ভবনের ৭৩ তলা বেয়ে উঠে যুবক আটক।

এই খবর শেয়ার করুন (Share this news)

১২৩ তলা ভবন বেয়ে ওঠার চেষ্টা করার সময় দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। আটককৃত ওই ব্যক্তি একজন ব্রিটিশ নাগরিক এবং দড়ি ছাড়া সুউচ্চ ভবন বেয়ে ওঠার মাঝপথে তাকে থামতে বাধ্য করা হয়। সোমবার এক প্রতিবেদনে এই তথা জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স। প্রতিবেদনে বলা হয়েছে,দড়ি ছাড়া বিশ্বের পঞ্চম উচ্চতম ভবন বেয়ে ওঠার সময় এক ব্রিটিশকে সোমবার আটক করা হয়েছে। সিউলের আইকনিক ১২৩-তলা লোটে ওয়ার্ল্ড টাওয়ারের অর্ধেকেরও বেশি বেয়ে ওঠার পর দক্ষিণ কোরিয়ার কর্তৃপক্ষ তাকে থামতে বাধ্য করে।শর্টস পরা চব্বিশ বছর বয়সি ওই ব্যক্তিটি সোমবার এক ঘণ্টারও বেশি সময় ধরে সিউলের ল্যাণ্ডমার্ক আকাশচুম্বি এই ভবনটিতে বেয়ে ওঠার চেষ্টা করছিল।তার এই প্রচেষ্টার খবর পেয়ে সুউচ্চ এই ভবনের নীচে জড়ো হন পুলিশ এবং ফায়ার সার্ভিস ক্রুরা।‘লোটে টাওয়ার’ নামক সুউচ্চ এই ভবনটি দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউল শহরে অবস্থিত। এটি দক্ষিণ কোরিয়ার সবচেয়ে উচ্চ ভবন। ২০১৭ সালে এপ্রিল মাসে খুলে দেওয়া এই টাওয়ারটির উচ্চতা ৫৫৫ মিটার। ভবনটিতে মোট ১২৩টি ফ্লোর রয়েছে। অগ্নিনির্বাপন বিভাগের একজন কর্মকর্তা বলেছেন,ভবন বেয়ে উঠতে শুরু করার পর ব্রিটিশ ওই যুবক লোটে ওয়ার্ল্ড টাওয়ারে ৭৩ তলায় পৌঁছে গিয়েছিলেন। তবে সেখানে কর্তৃপক্ষ তাকে রক্ষণাবেক্ষণের ক্রেডলে ঢুকতে এবং বিল্টিংয়ে প্রবেশ করতে বাধ্য করে।পরে জিজ্ঞাসাবাদের জন্য তাকে হেফাজতে নেয় পুলিশ।অবশ্য এ বিষয়ে তাৎক্ষণিকভাবে পুলিশের কোনও মন্তব্য পাওয়া যায়নি। রয়টার্স বলছে, দক্ষিণ কোরিয়ার সবচেয়ে পুরানো দৈনিক সংবাদপত্র চোসুন ইলবো আটককৃত ওই ব্যক্তিকে জর্জ কিং-থম্পসন বলে শনাক্ত করেছে। ব্রিটিশ মিডিয়া জানিয়েছে,২০১৯ সালে লণ্ডনের শার্ড বিল্ডিংয়ে আরোহণের দায়ে তাকে গ্রেপ্তার করে জেলে পাঠানো হয়েছিল।

Dainik Digital

Share
Published by
Dainik Digital

Recent Posts

অর্থনীতির হাল-হকিকত

২০২৪-২৫ অর্থবর্ষের প্রথম সাত মাসে প্রত্যক্ষ বিদেশি পুঁজি (ফরেন ডাইরেক্ট ইনথবর্ষের প্রথ বা এফডিআই) যা…

6 hours ago

রোমান লিপিকে স্বীকৃতির দাবিতে টি,এস,এফ এর বিক্ষোভ!!

অনলাইন প্রতিনিধি :-দীর্ঘদিন ধরে টি,এস,এফ দাবি করে আসছে রোমান লিপি কে স্বীকৃতি দেওয়ার।বর্তমানে যে প্রশ্নপত্র…

6 hours ago

কেন্দ্রীয় রিপোর্টে প্রকাশ্যে এলো ত্রিপুরার শিক্ষার বেআব্রু চেহারা!!

অনলাইন প্রতিনিধি :-কেন্দ্রীয়শিক্ষা মন্ত্রকের সর্বশেষ রিপোর্ট এও ফুটে উঠলো ত্রিপুরার স্কুল শিক্ষা ব্যবস্থার বে-আব্রু চেহারা।…

6 hours ago

ত্রিপুরাকে শ্রেষ্ঠ রাজ্য বানাচ্ছে বিজেপি সরকার: সুশান্ত!!

অনলাইন প্রতিনিধি :-প্রধানমন্ত্রীনরেন্দ্র মোদি সবকা সাথ সবকা বিকাশ, সবকা বিশ্বাস, সবকা প্রয়াসের স্লোগান দিয়েছেন। আর…

6 hours ago

নি:শব্দে এগোচ্ছে চিন!!

প্রতিবেশী বাংলাদেশে গত ছয়মাস ধরে চলতে থাকা অস্থির রাজনৈতিক পরিস্থিতির সুযোগ নিয়ে একেবারে নিঃশব্দে এগিয়ে…

1 day ago

নেতা-মন্ত্রীদের বারবার ঘোষণা সত্ত্বেও গ্রুপ ডি নিয়োগ হচ্ছে না!!

অনলাইন প্রতিনিধি:-প্রতিশ্রুতি দিয়ে রক্ষা করছে না সরকার। জেআরবিটির মাধ্যমে গ্রুপ ডি পদে নিয়োগ নিয়ে টালবাহানা…

1 day ago