অনলাইন প্রতিনিধি :-রাজ্যের
ভয়াবহ বন্যা পরিস্থিতিতে অসহায় মানুষের পাশে এসে দাঁড়িয়েছেন সমাজের বিভিন্ন স্তরের মানুষ।মানবিক মুখ নিয়ে দুর্গতদের প্রতি বাড়িয়ে দিয়েছেন সাহায্য সহায়তার হাত।শাসক, বিরোধী থেকে শুরু করে বিভিন্ন সামাজিক সংগঠন, এমনকী ব্যক্তিগতভাবেও অনেক ঝাঁপিয়ে পড়েছেন।কিন্তু বিস্ময়কর ঘটনা হলো, রাজ্যের এবং রাজ্যবাসীর এই চরম দু:সময়ে পাশে নেই পূর্ব ত্রিপুরা লোকসভা আসনের সাংসদ কৃতি সিং দেববর্মণ! শুধু তাই নয়, যিনি রাজ্যের জনজাতিদের অধিকার আদায়ের লক্ষ্য নিয়ে গত ৪-৫ বছর ধরে রাত-দিন কেঁদে বুক ভাসিয়েছেন,গ্রেটার তিপ্রাল্যাণ্ডের ডাক দিয়ে জনজাতিদের স্বপ্ন দেখিয়ে রাজনৈতিক স্বার্থ উদ্ধার করেছেন,সেই প্রদ্যোত কিশোর দেববর্মণেরও দেখা নেই রাজ্যের এই ভয়াবহ পরিস্থিতিতে।সাম্প্রতিক
রাজ্যে ভয়াবহ বন্যায় শুধু অ- জনজাতিরাই।ক্ষতিগ্রস্ত হননি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন জনজাতি অংশের মানুষও।বন্যায় রাজ্যে যতজনের মৃত্যু হয়েছে, এর মধ্যে অধিকাংশই জনজাতি অংশের মানুষ।রাজ্যের এবং রাজ্যবাসীর এই গভীর সংকটময় পরিস্থিতিতে কৃতি- প্রদ্যোত দুই ভাই-বোনের কোনও হদিশ নেই।ন্যূনতম সাহায্য সহযোগিতা তো দূরের কথা, সামান্য খোঁজখবর পর্যন্ত নেওয়ার প্রয়োজন মনে করেননি দুজনের কেউই।
রাজ্যের জনগণের ভোটে, বিশেষ করে জনজাতিদের ভোটে জয়ী হয়ে সাংসদ হয়েছেন কৃতি সিং দেববর্মণ। ভোটে জয়ী হওয়ার পর থেকে তার আর দেখা নেই। কৃতির এই ভূমিকা নিয়ে ইতিমধ্যে গোটা রাজ্যজুড়ে ব্যাপক সমালোচনার ঝড় উঠেছে। সামাজিক মাধ্যমে কৃতি সিং-কে নিয়ে ব্যাপক সমালোচনা চলছে।প্রশ্ন উঠেছে বিজেপি দল এবং দলের শীর্ষ নেতৃত্বের বিরুদ্ধে। রাজনীতির কোনও অংশে কৃতি সিং-এর মতো এমন একজন অযোগ্যকে,যার ত্রিপুরাবাসীর প্রতি কোনও মায়ামমতা নেই, তাকে লোকসভায় টিকিট দিয়েছে বিজেপি?জনমনে এখন এই প্রশ্ন বড় হয়ে উঠেছে।শুধু তাই নয়, কৃতি সিং-কে প্রার্থী করে বিজেপি দল রাজ্যবাসীর সাথে প্রতারণা করেছে বলে বিভিন্ন মহল থেকে অভিযোগ উঠেছে।ভোটে জয়ী হওয়ার পর থেকেই সাংসদ কৃতি সিং উধাও। রাজ্যে আর তার দেখা পাওয়া যাচ্ছে না।
শুধু তাই নয়, রাজ্যের জনজাতিদের এই দুঃসময়ে দেখা নেই তথাকথিত রাজারও। তিনি সামাজিক মাধ্যমে মাঝে মাঝে প্রকট হয়ে উপদেশবাণী শোনান।এটাই এখন তার একমাত্র কাজ। এডিসিতে এখন লুঠ শুরু হয়েছে।যে যার মতো, যেমন ভাবে পারছে লুঠ চালিয়ে যাচ্ছে।এডিসি প্রশাসনের কোনও অস্তিত্ব আছে বলে মনে হচ্ছে না।এই ভয়ানক প্রাকৃতিক বিপর্যয়েও এডিসি প্রশাসনের কোনও ভূমিকা নেই।দেখা নেই এমডিসিদের। পাহাড়ে কান পাতলেই শোনা যাচ্ছে, এরপর কৃতি সিং রাজ্যে এলে জনজাতিরাই তাকে রাজ্যছাড়া করবেন।
অনলাইন প্রতিনিধি :-এক মুহূর্তেই রাষ্ট্রহীন—একই ঘটনা ঘটেছে হাজারো মানুষের সঙ্গে, যাদের মধ্যে অধিকাংশই নারী। ৮৪…
অনলাইন প্রতিনিধি :-আর জেডি সুপ্রিমো লালুপ্রসাদ যাদব খোদ নিজ বড় ছেলে তেজপ্রতাপ যাদবকে ছয় বছরের…
অনলাইন প্রতিনিধি :-আরডিএক্স মেরে উড়িয়ে দেওয়া হবে তাজমহল! ইমেলে হুমকি দিতেই ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়ায়…
২০১৪ সালে কেন্দ্রে বিজেপি সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দেশের উত্তর পূর্বাঞ্চলকে প্রথম…
অনলাইন প্রতিনিধি :-প্রবল বৃষ্টিতে জলমগ্ন দেশের দিল্লির বিস্তীর্ণ এলাকা। শনিবার রাত জুড়ে বজ্রবিদ্যুৎ-সহ ঝোড়ো হাওয়ায়…
অনলাইন প্রতিনিধি :-পশ্চিমবঙ্গ-সহ চার রাজ্যের পাঁচটি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের দিনক্ষণ ঘোষণা করল নির্বাচন কমিশন। রাজ্যে…