Categories: খেলা

ভারতকে ছিটকে দিয়ে ফাইনালে শ্রীলঙ্কা

এই খবর শেয়ার করুন (Share this news)

যেমন জঘন্য বোলিং তেমনি জঘন্য ফিল্ডিং । সুবাদে এক ম্যাচ বাকি থাকতেই এশিয়া কাপ টি – টোয়েন্টি ক্রিকেট থেকে ছিটকে গেলো ভারত । দুদিন আগে পাকিস্তানের কাছে হারতে হয়েছিল ভারতকে । আজ হারতে হলো শ্রীলঙ্কার কাছে । সুপার ফোরে টানা দুই ম্যাচ হেরে ভারত কার্যত বিদায় নিলো । অপরদিকে , আফগান জয়ের পর ভারত জয়ের সুবাদে শ্রীলঙ্কা এখন ফাইনালের দরজায় । এবার এই এশিয়া কাপ টি – টোয়েন্টি ক্রিকেট শ্রীলঙ্কায় হওয়ার কথা ছিল । কিন্তু সেখানকার রাজনৈতিক পরিস্থিতি খারাপ হওয়ায় এসিবি প্রতিযোগিতা নিয়ে যায় আরব আমিরশাহিতে । তবে শ্রীলঙ্কা প্রতিযোগিতার দায়িত্ব হারালেও তারা কিন্তু ফাইনালের সামনে । আজ ভারত কুড়ি ওভারে আট উইকেটে ১৭৩ রান করার পর ম্যাচটা ধরে রাখার সুযোগ যে ছিল না তা কিন্তু নয় । তবে সেই জঘন্য বোলিং ও জঘন্য ফিল্ডিং আজ ফের ভারতকে ডুবিয়েছে । যে ভারত গ্রুপ লীগে টানা দুই ম্যাচ জিতলো সেই ভারত সুপারে এসে টানা দুই ম্যাচ হেরে বিদায় নিলো । অবশ্য বৃহস্পতিবার সুপারে নিজেদের শেষ ম্যাচে ভারত মুখোমুখি হবে আফগানদের । আগামীকাল অবশ্য আফগানদের ম্যাচ হয়েছে পাকিস্তানের সাথে । শ্রীলঙ্কা টসে জিতে প্রথমে ব্যাট করার জন্য ভারতকে আমন্ত্রণ জানায় । পাকিস্তান ম্যাচের প্রথম একাদশে একটি পরিবর্তন এনে ভারত আজ খেলতে নামে । তবে ভারতের ইনিংসের শুরুতেই আঘাত হানে শ্রীলঙ্কা । ওপেনার কেএল রাহুল সাত বলে মাত্র ছয় রান করে থিকশানার শিকার হয় । রাহুল ফিরে যাবার পরই সাজঘরেবিরাট । বিরাট কোহলি খাতা খোলার আগেই মাদুশঙ্কার বলে বোল্ড । ২.৪ ওভারে ভারত মাত্র তেরো রানে দুই উইকেট । ক্রিজে অধিনায়ক রোহিত শর্মার সঙ্গে যোগ দেন সূর্যকুমার যাদব । ভারত ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে । ইতিমধ্যে একশো রান পার করে ভারত । কিন্তু দলীয় একশ দশ রানে রোহিত বিদায় নেয় । তবে ভারত অধিনায়ক আজ ব্যাট হাতে জ্বলে উঠেছিলেন । একচল্লিশ বলে পাঁচটি চার ও চারটি ছয়ের সাহায্যে রোহিত বাহাত্তর রান করেন । তবে অধিনায়কের পেছন পেছন সাজঘরে ফেরেন যাদব । উনত্রিশ বলে চৌত্রিশ রান করেন যাদব । হার্দিক পাণ্ডিয়া তেরো বলে সতেরো , ঋষভ পন্থ তেরো বলে সতেরো রান করেন । শেষদিকে রবিচন্দ্রন অশ্বিন মাত্র সাত বলে ঝড়ো পনেরো রান করেন । ভারত শুরুর ধাক্কা সামাল দিয়ে শেষ পর্যন্ত কুড়ি ওভারে আট উইকেটে একশো তিয়াত্তর রান করে । ফাইনালে যাওয়া অনেকটাই নিশ্চিত করতে হলে শ্রীলঙ্কাকে কুড়ি ওভারে করতে হবে একশ চুয়াত্তর । শ্রীলঙ্কা জবাব দিতে নেমে শুরু থেকেই কিন্তু ভারতীয় বোলারদের উপর যেন রাজত্ব শুরু করে । দুই ওপেনার নিশাঙ্কা এবং কুশল মেন্ডিস প্রথম জুটিতে মূল্যবান ৯৭ রান যোগ করে । নিশাঙ্কা ৩৭ বলে ৫২ রান করে । তবে এক রানে খাতা খোলার আগে বিদায় নেয় আমলাঙ্কা । গুনাথিলাঙ্কা ( ১ ) ব্যর্থ হয় । কুশল ৩৭ বলে ৫৭ রান করে বিদায় নেয় । একটা সময় শ্রীলঙ্কা ১৪.১ ওভারে ১১০। কিন্তু চাপের মুখে দলকে টেনে তুলে রাজাপাকসা ও অধিনায়ক দাসুন শানাকা । এরা অনবদ্য খেলে ম্যাচর এক বল বাকি থাকতে ভারতকে পরাজয়ের রাস্তা দেখিয়ে দেয় । শ্রীলঙ্কা ১৯.৫ ওভারে ৪ উইকেটে ১৭৪ রান তুলে জয় পায় ৬ উইকেটে । শানাঙ্কা ৩৩ ও রাজাপাকসা ২৫ রানে অপরাজিত ।

Dainik Digital

Share
Published by
Dainik Digital

Recent Posts

ট্রাম্প বোমায় ব্যাকফুটে বন্ধু!

মার্কিন অনুদান নিয়ে ট্রাম্পের একের পর এক।বিস্ফোরক মন্তব্য ঘিরে ভারতীয় রাজনীতিতে চাপানউতোর এখন তুঙ্গে।ট্রাম্পের এই…

10 mins ago

ধন্যবাদার্হ।।

কোন ও চাওয়া যখন পথের থেকে বেশি সংখ্যায় পথবন্ধক কে তৈরি করে, তাকে পরিত্যাগ করাই…

12 mins ago

সুপার সিক্সে ৮ উইকেটের বড় জয় পেলো তরুণ সংঘ।।

অনলাইন প্রতিনিধি :-আট উইকেটের বড়সড় জয় দিয়েই সিনিয়র মহিলাদের একদিবসীয় আমন্ত্রণমূলক ক্রিকেটের সুপার সিক্সে নিজেদের…

3 hours ago

ত্রিপুরার সাহিত্য চর্চায় নয়া ইতিহাস রচনা করেছে উড়ান: জয় গোস্বামী।।

অনলাইন প্রতিনিধি :- উড়ান আয়োজিত ত্রিপুরা লিটারেচার ফেস্টিভ্যালের তৃতীয় দিনেও রাজ্যের সাহিত্যপ্রেমী মানুষের উপচে পড়া…

3 hours ago

ট্রাম্প বোমায় ব্যাকফুটে বন্ধু!

মার্কিন অনুদান নিয়ে ট্রাম্পের একের পর এক। মাঘি বিস্ফোরক মন্তব্য ঘিরে ভারতীয় রাজনীতিতে চাপানউতোর এখন…

3 hours ago

জিবিতে হচ্ছে না স্থান সংকুলান দফারফা রোগীর, ব্যাহত চিকিৎসা!!

অনলাইন প্রতিনিধি :-জেলা,মহকুমা ও প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রগুলির দৈন্যদশায় রাজ্যের প্রধান সরকারী হাসপাতাল জিবিতে রোগীর অস্বাভাবিক চাপ…

3 hours ago