ধর্মনগর, ডুকলি সিপিএম পার্টি অফিসে দুষ্কৃতীদের তাণ্ডব, ভাঙচুর অভিযোগ শাসকের বিরুদ্ধে!!
ভারতকে হুমকি পাকিস্তানের প্রাক্তন মন্ত্রী বিলাওয়াল ভুট্টো জারদারির!!

সিন্ধু নদীর জল বন্ধ হলে রক্তবন্যা বইবে ৷ ভারতের বিরুদ্ধে এমনই হুমকি দিলেন পাকিস্তান পিপলস পার্টির চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টো জারদারি ৷ ভারত সরকারের সিন্ধু জলবণ্টন চুক্তি সাময়িক স্থগিত রাখার সিদ্ধান্তের পরেই এমন হুমকি দিয়েছেন পাকিস্তানের প্রাক্তন বিদেশমন্ত্রী ৷ বিশ্ব ব্যাঙ্কের মধ্যস্থতায় ১৯৬০ সালে সিন্ধু জলবণ্টন চুক্তি হয় ভারত ও পাকিস্তানের মধ্যে ৷চুক্তি অনুযায়ী সিন্ধু নদের প্রায় ৮০ শতাংশ জল পাকিস্তান এবং ২০ শতাংশ জল ভারত পায় ৷ এই পরিস্থিতিতে ভারত সিন্ধু জলবণ্টন চুক্তি স্থগিত করলে পাকিস্তানের কৃষির উপর ব্যাপক প্রভাব পড়বে ৷ যা আর্থিকভাবে প্রায় পঙ্গু হয়ে যাওয়া পাকিস্তানকে আরও বিপদে ফেলবে ৷