Categories: খেলা

বড় স্কোরের দিকে মুম্বাই, বাংলা

এই খবর শেয়ার করুন (Share this news)

রঞ্জি ট্রফির কোয়ার্টার ফাইনাল ম্যাচের প্রথম দিনেই ভালো অবস্থানে নিজেদের নিয়ে এলো মুম্বাই ও বাংলা । তবে পাঞ্জাব ও কর্ণাটকের জন্য দিনটা তেমন সুখকর হলো না । বেঙ্গালুরুর চারটি মাঠে আজ থেকে রঞ্জি ট্রফির সেমিফাইনালের টিকিট সংগ্রহের জন্য আট দলের লড়াই শুরু হলো । মুম্বাই ও বাংলা দল প্রথম দিনেই নিজেদের অবস্থান মজবুত করে নিয়েছে । এ দিন মুম্বাইয়ের পক্ষে সুভেদ পার্কার ( ১০৪ ) ও বাংলার পক্ষে সুদীপ ঘরামি ( ১০৬ ) শতরান করে । এখানের আলোর টু ক্রিকেট স্টেডিয়ামে মুম্বাই টস জিতে প্রথম ব্যটিং করার সিদ্ধান্ত নেয়। হয়ে ইনিংস শুরু করে । সুভেদ পার্কার ও আরমান জাফর মুম্বাইয়ের হয়ে ইনিংস শুরু করে। আরমান ৬০ রান করে আউট হয় । পরে সুভেদ – সরফরাজ খান জুটি ১৭০/৩ থেকে দলীয় স্কোরকে ৩০৪/৩ পৌঁছে দেয় । এদের অবিচ্ছিন্ন জুটিতে আপাতত ১২৮ রান যোগ হয় । সুভেদ দিনের শেষে ২১৮ বল খেলে ১০৪ রানে অপরাজিত থেকে যায় । তার শতরানের ইনিংসটি আটটি চার ও দুটি ছয়ের মারে সাজানো ছিল । ৮৬ ওভার খেলে মুম্বাই দিনের শেষে তিন উইকেটে ৩০৪ রান তুলে । ব্যাটিং উইকেট ।

মুম্বাইয়ের লক্ষ্য থাকবে প্রথম ইনিংসেই প্রতিপক্ষের সামনে একটা বিশাল রানের স্কোর গড়া । উত্তরাখণ্ডের পক্ষে দীপক ধাপুলা একাই মুম্বাইয়ের তিনটি উইকেট তুলে নেয় । এদিকে , আলোর ওয়ান ক্রিকেট স্টেডিয়ামে কর্ণাটক ও উত্তরপ্রদেশ মুখোমুখি হয় । উত্তরপ্রদেশ টস জিতে কর্ণটিককে প্রথম ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায় । কর্ণাটক কিন্তু ইনিংসের শুরুতেই বিপর্যয়ের মুখে পড়ে যায় । উত্তরপ্রদেশের সৌরভ কুমার ও শিবম মাভিরা তখন লাল বলে উইকেটে রীতিমতো আগুন ছোটাচ্ছে । কর্ণাটক শিবিরে তখন রীতিমতো শীতকাপন শুরু হয় । এ রকম অবস্থায় রবিকুমার ( ৫৭ ) ও কৃষ্ণমূর্তি ( ৩৭ ) পরিস্থিতি সামাল দেয় । দিনের শেষে কর্ণাটকের স্কোর ২১৩/৭ । এখন দেখার আগামীকাল কর্ণাটকের টেল – এণ্ডাররা দলকে কতদূর পর্যন্ত টেনে নিয়ে যেতে পারে । তবে উইকেটে বোলাররা যেরকম সাহায্য পাচ্ছে তাতে আগামীকালও ব্যাটারদের জন্য অগ্নিপরীক্ষা । সৌরভ কুমার ( ৬৭/৪ ) ও শিবম মাভি ( ৪০/৩ ) উত্তরপ্রদেশের দুই সফল বোলার । এদিকে , জাস্ট ক্রিকেট একাডেমির সম্পূর্ণ ব্যাটিং সহায়ক উইকেট থাকার পরও ঝাড়খণ্ড টস জিতে বাংলাকে প্রথম ব্যাটিংয়ে পাঠায় । তাদের সিদ্ধান্ত যে ভুল ছিল তা কিন্তু বাংলার ব্যাটাররা প্রমাণ করে । যদিও শুরুতেই অভিষেক রমন আহত হয়ে মাঠ ছাড়ে । পরে অভিমূন্য ঈশ্বরণ ও সুদীপ ঘরামি মিলে ১৩২ রানের একটা সলিড পার্টনারশিপ করে দলের জন্য মজবুত স্কোরের ভিত গড়ে দেয় ।

অভিমূন্য আউট হলে সুদীপ ও অনুষ্ঠুপ মজুমদার জুটির আর পেছনে তাকানোর অবসর হয়নি । জুটি ১৩২/১ থেকে দিনের শেষে দলীয় স্কোরকে ৩১০/১ পৌঁছে দেয় । বলা যায় প্রথম দিনেই বাংলা মজবুত স্কোরের দিকে এগোচ্ছে । সুদীপ ঘরামি ২০৪ বলে ১০৬ রান করে অপরাজিত থেকে যায় । তার ইনিংসটি তেরোটি চার ও একটি ছয়ে সাজানো ছিল । সঙ্গে অনুষ্টুপ ৫৫। এই জুটি আগামীকাল যতক্ষণ ক্রিজে থাকবে ততক্ষণই ঝাড়খণ্ডের কপালে চিন্তার ভাঁজ লম্বা হবে । বাংলা আজ ৮৯ ওভার খেলে । এদিকে , আলোর থ্রি ক্রিকেট স্টেডিয়ামে পাঞ্জাব ও মধ্যপ্রদেশের ম্যাচের প্রথম দিন কিন্তু জমে উঠেছে । মধ্যপ্রদেশের বিরুদ্ধে পাঞ্জাব ৭১.৩ ওভার খেলে তাদের প্রথম ইনিংস ২১৯ রানে শেষ করে । পাঞ্জাবের পক্ষে অভিষেক শর্মা ৪৭ , আমনপ্রীত সিং ৪৭ ও সানভির সিং ৪১ রান করে । মধ্যপ্রদেশের পক্ষে পুনিত দাভে ( ৪৮/৩ ) ও অনুভব আগরওয়াল ( ৩৬/৩ ) ভালো বোলিং করে । এদিকে , পাঞ্জাবের প্রথম ইনিংস ২১৯ – এ শেষ করে মধ্যপ্রদেশ দিনের শেষে কোনও উইকেট না হারিয়ে পাঁচ রান তুলে । আগামীকাল খেলার দ্বিতীয় দিন কিন্তু খুব গুরুত্বপূর্ণ । এখন দেখার পাঞ্জাবের বোলাররা দলকে লড়াইয়ে ফিরিয়ে আনতে পারে কি না । তবে প্রথম দিনেই দশ উইকেটের পতনে কিন্তু উইকেটে ব্যাট করাটা সহজ কাজ হবে না মধ্যপ্রদেশের ব্যাটারদের জন্যও । তবে পাঞ্জাবের ভরসা তাদের বোলাররাই এখন ।

Dainik Digital

Recent Posts

শুরু হলো পর্ষদের উত্তরপত্র মূল্যায়ন!!

অনলাইন প্রতিনিধি :-ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল এপ্রিল মাসের শেষে…

21 hours ago

টিএমসি কাণ্ড, ঋণ নিয়েছিলেন অধ্যাপিকা!তদন্ত চলছে, কাউকে ছাড়া হবে না বিধানসভায় কড়া বার্তা মুখ্যমন্ত্রীর!!

অনলাইন প্রতিনিধি :-ত্রিপুরা মেডিকেল কলেজে ছাত্রছাত্রীদের পাস করিয়ে দেবার নাম করে ডা. সোমা চৌধুরী নামে…

21 hours ago

নিজেদের অধিকার রক্ষায় বৈঠকে যাচ্ছে টিএফএর আজীবন সদস্যরা।।

অনলাইন প্রতিনিধি :-রাজ্য ফুটবলের অভিভাবক সংস্থা টিএফএর সংবিধান সংশোধন করার নামে নিজেদের অধিকার কেড়ে নেওয়ার…

22 hours ago

এডিসির ৩০২ স্কুলে ১ জন করে শিক্ষক, ছাত্র সমস্যা নিরসনে সরকার আন্তরিক, বিধানসভায় মুখ্যমন্ত্রী।।

অনলাইন প্রতিনিধি :-এডিসির ৩০২ টি স্কুলে শিক্ষক ১ রয়েছে।জাতীয় স্তরে প্রাথমিক স্কুলে ছাত্র- শিক্ষকের অনুপাত…

22 hours ago

কাজ করেনি,ফেরত গেছে ২২.৯১ কোটি টাকা,বাম আমলে অন্ধকারে ডুবে ছিল রাজ্যের পর্যটন: সুশান্ত।।

অনলাইন প্রতিনিধি :-বামফ্রন্টের টানা ২৫ বছরে রাজ্যের পর্যটন শিল্পের কোনও উন্নয়নই হয়নি। সম্পূর্ণ অন্ধকারে ডুবে…

23 hours ago

জাল ওষুধের রমরমা।

একা রামে রক্ষা নেই, সুগ্রীব দোসর। কথাটা বোধহয় এক্ষেত্রে একেবারে যথার্থভাবে ধ্বনিত হয়।গত কয়দিন ধরেই…

23 hours ago