Categories: খেলা

বড় ধাক্কা ভারতীয় দলে

এই খবর শেয়ার করুন (Share this news)

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ঘরের মাঠে টি – টোয়েন্টি সিরিজ শুরুর আগেই বড় ধাক্কা ভারতীয় শিবিরে । চোটে ছিটকে গেলেন ক্যাপ্টেন লোকেশ রাহুল । বিসিসিআইয়ের তরফে জানানো হয়েছে যে চোটের জন্য বাদ রাহুল । চোটের জন্য বাদ কুলদীপ যাদবও । লোকেশ রাহুলের চোট নিয়ে মৃদু সংশয় আগে থেকেই ছিল দলে । তবে মঙ্গলবার টিমের সঙ্গে অনুশীলন করেছিলেন তিনি । কিন্তু পরে বিসিসিআইয়ের পক্ষ থেকে তাকে প্রোটিয়া সফর থেকে সরিয়ে দেওয়ার কথা জানানো হয় । আইপিএল জয়ী ক্যাপ্টেন হার্দিক পান্ডিয়াকে সহঅধিনায়ক হিসাবে ঘোষণা করা হয়েছে । কুঁচকিতে চোটের কারণে দল থেকে ছিটকে যেতে হচ্ছে কেএল রাহুলকে । টানা খেলার ধকলের কারণেই কি চোট লেগেছে তার , সেটা অবশ্য এখনও পরিষ্কার নয় । অন্যদিকে মঙ্গলবার অনুশীলন চলাকালীন ব্যাট করার সময়ে ডান হাতে চোট পান এবারের আইপিএলে দিল্লি ক্যাপিটালসের হয়ে দুর্দান্ত খেলা কুলদীপ যাদব ।

ভারতীয় দলের মেডিক্যাল টিমের পরামর্শ মেনে পাঁচটি ম্যাচ থেকেই বাইরে রাখা হয় এই দুই খেলোয়াড়কে । বোর্ডের সূত্রে জানা গিয়েছে , ছিটকে যাওয়া দুই তারকা আপাতত এনসিএ – তে পাড়ি দেবেন । সেখানে এনসিএ’র মেডিক্যাল টিম চোটের পর্যবেক্ষণ করে পরবর্তী চিকিৎসা এবং রিহ্যাবের বিষয়টি চূড়ান্ত করবেন । এই বছরের শেষের দিকে টি টোয়েন্টি বিশ্বকাপের টিম বাছার জন্য দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে এই সিরিজ কিন্তু ভারতীয় দলের জন্য বেশ গুরুত্বপূর্ণ । বৃহস্পতিবার থেকে দিল্লিতে এই সিরিজ শুরু হচ্ছে । গত বছরের টি – টোয়েন্টি বিশ্বকাপের আসরে প্রথম দিকে ভারতীয় দল ভাল ফল করতে না পারার ফলে ভারত আর বিশ্বকাপের নক পৌঁছাতে পারেনি । লিগ পর্ব থেকেই ছিটকে গিয়েছিল । এই বার তাই এখন থেকেই অস্ট্রেলিয়ার মাটিতে হতে চলা বিশ্বকাপের প্রস্তুতি শুরু করে দিয়েছে ভারত । কিন্তু তার আগেই ভারতীয় দলের এই তারকা খেলোয়াড়ের চোট যে দলের কাছে বেশ অর্থপূর্ণ হতে চলেছে সটা বোঝাই যাচ্ছে । জাতীয় দলের হয়ে এভাবে বারবার চোটে পড়লে আগামী দিনে টি টোয়েন্টি ! বিশ্বকাপে দল গঠন করা বোর্ডের পক্ষে কঠিন হয়ে দাঁড়াতে পারে ।

Dainik Digital

Recent Posts

১০০ ও ২০০ টাকার নোট নিয়ে নয়া নির্দেশ রিজার্ভ ব্যাঙ্কের!!

অনলাইন প্রতিনিধি :-১০০ এবং ২০০ টাকার নোটের বিষয়ে রিজার্ভ ব্যাঙ্কের বড়সড় সিদ্ধান্ত।সোমবার জারি করা এক…

16 hours ago

আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে আগুন!!

অনলাইন প্রতিনিধি :-আচমকাই আগুন লাগে আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে । সোমবার সন্ধ্যায় আগুন…

22 hours ago

সিন্ধু তীরের জলযুদ্ধ!!

পহেলগাঁওয়ে সন্ত্রাসী হানার একদিন পরে বৃহস্পতিবার ভারতের জলসম্পদ মন্ত্রণালয়ের সচিব দেবশ্রী মুখার্জি পাকিস্তানের জলসম্পদ মন্ত্রণালয়ের…

2 days ago

বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর অপরাধে নিষিদ্ধ করা হল ১৬ টি ইউটিউব চ্যানেল!!

অনলাইন প্রতিনিধি :-পহেলগাঁও হামলার পর থেকে কেন্দ্রীয় সরকার অ্যাকশন মোড অন করেছে । সোমবার কেন্দ্রীয়…

2 days ago

পুনরুজ্জীবনের স্বপ্ন অপূর্ণই জুটমিল এখন ভূতুড়ে বাড়ি!!

অনলাইন প্রতিনিধি :-রাজ্যবাসীর যে স্বপ্ন নিয়ে আশির দশকে গড়ে উঠেছিল রাজ্যের বৃহৎ -মাঝারি শিল্প প্রতিষ্ঠান…

2 days ago

কাঞ্চনপুরে ভুট্টার রেকর্ড উৎপাদন, বাজারে বিক্রি নেই হতাশায় কৃষক!!

অনলাইন প্রতিনিধি :-খরিফ মৌসুমে কাঞ্চনপুর মহকুমার বিভিন্ন কৃষি অঞ্চল জুড়ে ভুট্টা উৎপাদন অতীতের সব রেকর্ড…

2 days ago