহ নানা ধরনের অত্যাধুনিক সরঞ্জাম কেনাকাটায় ব্যস্ত হয়ে পড়েন ছোট থেকে বড়ো সকলেই। কথিত আছে বড়দিনের রাতে সান্তাবুড়ো এসে সকলকে তাদের মনের পছন্দমতো উপহার দিয়ে যায় আর তাতে বড়দিনের আনন্দ দ্বিগুণ হয়ে যায়। যদিও বাস্তবে তা কখনো হয়েছে কিনা কারও জানা নেই। তবে শিশুরা এই বিশ্বাস নিয়েই ঘরে নানান রকম জিনিস দিয়ে সান্তা বুড়োকে সাজিয়ে কেক কেটে তার জন্মদিন পালন করে। অন্যান্য বছরের তুলনায় এবছর খ্রিস্টমাস সামগ্রীর চাহিদা আরও বাড়বে বলে প্রত্যাশা ব্যক্ত করেন এক বিক্রেতা।