ভাংমুন থানার ও সি’র বিরুদ্ধে বিক্ষোভ, ডেপুটেশন!!
দৈনিক সংবাদ অনলাইন প্রতিনিধি।। জম্পুই পাহাড়ের মধ্য দিয়ে বার্মিজ সুপারি এবং মায়ারমার থেকে গরু প্রতিনিয়ত পাচাঁর হয়ে সেগুলি রাজ্যের বিভিন্ন স্থানে যাচ্ছে। এমনকি প্রতিবেশী বাংলাদেশে সেগুলি বিনা বাধায় পাচাঁর হচ্ছে। আর এই পাচার বানিজ্যে সরাসরি জড়িত জম্পুই পাহাড়ের ভাংমুন থানার ও সি সলোমন রিয়াং। এই অভিযোগ জানিয়ে সোমবার ভাংমুন থানার ওসির বিরুদ্ধে ব্যাবস্থা এবং বার্মিজ সুপারি ও মায়ারমার থেকে গরু পাচাঁর বন্ধের দাবিতে সোমবার রাজ্যের মূখ্যমন্ত্রী মানিক সাহার উদ্যেশ্যে ভাংমুন ব্লকের বিডিও’র কাছে ডেপুটেশন দেয় মিজো কনভেনশনসহ পাঁচটি সামাজিক সংগঠন । পাঁচটি সামাজিক সংগঠনের পাঁচ শতাধিক যুবক যুবতি মিছিল করে এসে জম্পুই আর ডি ব্লকের বিডিও’র মাধ্যমে রাজ্যের মূখ্যমন্ত্রীকে ডেপুটেশন দেয়। ডেপুটেশনে অভিযোগ করা হয়েছে, গত ৩রা এপ্রিল মায়ারমার থেকে আনা পঞ্চাশটি গরু জম্পুই পাহাড় হয়ে রাজ্যের বিভিন্ন স্থান এবং প্রতিবেশী বাংলাদেশে পাচার করার সময় জম্পুই পাহাড়ের লুসাই যুবকরা সেগুলি আটক করে। এই ব্যাপারে যুবকদের পক্ষ থেকে থানায় জানানো হলেও পুলিশ কোন ব্যবস্থা নেয় নি। উল্টো গরু পাচারকারীদের সাথে মিলে ঐ যুবকদের গরু প্রতি ৭০০ টাকা দেওয়া হবে বলে ওসি তাদের প্রলোভন দেখায়। কিন্তু লুসাই যুবকরা ওসির প্রলোভনে রাজী হয় নি। তারপর ওসি পুলিশ দিয়ে গরু গুলি ছাড়িয়ে এনে পাচারকারীদের হাতে তুলে। এই ঘটনায় গোটা জম্পুই পাহাড়ের লুসাইরা ক্ষুব্ধ । তারা অভিলম্বে ভাংমুন থানার ওসি সলোমন রিয়াংয়ের বিরুদ্ধে ব্যবস্থা এবং মায়ানমার থেকে আসা গরু,বার্মিজ সুপারী পাচার বন্ধের জন্য মূখ্যমন্ত্রী মানিক সাহার হস্তক্ষেপ দাবি করেছেন।