ভয়াল রূপ নিয়ে এগোচ্ছে, ‘মোকা ‘ ৪ রাজ্যে সতর্কতা

এই খবর শেয়ার করুন (Share this news)

অনলাইন প্রতিনিধি, কলকাতা || কতটা ভয়াল রূপে তার আগমন হবে, শুক্রবারও সে সম্পর্কে নিশ্চিত হতে পারেনি মৌসম ভবন।কোন রাজ্যে সে আছড়ে পড়বে,তাও এখনও স্পষ্ট নয়। কিন্তু তার আছড়ে পড়ার সম্ভাবনার ভিত্তিতে চারটি রাজ্যকে সতর্ক করেছে মৌসম ভবন। বঙ্গোপসাগরের উপকূলবর্তী এই চার রাজ্য পশ্চিমবঙ্গ, ওড়িশা, অন্ধ্রপ্রদেশ ও তামিলনাড়ু।সরকারী ভাবে ঘোষণা না করলেও আবহবিদরা মনে করছেন,শনিবার দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে যে ঘূর্ণাবর্ত তৈরি হবে, তা যদি ঘূর্ণিঝড়ে পরিণত হয় এবং তা যদি সমুদ্রের তীরে আছড়ে পড়ে,সে ক্ষেত্রে ‘রেড জোনের’ মধ্যে রয়েছে ওড়িশা। ইতিমধ্যেই ঘূর্ণিঝড় নিয়ে উচ্চপর্যায়ের বৈঠক করেছেন ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েক।গত চার বছরে ওড়িশাকে চারটি শক্তিশালী ঘূর্ণিঝড়ের মোকাবিলা করতে হয়েছে।পূর্ব অভিজ্ঞতা থেকে ওড়িশা সরকারও আগাম কোমর বেঁধেছে। মৌসম ভবনের পূর্বাঞ্চলীয় অধিকর্তা সঞ্জীব বন্দ্যোপাধ্যায় শুক্রবারআসকালে জানান, শনিবার দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে তৈরি হবে ঘূর্ণাবর্ত। রবিবার সেই ঘূর্ণাবর্ত নিম্নচাপে পরিণত হবে।নিম্নচাপ আরও ঘনীভূত হবে সোমবার।গভীর নিম্নচাপে পরিণত হয়ে তা মধ্য বঙ্গোপসাগরের দিকে এগোবে। মঙ্গলবার অর্থাৎ ৯ মে শক্তি সঞ্চয় করে গভীর নিম্নচাপ ঘূর্ণিঝড়ে পরিণত হবে মধ্য বঙ্গোপসাগরে।এরপর এর গতিমুখ থাকবে উত্তরদিকে। উত্তরদিক বরাবর অগ্রসর হয়ে সেটি মধ্য বঙ্গোপসাগরের দিকে ধাবিত হবে। সাইক্লোন বা ঘূর্ণিঝড়ে পরিণত হলে তবেই সেটির নাম হবে – ‘মোকা’।দিল্লীর মৌসম ভবনের তরফে মৎস্যজীবীদের আট-এগারো মে পর্যন্ত সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। আরব সাগরের প্রান্তিক দেশ ইয়েমেনের দেওয়া
নাম,তাই ইয়েমেনিদের উচ্চারণে সেটি ‘মোকা’,ইংরেজি হরফে যদিও এর উচ্চারণ ‘মোচা’।তবে আবহবিজ্ঞানী সঞ্জীববাবুও ‘মোকা’ বলেই উল্লেখ র করেছেন।শুক্রবার পর্যন্ত ‘মোকা’ জন্ম না নিলেও জনমানসে আশঙ্কা বাড়ছে।কারণ ইয়াস, ফণী,আমপানের মতো শক্তিশালী ঘূর্ণিঝড়ের রুদ্রলীলা উপকূলের জনজীবনে যে ক্ষত সৃষ্টি করেছিল,তা এখনও ভরাট হয়নি।এদিন মৌসম ভবনের ডিরেক্টর মৃত্যুঞ্জয় জানান, নিম্নচাপ তৈরি হওয়ার পরই ঘূর্ণিঝড় নিয়ে ছবিটা স্পষ্ট হবে। তিনি বলেন, ‘এখনও পর্যন্ত একটা পূর্বাভাস দেওয়া হয়েছে মাত্র। রবিবারই চিত্রটা পরিষ্কার হয়ে যাবে।’তিনি বলেছেন, ‘গরমের সময় ঘূর্ণিঝড় তৈরির প্রবণতা নতুন নয়। কিন্তু তার মানে এই নয় যে, এই সময় যেসব ঘূর্ণিঝড় তৈরি হবে, তা ওড়িশায় আঘাত হানবে।এখনও পর্যন্ত ঘূর্ণিঝড়ের গতিপথ নিয়ে কোনও পূর্বাভাস দেওয়া হয়নি। আমরা এমনটাও জানাইনি যে, এর প্রভাব পড়বে ওড়িশায়। নিম্নচাপ তৈরি হলেই ইি সবটা জানা যাবে।’

Dainik Digital

Share
Published by
Dainik Digital

Recent Posts

প্রধানমন্ত্রীর নরেন্দ্রমোদীর অফিসে রাহুল গান্ধি, সঙ্গে মজুত ছিলেন দেশের প্রধান বিচারপতিও!!

অনলাইন প্রতিনিধি :-নতুন সিবিআই কর্তা নিয়োগ করতে হবে আর সেই উদ্দ্যেশ্যেই লোকসভার বিরোধী দলনেতা রাহুল…

5 hours ago

ভয়াবহ দুর্ঘটনার কবলে ইন্ডিয়ান আইডল জয়ী পবনদীপ,অবস্থা আশঙ্কাজনক!!

অনলাইন প্রতিনিধি :-ভয়াবহ দুর্ঘটনার কবলে ইন্ডিয়ান আইডল জয়ী সিজন ১২ এর পবনদীপ রাজন ৷ উত্তর…

12 hours ago

শবরীমালা মন্দির পরিদর্শনে দ্রৌপদী মুর্মু!!

অনলাইন প্রতিনিধি :-আগামী ১৮ মে দু'দিনের জন্য কেরল সফরে যাচ্ছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ৷ সেই…

14 hours ago

মহাকালেশ্বর মন্দিরে বীভৎস আগুন!!

অনলাইন প্রতিনিধি :-উজ্জ্বয়ন মহাকালেশ্বর মন্দিরে বিভীষিকাময় আগুন। মন্দিরের উপর থেকে গলগল করে নির্গত হচ্ছে কালো…

14 hours ago

হত্যা মামলায় ‘গ্রেপ্তার’ বাংলাদেশে জেলবন্দি চিন্ময় প্রভু!

অনলাইন প্রতিনিধি :-জেলবন্দি সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী ওরফে চিন্ময় প্রভুকে নতুন করে আবার হত্যা…

15 hours ago

নিখোঁজ হয়ে ছিলেন কুড়ি বছরে বাড়ি ফিরে এলেন ৬৩ বছর পর!!

অনলাইন প্রতিনিধি :-যুক্তরাষ্ট্রের উইসকনসিন অঙ্গরাজ্য থেকে প্রায় ৬৩ বছর আগে নিখোঁজ হয়েছিলেন অড্রে ব্যাকেবার্গ নামে…

15 hours ago