বড়দিনের মেলায় কঠোর নির্দেশ!
অনলাইন প্রতিনিধি :-আগামী ২৫শে ডিসেম্বর বড়দিন, অর্থাৎ খ্রিস্টান ধর্মাবলম্বীদের সর্বশ্রেষ্ঠ উৎসব।যদিও ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল অংশের মানুষ এই উৎসবে অংশগ্রহণ করেন।এই বড়দিনকে সামনে রেখে প্রতিবছরই মরিয়মনগরে যিশু খ্রিস্টের জন্মদিবস পালন উপলক্ষে সুবিশাল মেলার আয়োজন করা হয়ে থাকে।উল্লেখ্য, এই মেলাকে কেন্দ্র করে শুক্রবার এক বৈঠকের আয়োজন করা হয়। উক্ত বৈঠকে উপস্থিত ছিলেন এলাকার বিধায়ক রতন চক্রবর্তী সহ অন্যান্য বিভিন্ন প্রশাসনিক দপ্তরের আধিকারিকগণ। এদিনের বৈঠকে মেলার যাবতীয় প্রস্তুতি সম্পর্কে আলোচনা হয়।বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিস্তারিত তুলে ধরেন বিধায়ক রতন চক্রবর্তী।