ভাইয়ের উদ্দেশ্যে ৪৩৪ মিটার দীর্ঘ চিঠি লিখেছেন এক বোন। দীর্ঘ সেই চিঠির ওজন দাঁড়িয়েছে ৫ কেজি ! ঘটনাটি ভারতের কেরলের । ‘ বিশ্ব ভাতৃ দিবস ‘ উপলক্ষ্যে পেশায় ইঞ্জিনিয়ার কৃষ্ণপ্রিয়ার লেখা সেই চিঠি নতুন রেকর্ড গড়ল । কাজের চাপে নিজের ভাইকে ‘ বিশ্ব ভাতৃ দিবস ‘ এর শুভেচ্ছা জানাতে ভুলে গিয়েছিলেন কৃষ্ণপ্রিয়া । এতে মনঃক্ষুণ্ন হয়ে সেদিন কৃষ্ণপ্রিয়ার ২১ বছরের ভাই , কৃষ্ণপ্রসাদ । নিজের অবসাদের কথা বোনকে জানিয়েছিলেন হোয়াটসঅ্যাপে মেসেজ ।
কিন্তু কাজের চাপ এতোই বেশি ছিল । যে , মেসেজগুলোও দেখার সময় পাননি কৃষ্ণপ্রিয়া । এতে আরও মন ভাঙে ভাইয়ের । বোনকে তাই হোয়াটসঅ্যাপে ব্লক করে দেন তিনি । একটি ইংরাজি সংবাদ মাধ্যমকে কৃষ্ণপ্রিয়া বলেছেন , ‘ আমি ওকে শুভেচ্ছা জানাতে ভুলে গিয়েছিলাম । আমি এইদিনে সাধারণত ওকে ফোন করি বা ভাই দিবসের একটি টেক্সট পাঠাই , কিন্তু কাজের ব্যস্ততার কারণে এ বছর আমি ভুলে গিয়েছিলাম । ‘ ভুলে যাওয়ার মাসুল হিসেবে ভাইয়ের অভিমান ভাঙতে গত ২৫ মে তিনি ভাইকে উদ্দেশ্যে করে চিঠি লিখতে শুরু করেন । প্রথমে একটি এ – ফোর সাইজের কাগজে লিখতে শুরু করেছিলেন কৃষ্ণপ্রিয়া ।
তবে তাড়াতাড়ি বুঝে গিয়েছিলেন , নিজের মনের কথা গুছিয়ে লিখতে আরও অনেক কাগজ প্রয়োজন হবে তার ! কৃষ্ণপ্রিয়ার কথায় , ‘ আমি লম্বা আকৃতির কাগজ কিনতে একটি স্টেশনারি দোকানে গিয়েছিলাম । কিন্তু দোকানি আমাকে বললো , লম্বা কাগজ বলতে তার কাছে কাছে কেবল বিলিং পেপারের রোলই পাওয়া যাবে । এরপর আমি ওই দোকান থেকে রোল কাগজ কিনি । ‘ প্রতিটি রোল ভর্তি করে ভাইকে নিজের মনের কথা লিখেছেন কৃষ্ণপ্রিয়া । আর পুরো চিঠিটি লিখতে তার সময় লেগেছে মাত্র ১২ ঘণ্টা । কৃষ্ণপ্রিয়ার লেখা ওই চিঠিকে বিশ্বের সবচেয়ে দীর্ঘ চিঠি হিসেবে তালিকাভুক্তির মর্যাদা দিতে অতীতের রেকর্ডস ঘাঁটছে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস ।
২০২৪-২৫ অর্থবর্ষের প্রথম সাত মাসে প্রত্যক্ষ বিদেশি পুঁজি (ফরেন ডাইরেক্ট ইনথবর্ষের প্রথ বা এফডিআই) যা…
অনলাইন প্রতিনিধি :-দীর্ঘদিন ধরে টি,এস,এফ দাবি করে আসছে রোমান লিপি কে স্বীকৃতি দেওয়ার।বর্তমানে যে প্রশ্নপত্র…
অনলাইন প্রতিনিধি :-কেন্দ্রীয়শিক্ষা মন্ত্রকের সর্বশেষ রিপোর্ট এও ফুটে উঠলো ত্রিপুরার স্কুল শিক্ষা ব্যবস্থার বে-আব্রু চেহারা।…
অনলাইন প্রতিনিধি :-প্রধানমন্ত্রীনরেন্দ্র মোদি সবকা সাথ সবকা বিকাশ, সবকা বিশ্বাস, সবকা প্রয়াসের স্লোগান দিয়েছেন। আর…
প্রতিবেশী বাংলাদেশে গত ছয়মাস ধরে চলতে থাকা অস্থির রাজনৈতিক পরিস্থিতির সুযোগ নিয়ে একেবারে নিঃশব্দে এগিয়ে…
অনলাইন প্রতিনিধি:-প্রতিশ্রুতি দিয়ে রক্ষা করছে না সরকার। জেআরবিটির মাধ্যমে গ্রুপ ডি পদে নিয়োগ নিয়ে টালবাহানা…