মহিলাদের এশিয়া কাপ টি-২০ ক্রিকেটে অঘটন। ভারতকে হারিয়ে চমক দিল পাকিস্তানের নিদা দাররা। আজ এখানে পাকিস্তানের মহিলা ক্রিকেট দল ভারতকে ১৩ রানে হারিয়ে দেয়। ম্যাচে পাকিস্তান প্রথম ব্যাটিং করে কুড়ি ওভারে ছয় উইকেটে ১৩৭ রান তুললে জবাবে ভারত ১৯.৪ ওভারে ১২৪ রানই তুলতে পারে। ভারতকে হারিয়ে সেমিফাইনালের দৌড়ে এলো পাকিস্তান। অবশ্য দুদলেরই এখন চার ম্যাচে ৬ পয়েন্ট। তবে ভারত অবশ্য নেট রান রেইটে লীগ টেবিলের শীর্ষেই রয়েছে।
তবে ভারত যদি তাদের অবশিষ্ট দুই ম্যাচের মধ্যে একটিও জিততে পারে তাহলে সেমিফাইনালের টিকিট নিশ্চিত।
বাকি বাংলাদেশ ও থাইল্যাণ্ড। গত বছর ফাইনালে কিন্তু বাংলাদেশের কাছে হরমনপ্রীত বাহিনী হেরে গিয়েছিল। এবার গ্রুপ লীগে পাকিস্তানের কাছে পরাজিত হলো। দুদেশের মধ্যে ১৩ বারের সাক্ষাতে ভারত যদিও জিতে আছেই। তবে আজকের ম্যাচে পরাজয়টা হরমনপ্রীতদের নিঃসন্দেহে চিন্তার মধ্যেই ফেলেছিল। এ দিন ভারতকে পরাজয়ের পেছনে মূল কারিগর ছিল নিদা দার। ব্যাট হাতে নিদা ৩৭ বলে অপরাজিত ৫৬ ও বল হাতে ২৩ রানে দুই উইকেট। খেলার সেরার পুরস্কারটা এনে দেয় । সেই সাথে ভারতের বিরুদ্ধে বড় ম্যাচ জিতে দল। এ দিন পাকিস্তান প্রথম ব্যাট করতে নেমে ২০ ওভারে ৬ উইকেটে ১৩৭ রান তুলে। অধিনায়ক বিসমাহ মারুফ ৩৫ বলে ৩২ ও নিদা দারের অপরাজিত ৩৭ বলে ৫৬ (৫×৪, ২×৬) দলকে লড়াই করার পুঁজি এনে দেয়। ভারতের পক্ষে দীপ্তি শর্মা (৪-০ ২৭-৩) ও পূজা বস্ত্রকার (৪-০-২৩-২) ভালো বোলিং করে । জবাবে ভারত ১৯.৪ ওভার খেলে ১২৪ রানই তুলতে পারে। ইনিংস সাব্বি নেনি মেঘনা (১৫), স্মৃতি মান্ধানা (১৭), দেয়ালান হেমলতা (২০), দীপ্তি শর্মা (১৬), অধিনায়ক হমনপ্রীত কাউর ১২, ও রিচা ঘোষ ২৬ রান করে। পেছনের দিকের ব্যাটাররা রান না পাওয়ায় দলকে ১৩ রানে ম্যচ হারতে হয়। তবে রিচার আউটই টার্নিং পয়েন্ট। পাকিস্তানের পক্ষে নিদা দার ২৩/২ ও সাবিয়া ইকবাল (২৪/২) উইকেট পায়। মহিলাদের এশিয়া কাপ বাংলাদেশের পর পাকিস্তানের কাছে পরাজিত হলো ভারত। এদিকে, আজ ভারত ম্যাচ হারায় চার ম্যাচে ছয় পয়েন্ট নিয়ে ভারত ও পাকিস্তান উপরের দিকেই। তবে রান রেইটে ভারতের পেছনে পাকিস্তান। এখন পর্যন্ত সেমিফাইনাল হওয়ার দৌড়ে ভারত পাকিস্তান ছাড়াও বাংলাদেশ, শ্রীলঙ্কা, থাইল্যাণ্ড ও আমিরশাহি। এদের সবার সামনেই ৬ পয়েন্টে পৌঁছে যাবার রাস্তা খোলা রইল।
অনলাইন প্রতিনিধি :-শুক্রবার সন্ধ্যায় পর পর দুটি ভূমিকম্পে কেঁপে উঠল নেপাল। রিখটার স্কেলে কম্পনের মাত্রা…
অনলাইন প্রতিনিধি :-দেখতেই সে নয়নাভিরাম।তার উপর তার লেজের দৈর্ঘ্য?রবীন্দ্রনাথের শ্যামা নৃত্যনাট্যে শ্যামার রূপে মুগ্ধ হয়ে…
অনলাইন প্রতিনিধি :-প্লাস্টিকের চায়ের কাপে চুমুক দিলে শেষ হতে পারে পুরুষত্ব! এমনকী, হরমোন সংক্রান্ত আরও…
লন্ডনের হিথরো থেকে মুম্বইয়ে রওনা দিয়েছিল ভার্জিন আটলান্টিকের বিমানটি। ছিলেন ২০০–র বেশি ভারতীয় যাত্রী। জরুরি…
অনলাইন প্রতিনিধি :-ডবল ইঞ্জিন সরকারের প্রায় প্রতিটি দপ্তর বর্তমানে চরম কর্মী সংকটে ধুঁকছে। ফলে যে…
অনলাইন প্রতিনিধি :-প্রায় ১২ কোটিটাকা ব্যয়ে বাধারঘাটে দশরথ দেব স্পোর্টস কমপ্লেক্সে ২০০ শয্যা বিশিষ্ট যুব…