আইপিএলের মঞ্চে দুর্ধর্ষ পারফরম্যান্স দেখিয়ে দীর্ঘদিন পর ফের ভারতীয় দলে নিজের জায়গা করে নিয়েছেন দীনেশ কার্তিক । প্রায় তিন বছর পর দক্ষিণ আফ্রিকা সিরিজেই ভারতীয় দলে ডাক পেয়েছেন তিনি । দীনেশ কার্তিকের এমন প্রত্যাবর্তন দেখেই আপ্লুত কপিল দেব । এইবারের আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে ফিনিশারের ভূমিকা পালন করেছেন । আইপিএলে ভাল খেলায় ফের ভারতীয় দলে সুযোগ পেয়েছেন দীনেশ কার্তিক । ৩৭ বছরের এই ক্রিকেটারের প্রশংসা করেছেন ভারতীয় দলের প্রাক্তন বিশ্বকাপ জয়ী অধিনায়ক । গত দুই মরশুম আইপিএলের মঞ্চে খুব একটা ভাল যায়নি দীনেশ কার্তিকের । এইবারের আইপিএলে তিনি কোনও দল পাবেন কিনা তা নিয়েও ছিল জল্পনা । যদিও শেষ পর্যন্ত তার ওপর ভরসা রেখেছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু । আর সেই সিদ্ধান্ত যে এতটুকু ভুল ছিল না তা বুঝিয়ে দিয়েছিলেন দীনেশ কার্তিক। ভারতীয় দলের হয়ে ফিনিশারে ভূমিকাই পালন করতে চেয়েছিলেন দীনেশ কার্তিক। সদ্য সমাপ্ত আইপিএলে 330 রান রয়েছে দীনেশ কার্তিকের।গড় 55 স্ট্রাইক রেট ১৫২.৭৫।
বেশ কয়েকটি ম্যাচ দলকে জিতিয়েছেনও তিনি । দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি ২০ সিরিজে সুযোগ পেয়েছেন কার্তিক । বয়স ৩৭ হলেও এখনও তিনি অনেক দিন ক্রিকেট খেলবেন বলেই মনে করেন কপিল । সম্প্রতি একটি সাংবাদিক বিবৃতিতে বিশ্বকাপ জয়ী অধিনায়ক কার্তিককে নিয়ে বলেছেন, কার্তিক এত ভাল খেলেছে যে নির্বাচকরা ওকে নিতে বাধ্য হয়েছে। এখনও ওর মধ্যে অনেক ক্রিকেট বাকি। ওর অভিজ্ঞতা রয়েছে। মাঠে নেমে নিজেকে প্রমাণ করছে।ওর জন্য কোনও প্রশংসাই কিন্তু যথেষ্ট নয়। এখানেই থেমে না থেকে কপিল দেব আর ও যোগ করেছেন, “ঋষভ পন্থ একজন তরুণ তারকা।উইকেটরক্ষক ব্যাটসম্যান হিসাবে ক্রিকেট ও তার দক্ষতা রয়েছে। কিন্তু দীনেশের কাছে রয়েছে অভিজ্ঞতা এবং পারফরম্যান্স সেজন্যই তার জন্য কোনও প্রশংসাই যথেষ্ট নয়”।মহেন্দ্র সিংহ ধোনির ও আগে ভারতীয় ক্রিকেট দলে অভিষেক হয়েছিল দীনেশ কার্তিকের। তিনি এত বছর ধরে খেলার পরে ও এখন ও তার খিদে কমেনি বলে মনে করেন কপিল। এই বছরেই টি টোয়েন্টি বিশ্বকাপ রয়েছে। সেই কারণেই তাকে দলে নিয়ে ভারতীয় নির্বাচকরা কিন্ত বুঝিয়ে দিয়েছেন কার্তিক বিশ্বকাপের দৌর রয়েছেন।
প্রতিবেশী বাংলাদেশে গত ছয়মাস ধরে চলতে থাকা অস্থির রাজনৈতিক পরিস্থিতির সুযোগ নিয়ে একেবারে নিঃশব্দে এগিয়ে…
অনলাইন প্রতিনিধি:-প্রতিশ্রুতি দিয়ে রক্ষা করছে না সরকার। জেআরবিটির মাধ্যমে গ্রুপ ডি পদে নিয়োগ নিয়ে টালবাহানা…
অনলাইন প্রতিনিধি :-রাজ্যেররাজধানী শহর আগরতলার যোগাযোগ ব্যবস্থা গুরুত্বপূর্ণ মাধ্যম হয়ে দাঁড়িয়েছে উড়াল সেতু। শহরের পশ্চিম…
অনলাইন প্রতিনিধি :-রাজ্যেরসরকারী স্কুলে পরীক্ষার সূচি প্রকাশ হতেই রাজ্যের কোমলমতি ছাত্রছাত্রীদের উপর জুলুমের অভিযোগ উঠেছে…
অনলাইন প্রতিনিধি :-রাজ্য সরকারের সিদ্ধান্ত অনুযায়ী সুনির্দিষ্ট একটি প্রতীককে ত্রিপুরা সরকারের রাজ্য প্রতীক/লোগো হিসেবে ব্যবহারের…
অনলাইন প্রতিনিধি :-সবকিছু ঠিক থাকলে আগামীকালই বিজেপির দশটি সাংগঠনিক জেলার সভাপতিদের নামে চূড়ান্ত সীলমোহর পড়বে।…