বড় ভাইয়ের হাতে আক্রান্ত ছোটভাই!!
দৈনিক সংবাদ অনলাইন প্রতিনিধি।। টাকা পয়সা সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে দুই ভাইয়ের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষে গুরুতর আহত ছোট ভাই। আহতের নাম টিটু সরকার। ঘটনা মঙ্গলবার তেলিয়ামুড়া থানাধীন করইলং এলাকায়। ঘটনার বিবরণে জানা যায়, মৃত মায়ের ব্যাংকে জমানো টাকা পয়সা কে কেন্দ্র করে প্রথমে দুই ভাইয়ের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। পরে তা থেকে হাতাহাতির রূপ নেয়। এতে বড়ভাই মিঠুন সরকারের মারে গুরুতর আহত হয় ছোট ভাই টিটু সরকার। পরবর্তীতে এলাকার লোকজন ঘটনাটি প্রত্যক্ষ করে তড়িঘড়ি আহত অবস্থায় টিটু সরকারকে তেলিয়ামুড়া হাসপাতালে নিয়ে আসে। আঘাত গুরুতর হওয়ার কারণে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক আগরতলা জিবি হাসপাতালে স্থানান্তরিত করে। এই ঘটনাকে কেন্দ্র করে মুহূর্তের মধ্যেই এলাকয় উত্তেজনা ছড়িয়ে পড়ে।