ভক্ত সমাগমে পূজিত দেবাদিদেব!!
অনলাইন প্রতিনিধি :-প্রতি বছর ফাল্গুন মাসের কৃষ্ণ পক্ষের চতুর্দশী তিথিতে পালিত হয় মহা শিবরাত্রি বা শিব চতুর্দশী। শিব পূরাণ অনুযায়ী, এই তিথিতেই এই রাত্রেই শিব সৃষ্টি, স্থিতি ও প্রলয়ের মহা তাণ্ডব নৃত্য করেছিলেন। আবার এই রাত্রেই শিব ও পার্বতীর বিয়ে হয়েছিল।
ভক্তদের বিশ্বাস, এই তিথিতে শিবের ব্রত পালন করলে দেবাদিদেব মহাদেব ভক্তের সকল মনস্কামনা পূরণ করেন। তাই প্রতিবছর এই তিথিতে আরাধ্যরা উপবাস রেখে মহাদেবের পূজা করে থাকেন।
হিন্দু ক্যালেন্ডার অনুযায়ী এবছর শুক্রবার রাত থেকেই শুরু হয়ে গেছে মহা শিবরাত্রি। আর এই শিবরাত্রিকে কেন্দ্র করে রাজধানী আগরতলার শিব মন্দিরগুলোতেও ভীড় পরিলক্ষিত হচ্ছে। শনিবার সকালেও একই দৃশ্য পরিলক্ষিত হয়েছে মন্দিরগুলোতে।
পাশাপাশি এই মহাশিবরাত্রিকে কেন্দ্র করে মন্দিরচত্বরগুলোতে এক বিশেষ মেলারও আয়োজন করা হয়ে থাকে।