Categories: খেলা

ভারতীয় দলে জায়গা করাই লক্ষ্য ঋতুরাজের

এই খবর শেয়ার করুন (Share this news)

জুলাই মাসের শুরুতেই ভারতীয় ক্রিকেট দল ইংল্যান্ডের বিরুদ্ধে স্থগিত হয়ে যাওয়া টেস্টে খেলতে নামবে । আর সেই কারণেই দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে চলতি টি – টোয়েন্টি সিরিজে ভারতীয় দলের প্রথম সারির খেলোয়াড়রা দলে সুযোগ পাননি । ভারতীয় দলের দুই ওপেনার রোহিত শর্মা এবং কেএল রাহুল এই সিরিজে বিশ্রামে রয়েছেন । তাদের জায়গায় ভারতীয় দলে ঈশান কিশন এবং ঋতুরাজ গায়কোয়াড়কে ওপেন করতে দেখা যাচ্ছে । আর তারা ভারতীয় দলে তৃতীয় টি – টোয়েন্টি ম্যাচে যেভাবে পারফরম্যান্স করেছে তাতে খুশি ভারতীয় দলের নির্বাচকরা । আর সেই কারণেই ভারতীয় দলে আগামী টি – টোয়েন্টি বিশ্বকাপে বিকল্প জুটি রাখার কথাও ভাবা হচ্ছে ।

আর সেই সুযোগকে কাজে লাগাতে চাইছেন এই দুই তরুণ ক্রিকেটারই । দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে এই দুই ব্যাটসম্যানই অর্ধশতরান করে দলকে রান তুলতে সাহায্য করেছিলেন । আর সেই ম্যাচের পরেই ভারতীয় দলের তরুণ ব্যাটসম্যান ঋতুরাজ গায়কোয়াড় তার সফলতা নিয়েই কথা বললেন । তিনি জানালেন , আইপিএলের অভিজ্ঞতাকে কাজে লাগিয়েই তিনি দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ম্যাচে সফল হয়েছেন । আর তাকেই অস্ত্র করে এখন তিনি ভারতীয় দলে ওপেনারের জায়গাতে স্থায়ীভাবে নিজেকে বসাতে চাইছেন । আর শুধু তাই নয় , আগামী টি টোয়েন্টি বিশ্বকাপেই ভারতীয় দলে তিনি প্রথম একাদশে জায়গা পাওয়ার জন্য মুখিয়ে রয়েছেন ।ম্যাচের পর সাংবাদিক সম্মলনে ‘ এসে তিনি বলেছেন ,আইপিএলে যে ভাবে খেলেছি , এখানেও আমি একইভাবে খেলার চেষ্টা করেছি ।

আমি দুটোতে খুব একটা পার্থক্য করতে চাইনি । মানসিকতাও একই রকম রয়েছে । আইপিএলের পিচও কিন্তু বোলিং সহায়ক ছিল । পাটা উইকেট ছিল না । সেখানে খেলার সময় বল ঘুরছিল । আবার পেস বোলিংয়ে সুইংও ছিল । এখানেও সেটাকে মাথায় রেখেই খেলার চেষ্টা করেছি । ‘ সেই সঙ্গে এই ম্যাচে খেলা নিয়েও কিন্তু কথা বলেছেন তিনি । সেখানে নিজের পারফরম্যান্স ধরে রাখার কথাই বলেছেন ঋতুরাজ । তার কথায় , ‘ ভাল রান করতে পেরে খুশি । সেই সঙ্গে দল যে জয় পেয়েছে তার জন্যও স্বস্তি ফিরেছে ড্রেসিং রুমে । তবে আগ্রাসনটা ধরে রাখতে হবে । প্রথম বল খেলছি না দ্বিতীয় বল সেটা মাথায় রাখলে চলবে না । নিজের জায়গায় বল পেলে আক্রমণ করতে হবে । এটাই আমার লক্ষ্য । ‘

Dainik Digital

Share
Published by
Dainik Digital

Recent Posts

১৮.৫ ইঞ্চির লেজবিশিষ্ট মার্জারের বিশ্ব রেকর্ড!!

অনলাইন প্রতিনিধি :-দেখতেই সে নয়নাভিরাম।তার উপর তার লেজের দৈর্ঘ্য?রবীন্দ্রনাথের শ্যামা নৃত্যনাট্যে শ্যামার রূপে মুগ্ধ হয়ে…

8 hours ago

কাগজের কাপেও শরীরে যাচ্ছে প্লাস্টিক কণা, ভারসাম্য হারাচ্ছে হরমোন!!

অনলাইন প্রতিনিধি :-প্লাস্টিকের চায়ের কাপে চুমুক দিলে শেষ হতে পারে পুরুষত্ব! এমনকী, হরমোন সংক্রান্ত আরও…

8 hours ago

লন্ডন-মুম্বই উড়ানে আটকে ২০০ ভারতীয়!!

লন্ডনের হিথরো থেকে মুম্বইয়ে রওনা দিয়েছিল ভার্জিন আটলান্টিকের বিমানটি। ছিলেন ২০০–র বেশি ভারতীয় যাত্রী। জরুরি…

8 hours ago

মহাকরণ থেকে পঞ্চায়েত পর্যন্ত,কর্মী সংকটে সর্বত্র অচলাবস্থা প্রশ্নের মুখে ডবল ইঞ্জিনের গতি!!

অনলাইন প্রতিনিধি :-ডবল ইঞ্জিন সরকারের প্রায় প্রতিটি দপ্তর বর্তমানে চরম কর্মী সংকটে ধুঁকছে। ফলে যে…

9 hours ago

২০০ শয্যার যুব আবাস হচ্ছে বাধারঘাট স্পোর্টস কমপ্লেক্সে!!

অনলাইন প্রতিনিধি :-প্রায় ১২ কোটিটাকা ব্যয়ে বাধারঘাটে দশরথ দেব স্পোর্টস কমপ্লেক্সে ২০০ শয্যা বিশিষ্ট যুব…

9 hours ago

শান্তি সম্প্রতি রক্ষায় ঐক্যবদ্ধ থাকার আহ্বান প্রদ্যোতের!!

অনলাইন প্রতিনিধি:-রাজ্যের শান্তি সম্প্রতি ও সংহতি রক্ষায় সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে।যাতে আমাদের আর্থ সামাজিক উন্নয়ন…

9 hours ago