ভাঙলো গাছ, খালের জলে ভাসলো গাড়ি, টানা বর্ষণে জলনগরী রাজধানী।

এই খবর শেয়ার করুন (Share this news)

অনলাইন প্রতিনিধি || টানা দুই ঘন্টার ভারী বর্ষণে জলনগরীতে পরিণত হলো তিলোত্তমা রাজধানী শহর আগরতলা । রবিবার দুপুরের এই বর্ষণে শহর আগরতলার বেশিরভাগ রাস্তাই ছিল জলে টইটম্বুর।বেশ কিছু রাস্তায় পথ চলাচল পর্যন্ত দায় হয়ে পড়ে এ দিন।এছাড়াও ভারী বর্ষণের ফলে শহর আগরতলার জগন্নাথবাড়ি রোড এলাকার শিশু উদ্যানে এ দিন হুড়মুড়িয়ে আছড়ে পড়ে বৃহদাকারের একটি গাছ। এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয় শিশু উদ্যানটির। জলের স্রোতে এ দিন বেশ কিছু গাড়িও ভাসতে থাকে খালের জলে।দমকা হাওয়া কিংবা ঝড়ো বৃষ্টি না হলেও বেলা প্রায় ১২টা নাগাদ এ দিন শুরু হয় বজ্রপাতসহ ভারী বর্ষণ।এরপর টানা দুই ঘন্টার এই ভারী বর্ষণে জলমগ্ন হয়ে পড়ে গোটা শহর। প্রায় প্রতিটি অলিগলি থেকে শুরু করে মূল রাস্তাগুলি পর্যন্ত একে একে চলে যায় জলের তলায়। শকুন্তলা রোড থেকে শুরু করে ওরিয়েন্ট চৌমুহনী, জ্যাকশন গেট এলাকা, আরএমএস চৌমুহনী, বিদুরকর্তা, রবীন্দ্র ভবন চত্বর, রূপসী সিনেমা হলের সামনের সামনের অংশ, প্যারাডাইস চৌমুহনী, আইজিএম, মেলারমাঠ এলাকা পর্যন্ত কোথাও হাঁটু জল, কোথাও বা কোমর জল দাঁড়িয়ে যায়। এই অবস্থায় যান চলাচল তো দূরঅস্ত, পায়ে হেঁটে পর্যন্ত যাওয়া আসা করা দুষ্কর হয়ে পড়ে সাধারণ মানুষদের পক্ষে।অনেক ক্ষেত্রে রাস্তায় দাঁড়িয়ে থাকা জল ডিঙিয়ে রাস্ত পারাপার করতে গিয়ে বহু যান, এমনকী মোটর সাইকেলও বিকল হয়ে পড়ে। আবহাওয়া দপ্তর সূত্রে জানা যায়, এ দিন শুধুমাত্র রাজধানী আগরতলাতেই নয়, বিক্ষিপ্তভাবে রাজ্যের বিভিন্ন প্রান্তেই কম-বেশি বৃষ্টিপাতের খবর রয়েছে। তারা জানায়, গত ২৪ ঘন্টার ব্যবধানে রাজধানী আগরতলায় সর্বমোট ৬৭ মিমি বৃষ্টিপাত হয়।এছাড়াও কৈলাসহরে ২৩ মিমি বৃষ্টিপাত হয় বলে জানানো হয়।পাশাপাশি, আগামী ২৪ ঘন্টায় রাজ্যে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনাও এ দিন জানিয়ে দেয় আবহাওয়া অফিস।এদিকে দিনের ভারী বৃষ্টিপাতের ফলে শহর আগরতলার জগন্নাথবাড়ি রোড এলাকার শিশু উদ্যানটিতে আচমকাই হুড়মুড়িয়ে ভেঙে পড়ে বৃহদাকারের একটি পুরানো গাছ। এতে পার্কে থাকা বেশ কিছু সরঞ্জামেরও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। অন্যদিকে তেমন কোনও দুর্ঘটনাজনিত খবর না থাকলেও উজান অভয়নগর এলাকার নেতাজী ক্লাব সংলগ্ন কাটাখালের পাশে দাঁড়িয়ে থাকা অবস্থায় একের পর এক সাত-সাতটি বিলাসবহুল গাড়ি ভেসে যায় জলের স্রোতে। বেশ কিছু ক্ষেত্রে কাটাখালের বিস্তীর্ণ এলাকা, জয়পুর এলাকা,ওরিয়েন্ট চৌমুহনী এলাকাগুলিতেও এমন আরও দু-একটি ঘটনা ঘটে। যদিও যানচালকরা কোনওক্রমে তাদের দ্বিচক্র যানগুলিকে রাস্তায় এনে দাঁড় করান।সার্বিক বিষয় নিয়ে এ দিন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার বলেন, বজ্রপাতের কারণে বিক্ষিপ্তভাবে বিদ্যুৎ বিভ্রাটও দেখা দেয় শহর আগরতলায়। যে কারণে পাম্পগুলি চালাতে একটু বিলম্ব হয়। আর এ কারণেই জনদুর্ভোগ বলে মনে করেন তিনি। তবে তিনি জানান, একে একে ১৬টি পাম্প চালু হতেই বেশ কিছুক্ষণের মধ্যে নেমে যায় জল। তিনি জানান,ড্রেনগুলি সংস্কারের কাজও এখন দ্রুতগতিতে চলছে। শীঘ্রই এই সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবে নিগমবাসী।

Dainik Digital

Share
Published by
Dainik Digital

Recent Posts

গয়নার ল্যাবে তৈরি হলো বিশ্বের প্রথম কৃত্রিম রুবি!!

অনলাইন প্রতিনিধি :-বাংলায় চুনি, ইংরেজিতে রুবি।চুনির রং কতটা টকটকে লাল, তার উপর এই মানিকের দাম…

8 hours ago

মুখ্যমন্ত্রীর মুখ বাঁচাতে পুলিশ প্রশাসনের নির্লজ্জ দ্বিচারিতা!!

অনলাইন প্রতিনিধি :-চাঁদারজুলুম নিয়ে ব্যবস্থা গ্রহণের ক্ষেত্রে তথাকথিত সুশাসনের রাজ্যে প্রশাসনের নির্লজ্জ দ্বিচারিতা প্রকাশ্যে এলো।…

8 hours ago

কাজের বাজারে মন্দা!!

কেন্দ্রে ১০০ দিন পূর্ণ করল তৃতীয় মোদি সরকার।যদিও বর্তমান ক্ষমতাসীন কেন্দ্রীয় সরকারকে মোদি সরকার আখ্যা…

9 hours ago

নিগো – অন্ধ প্রশাসন!!

নিগো বাণিজ্যের রমরমা চালানোর জন্যই কি ১৮ সালে রাজ্যের মানুষ বর্তমান সরকারকে ক্ষমতায় বসিয়েছিলো?রাজ্যের আকাশ…

1 day ago

বিমানযাত্রীর মর্মান্তিক মৃত্যু নিয়ে পুলিশের তদন্ত শুরু!!

অনলাইন প্রতিনিধি :-এয়ারইন্ডিয়া এক্সপ্রেসের কর্মীর চরম গাফিলতি ও উদাসীনতার কারণে রীতা বণিক (৫৯) বিমান যাত্রীর…

1 day ago

হরিয়ানাঃ পাল্লা কার পক্ষে?

হরিয়ানা কি বিজেপির হাত থেকে ফসকে যাচ্ছে?শাসক বিজেপির হাবভাব দেখে তেমনটাই অনুমান করছে রাজনৈতিক মহল।প্রধানমন্ত্রী…

2 days ago