ছুটির দিনে ক্রেতার ঢল বাজারে,চৈত্র মেলা আগামী বছর থেকে শিশু উদ্যানে: মেয়র!!
ভয়ঙ্কর আত্মঘাতী হামলায় ছিন্ন ভিন্ন ৯০ সেনার দেহ!!

অনলাইন প্রতিনিধি :-রবিবার বেলুচিস্তানে একটি সেনা কনভয়ে হামলা চালানো হয়। বেলুচিস্তান লিবারেশন আর্মি এই হামলার দায় স্বীকার করেছে। সুত্রের খবর, হামলায় কমপক্ষে ৯০ জন পাকিস্তানি সেনাকে হত্যা করা হয়েছে। রবিবার সকালে বালোচিস্তানের রাজধানী শহর কোয়েটা থেকে তাফতানের উদ্দেশে যাচ্ছিল এই সেনা কনভয়। সে সময়েই কনভয়ে হামলা চালায় বালোচ জঙ্গিরা।
পাক মিডিয়ার দাবী আত্মঘাতী জঙ্গি হামলায় ৭ সেনা নিহত এবং ৩৫ জন আহত হয়েছেন। তবে কী কারণে বিস্ফোরণ তা এখনও জানা যায়নি।পুলিশ জানিয়েছে, বিস্ফোরণের পরপরই আহতদের স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়।