ভারতরত্ন সংঘের পূজাকে কেন্দ্র করে প্রশাসনিক বাধা!!
অনলাইন প্রতিনিধি :-উষা বাজারে সি পি ডব্লিউ ডি অফিসকে ঘিরে দীর্ঘদিন ধরে গড়ে উঠেছে নিগো বাণিজ্য। এবং এই বাণিজ্যের মূল কান্ডারী হচ্ছে উষা বাজারের ভারতরত্ন সংঘ। এই ক্লাবে বসেই নিগো বাণিজ্যের যাবতীয় পরিকল্পনা রচিত হয়। কিছুদিন পূর্বে এই বাণিজ্যকে কেন্দ্র করেই খুন হতে হয় উষা বাজার ক্লাবের সেক্রেটারি। পরবর্তীতে ওই এলাকার পরিবেশ স্বাভাবিক করতে পুলিশকে শক্ত হাতে মোকাবেলা করার নির্দেশ দেয় রাজ্য সরকার। পরবর্তীতে পশ্চিম ত্রিপুরা জেলা শাসকের আদেশে সরকারি জায়গার উপর নির্মিত ভারতরত্ন সংঘের ক্লাব ঘরটিকে ভেঙ্গে গুড়িয়ে দেওয়া হয়। তার আগেই অবশ্য শারদীয় দুর্গাপুজোকে কেন্দ্র করে খুঁটি পূজার মাধ্যমে পুজোর উদ্যোগও শুরু করে দিয়েছিল তারা। উল্লেখ্য, দুর্গা পূজা করার উদ্দেশ্যে আজ এলাকাবাসী মাঠটি পরিষ্কার করতে আসলে প্রশাসন থেকে তাদের বাধা দেওয়া হয়। প্রশাসনের বাধার মুখে এলাকাবাসী সাংবাদিকদের জানান যে গত ৭০ বছর ধরে তারা এই জায়গায় পুজো করে আসছে কেন তাদেরকে পুজো করতে বাধা দেওয়া হচ্ছে। তাদের বক্তব্য তাদের ক্লাবের নাকি নিজস্ব দু গন্ডা জায়গা রয়েছে। এখানে পূজো করতে কেন প্রশাসন বাধা দিচ্ছে সেই ব্যাপারে প্রশ্ন তোলেন তারা। এলাকাবাসী স্বতঃস্ফূর্তভাবে একত্রিত হয়ে প্রশাসনের নিকট আবেদন রাখেন তাদের যেন পুজো করার অনুমতি প্রদান করা হয়।