অনলাইন প্রতিনিধি :-কেন্দ্রীয় সরকারের সড়ক নির্মাণ সংস্থা এনএইচআইডিসিএলএর অধীনস্থ এন এইচ ৪৪ এ জাতীয় সড়ক নির্মাণের নামে কীভাবে লোপাট বাণিজ্য চালাচ্ছে তার বড় উদাহরণ জম্পুই পাহাড়ের ভাংমুন- সিমলুঙ রাস্তাটি।Rehabili- tation and up-gradation of road from km 66.845 to 85.125 (total length 18.280 km) Of Vangmun- Simlung section on NH-44A (Package IV ) to 2 lane with paved Shoulder (Manu-Simlung-IV) Lenghth (km) 6.47
পিএমআইএস (আইডি)নম্বর ১৫৭১৩ এই ডবল লেন সড়কের টাকার বরাদ্দ ৩৪৫ কোটি ৭৫ লক্ষ টাকা।এই ডাবল লেন সড়কের কাজ শুরু হয়েছে ২৫ শে জুন ২০২১ ইং সালে, আর কাজটি শেষ হওয়ার সময়সীমা ছিল ২৪ শে ডিসেম্বর ২০২২ ইং (কাজের ওয়ার্ক অর্ডার অনুযায়ী) অর্থাৎ ভাংমুন- সিমলুঙ এনএইচ ৪৪এ গুরুত্বপূর্ণ ডবল লেন জাতীয় সড়কটি গত দুই বৎসর আগে চালু হওয়ার নির্দেশ থাকলেও পুরোনো সিঙ্গেল লেন সড়ক কেটে গোটা রাস্তা অকেজো করে বহিঃরাজ্যের নির্মাণ সংস্থা JSR Construction Pvt. Ltd- PRN infratech Engineering & Contractor বেপাত্তা হয়ে গেছে।
ফলে ভাংমনু- সিমলুঙ সড়ক পথে যোগাযোগ বিছিন্ন হয়ে গেছে। জনদুর্ভোগ চরমে উঠেছে। এন এইচ আইডি সি এলের উত্তর জেলার দায়িত্বপ্রাপ্ত জিএম বিদ্যাসাগর মিলের দায়িত্বহীন কাজকর্মে কাঞ্চনপুর মহকুমায় ডবল লেন সড়ক নির্মাণ মুখথুবড়ে পড়েছে। যেখানে জে এস আর সড়ক নির্মাণের কাজ বন্ধ করে বেপাত্তা হয়ে গেছে তাছাড়া ভারত সরকারের আয়তাধীন সড়ক নির্মাণ সংস্থার রিপোর্ট অনুযায়ী গত পাঁচ বছরে জে এসআর ভাংমুন- সিংলুম এনএইচ ৪৪ এ জাতীয় সড়কের মাত্র ১৭.২ শতাংশ কাজ সম্পন্ন করেছে। এবং কাজ বন্ধ করে ওই নির্মাণ সংস্থা বেপাত্তা হয়ে গেছে।
তাহলে এনএইচআইডিসিএলের উত্তর জেলার দায়িত্বপ্রাপ্ত জিএম বিদ্যাসাগর মিল কেন ওই বহিঃরাজ্যের সড়ক নির্মাণ সংস্থাকে কালো তালিকাভুক্ত ঘোষণা করছে না? এই প্রশ্ন সর্বত্র উঠেছে। জম্পুই পাহাড়ের সিমলুঙ-ভাংমুন ডবল লেন এন এইচ ৪৪ নম্বর রাস্তার কাজ বন্ধ থাকায় সড়ক যোগাযোগ সম্পূর্ণ বন্ধ হয়ে পড়ে আছে। এতে জম্পুই পাহাড়ের বসবাসকারীদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। এন এইচআইডিসিএল কেন্দ্রীয় সড়ক ও পরিবহণ মন্ত্রকের বরাদ্দ কোটি কোটি টাকা উড়লেও নির্মীয়মাণ সড়কের তাদের কোন ধরনের সুপারভিশন নেই। গোটা কেলেঙ্কারিতে শর্য্যের মধ্যে ভূত?
এদিকে দেখা যাচ্ছে, ভাংমুন-সিমলুঙ সড়কে যেটুকু কাজ হয়েছে তা জোড়াতাপ্পি দিয়ে করা হয়েছে। যানবাহন চলাচল করতে পারছে না। অথচ সুপারভিশনের দায়িত্বে থাকা এনএইচআইডিসিএলের জিএম বিদ্যাসাগর মিল নিম্নমানের কাজ এবং মানুষের সীমাহীন দুর্ভোগ দেখেও নীরব। ভারত সরকারের নির্মাণ সংস্থা এনএইচআইডিসিএল জম্পুইয়ের মনু-ভাংমুন সিমলুঙ সড়কে এই ডবল লেন রাস্তাটির সুপারভিশনের দায়িত্বে আছে। এই ডবল লেনের রাস্তার কাজের ইপিসি ঠিকাদার হলো জে এস আর প্রাইভেট লিমিটেড নামে হায়দ্রাবাদের একটি বেসরকারী কোম্পানি। তিনশ চুয়ান্ন কোটি উনআশি লক্ষ টাকার কাজের বরাদ্দ হলেও কাজের পাশে কোথাও কোনও সাইনবোর্ড নেই। যাতে সাধারণ মানুষ বুঝতে পারে কাজটির বরাদ্দ কত। রাস্তার কাজ সম্পূর্ণ ম্যাচুরিটি পাথর দিয়ে করার নির্দেশ থাকলেও যেটুকু কাজ হয়েছে অত্যন্ত নিম্নমানের পাথরের চিপস দিয়ে রাস্তা তৈরি হয়েছে। ডবল লেন রাস্তার কাজের জন্য প্রতিবেশী মিজোরাম থেকে আনা হয়েছে প্রি ম্যাচুরিটি স্থানীয় পাথর। এই নিম্নমানের কাজ নিয়ে জম্পুই পাহাড়ে বসবাসকারী নাগরিকরা তীব্র আপত্তী জানিয়েছে। কিন্তু এনএইচআইডিসিএল দর্শকের ভূমিকায় রয়েছে।
অভিযোগ, এনএইচআইডিসি এলের জ্ঞাতসার এবং নজরদারির মধ্যেই নজিরবিহীন এই কেলেঙ্কারি ও দুর্নীতি চলছে।
দেখা যাচ্ছে, সিমলুঙ- ভাংমুন সড়কে কোটি কোটি টাকার রাস্তার কাজে মেটেলিং করার কিছুদিন যেতে না যেতে ভেঙে পড়েছে। রাস্তার মেটেলিংয়ে পাথরের চিপস বালি আলাদা হয়ে কাঁচা রাস্তার মাটিও বের হয়ে গেছে। বিভিন্ন স্থানে সড়কের মাটি উঠে যাচ্ছে। এদিকে এই বহিঃরাজ্যের বেসরকারী ঠিকাদার সংস্থার সাথে এডিসি কর্মকর্তাদের মধুর সম্পর্কের তথ্য পাওয়া গেছে। এদিকে এনএইচআইডিসিএল এবং বহিঃরাজ্যের নির্মাণ সংস্থা কেলেঙ্কারির সাথে এডিসি প্রশাসন জড়িয়ে রয়েছে বলে অভিযোগ উঠেছে।এডিসির উপজাতি কল্যাণ দপ্তরের প্রিন্সিপাল অফিসার উত্তর জেলার জোনাল ডেভেলপমেন্ট অফিসের আয়তাধীন ভাংমুন ট্রাইবেল গেস্ট হাউসটি বহিঃরাজ্যের এই ঠিকাদার সংস্থা জে এস আর কনস্ট্রাকশন প্রাইভেট লিমিটেডের কাছে মাসিক ছাব্বিশ হাজার একশ সাতাশ টাকা ভাড়ার বিনিময়ে লিজ দিয়ে দিয়েছে। জে আর এস কনস্ট্রাকশন প্রাইভেট মিলিটেডের লোকজন থাকার জন্য ট্রাইবেল গেস্ট হাউসটি রহস্যজনকভাবে ভাড়া দিয়ে দিয়েছে এডিসি কর্তৃপক্ষ deed agree- ment has been executed on dated 22.10.2021 between the prin- cipal officer (T.W) Khumulwng of behalf of the TTAADC and m/s JSR Contruction pvt. Itd lane road tripura to occupy tribal guest house located at vangmun jampui hills. Kanchanpur N. Tripura… চুক্তি করে এডিসি উপজাতি কল্যাণ দপ্তরের প্রিন্সিপাল অফিসারের স্বাক্ষর মূলে ওই ট্রাইভেল গেস্ট হাউজটি লিজ দিয়েছে। সাধারণ উপজাতি সম্প্রদায়ের মানুষের জন্য তৈরি ট্রাইবেল গেস্ট হাউসটি মোটা টাকা মাসিক ভাড়ার বিনিময়ে লিজ ঘটনায় উপজাতি সম্প্রদায়ের মানুষের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়েছে। এই বেসরকারী সংস্থা বেপাত্তা হয়ে যাওয়ায় কয়েক লক্ষ টাকা বকেয়া ভাড়া পড়ে আছে। প্রশ্ন উঠেছে, কিসের ভিত্তিতে এডিসি খুমুলুঙ প্রশাসন একটি বহিঃরাজ্যের বেসরকারী নির্মাণ সংস্থাকে সরকারী ট্রাইবেল গেস্ট দিয়েছে?বোঝা যাচ্ছে লোপাট বাণিজ্য সর্বত্র ছেয়ে গেছে।
অনলাইন প্রতিনিধি :-স্বাস্থ্য পরিষেবার সুযোগ নিতে গিয়ে এমপ্লয়িজ স্টেট ইনশিয়োরেন্স কর্পোরেশন (ইএসআইসি) ভুক্ত সাধারণ কর্মচারী…
২০১৯ সালে করোনা মহামারির পাঁচ বছর পর ফের শিরোনামে চিন।এবার এইচএমপিভি (HMPV) নামক নয়া ভাইরাসের…
অনলাইন প্রতিনিধি :-রাজ্যসরকারের বিদ্যাজ্যোতি স্কুলের পড়াশোনাও লাটে উঠেছে। বিদ্যাজ্যোতি স্কুলের পরিকাঠামো উন্নয়ন করছে না শিক্ষা…
অনলাইন প্রতিনিধি :-তিব্বতে শক্তিশালী ভূমিকম্পে কমপক্ষে ৫৩ জনের মৃত্যু। তাছাড়াও ৬০ জন আহত হয়েছেন। তবে…
অনলাইন প্রতিনিধি :-কেন্দ্রীয়সরকারের সড়ক ও পরিবহণ মন্ত্রক ত্রিপুরা রাজ্যের বিভিন্ন মহকুমার জাতীয় সড়ক নির্মাণের জন্য…
অনলাইন প্রতিনিধি :-ফ্লোরেন্সনাইটিঙ্গেলের কথা স্মরণ করে সোমবার মুখ্যমন্ত্রী বলেন, এই পৃথিবীতে এমন কিছু মানুষ জন্মগ্রহণ…