অনলাইন প্রতিনিধি, কলকাতা || কতটা ভয়াল রূপে তার আগমন হবে, শুক্রবারও সে সম্পর্কে নিশ্চিত হতে পারেনি মৌসম ভবন।কোন রাজ্যে সে আছড়ে পড়বে,তাও এখনও স্পষ্ট নয়। কিন্তু তার আছড়ে পড়ার সম্ভাবনার ভিত্তিতে চারটি রাজ্যকে সতর্ক করেছে মৌসম ভবন। বঙ্গোপসাগরের উপকূলবর্তী এই চার রাজ্য পশ্চিমবঙ্গ, ওড়িশা, অন্ধ্রপ্রদেশ ও তামিলনাড়ু।সরকারী ভাবে ঘোষণা না করলেও আবহবিদরা মনে করছেন,শনিবার দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে যে ঘূর্ণাবর্ত তৈরি হবে, তা যদি ঘূর্ণিঝড়ে পরিণত হয় এবং তা যদি সমুদ্রের তীরে আছড়ে পড়ে,সে ক্ষেত্রে ‘রেড জোনের’ মধ্যে রয়েছে ওড়িশা। ইতিমধ্যেই ঘূর্ণিঝড় নিয়ে উচ্চপর্যায়ের বৈঠক করেছেন ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েক।গত চার বছরে ওড়িশাকে চারটি শক্তিশালী ঘূর্ণিঝড়ের মোকাবিলা করতে হয়েছে।পূর্ব অভিজ্ঞতা থেকে ওড়িশা সরকারও আগাম কোমর বেঁধেছে। মৌসম ভবনের পূর্বাঞ্চলীয় অধিকর্তা সঞ্জীব বন্দ্যোপাধ্যায় শুক্রবারআসকালে জানান, শনিবার দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে তৈরি হবে ঘূর্ণাবর্ত। রবিবার সেই ঘূর্ণাবর্ত নিম্নচাপে পরিণত হবে।নিম্নচাপ আরও ঘনীভূত হবে সোমবার।গভীর নিম্নচাপে পরিণত হয়ে তা মধ্য বঙ্গোপসাগরের দিকে এগোবে। মঙ্গলবার অর্থাৎ ৯ মে শক্তি সঞ্চয় করে গভীর নিম্নচাপ ঘূর্ণিঝড়ে পরিণত হবে মধ্য বঙ্গোপসাগরে।এরপর এর গতিমুখ থাকবে উত্তরদিকে। উত্তরদিক বরাবর অগ্রসর হয়ে সেটি মধ্য বঙ্গোপসাগরের দিকে ধাবিত হবে। সাইক্লোন বা ঘূর্ণিঝড়ে পরিণত হলে তবেই সেটির নাম হবে – ‘মোকা’।দিল্লীর মৌসম ভবনের তরফে মৎস্যজীবীদের আট-এগারো মে পর্যন্ত সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। আরব সাগরের প্রান্তিক দেশ ইয়েমেনের দেওয়া
নাম,তাই ইয়েমেনিদের উচ্চারণে সেটি ‘মোকা’,ইংরেজি হরফে যদিও এর উচ্চারণ ‘মোচা’।তবে আবহবিজ্ঞানী সঞ্জীববাবুও ‘মোকা’ বলেই উল্লেখ র করেছেন।শুক্রবার পর্যন্ত ‘মোকা’ জন্ম না নিলেও জনমানসে আশঙ্কা বাড়ছে।কারণ ইয়াস, ফণী,আমপানের মতো শক্তিশালী ঘূর্ণিঝড়ের রুদ্রলীলা উপকূলের জনজীবনে যে ক্ষত সৃষ্টি করেছিল,তা এখনও ভরাট হয়নি।এদিন মৌসম ভবনের ডিরেক্টর মৃত্যুঞ্জয় জানান, নিম্নচাপ তৈরি হওয়ার পরই ঘূর্ণিঝড় নিয়ে ছবিটা স্পষ্ট হবে। তিনি বলেন, ‘এখনও পর্যন্ত একটা পূর্বাভাস দেওয়া হয়েছে মাত্র। রবিবারই চিত্রটা পরিষ্কার হয়ে যাবে।’তিনি বলেছেন, ‘গরমের সময় ঘূর্ণিঝড় তৈরির প্রবণতা নতুন নয়। কিন্তু তার মানে এই নয় যে, এই সময় যেসব ঘূর্ণিঝড় তৈরি হবে, তা ওড়িশায় আঘাত হানবে।এখনও পর্যন্ত ঘূর্ণিঝড়ের গতিপথ নিয়ে কোনও পূর্বাভাস দেওয়া হয়নি। আমরা এমনটাও জানাইনি যে, এর প্রভাব পড়বে ওড়িশায়। নিম্নচাপ তৈরি হলেই ইি সবটা জানা যাবে।’
অনলাইন প্রতিনিধি :-ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল এপ্রিল মাসের শেষে…
অনলাইন প্রতিনিধি :-ত্রিপুরা মেডিকেল কলেজে ছাত্রছাত্রীদের পাস করিয়ে দেবার নাম করে ডা. সোমা চৌধুরী নামে…
অনলাইন প্রতিনিধি :-রাজ্য ফুটবলের অভিভাবক সংস্থা টিএফএর সংবিধান সংশোধন করার নামে নিজেদের অধিকার কেড়ে নেওয়ার…
অনলাইন প্রতিনিধি :-এডিসির ৩০২ টি স্কুলে শিক্ষক ১ রয়েছে।জাতীয় স্তরে প্রাথমিক স্কুলে ছাত্র- শিক্ষকের অনুপাত…
অনলাইন প্রতিনিধি :-বামফ্রন্টের টানা ২৫ বছরে রাজ্যের পর্যটন শিল্পের কোনও উন্নয়নই হয়নি। সম্পূর্ণ অন্ধকারে ডুবে…
একা রামে রক্ষা নেই, সুগ্রীব দোসর। কথাটা বোধহয় এক্ষেত্রে একেবারে যথার্থভাবে ধ্বনিত হয়।গত কয়দিন ধরেই…