জুলাই মাসের শুরুতেই ভারতীয় ক্রিকেট দল ইংল্যান্ডের বিরুদ্ধে স্থগিত হয়ে যাওয়া টেস্টে খেলতে নামবে । আর সেই কারণেই দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে চলতি টি – টোয়েন্টি সিরিজে ভারতীয় দলের প্রথম সারির খেলোয়াড়রা দলে সুযোগ পাননি । ভারতীয় দলের দুই ওপেনার রোহিত শর্মা এবং কেএল রাহুল এই সিরিজে বিশ্রামে রয়েছেন । তাদের জায়গায় ভারতীয় দলে ঈশান কিশন এবং ঋতুরাজ গায়কোয়াড়কে ওপেন করতে দেখা যাচ্ছে । আর তারা ভারতীয় দলে তৃতীয় টি – টোয়েন্টি ম্যাচে যেভাবে পারফরম্যান্স করেছে তাতে খুশি ভারতীয় দলের নির্বাচকরা । আর সেই কারণেই ভারতীয় দলে আগামী টি – টোয়েন্টি বিশ্বকাপে বিকল্প জুটি রাখার কথাও ভাবা হচ্ছে ।
আর সেই সুযোগকে কাজে লাগাতে চাইছেন এই দুই তরুণ ক্রিকেটারই । দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে এই দুই ব্যাটসম্যানই অর্ধশতরান করে দলকে রান তুলতে সাহায্য করেছিলেন । আর সেই ম্যাচের পরেই ভারতীয় দলের তরুণ ব্যাটসম্যান ঋতুরাজ গায়কোয়াড় তার সফলতা নিয়েই কথা বললেন । তিনি জানালেন , আইপিএলের অভিজ্ঞতাকে কাজে লাগিয়েই তিনি দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ম্যাচে সফল হয়েছেন । আর তাকেই অস্ত্র করে এখন তিনি ভারতীয় দলে ওপেনারের জায়গাতে স্থায়ীভাবে নিজেকে বসাতে চাইছেন । আর শুধু তাই নয় , আগামী টি টোয়েন্টি বিশ্বকাপেই ভারতীয় দলে তিনি প্রথম একাদশে জায়গা পাওয়ার জন্য মুখিয়ে রয়েছেন ।ম্যাচের পর সাংবাদিক সম্মলনে ‘ এসে তিনি বলেছেন ,আইপিএলে যে ভাবে খেলেছি , এখানেও আমি একইভাবে খেলার চেষ্টা করেছি ।
আমি দুটোতে খুব একটা পার্থক্য করতে চাইনি । মানসিকতাও একই রকম রয়েছে । আইপিএলের পিচও কিন্তু বোলিং সহায়ক ছিল । পাটা উইকেট ছিল না । সেখানে খেলার সময় বল ঘুরছিল । আবার পেস বোলিংয়ে সুইংও ছিল । এখানেও সেটাকে মাথায় রেখেই খেলার চেষ্টা করেছি । ‘ সেই সঙ্গে এই ম্যাচে খেলা নিয়েও কিন্তু কথা বলেছেন তিনি । সেখানে নিজের পারফরম্যান্স ধরে রাখার কথাই বলেছেন ঋতুরাজ । তার কথায় , ‘ ভাল রান করতে পেরে খুশি । সেই সঙ্গে দল যে জয় পেয়েছে তার জন্যও স্বস্তি ফিরেছে ড্রেসিং রুমে । তবে আগ্রাসনটা ধরে রাখতে হবে । প্রথম বল খেলছি না দ্বিতীয় বল সেটা মাথায় রাখলে চলবে না । নিজের জায়গায় বল পেলে আক্রমণ করতে হবে । এটাই আমার লক্ষ্য । ‘
অনলাইন প্রতিনিধি :-আট উইকেটের বড়সড় জয় দিয়েই সিনিয়র মহিলাদের একদিবসীয় আমন্ত্রণমূলক ক্রিকেটের সুপার সিক্সে নিজেদের…
অনলাইন প্রতিনিধি :- উড়ান আয়োজিত ত্রিপুরা লিটারেচার ফেস্টিভ্যালের তৃতীয় দিনেও রাজ্যের সাহিত্যপ্রেমী মানুষের উপচে পড়া…
মার্কিন অনুদান নিয়ে ট্রাম্পের একের পর এক। মাঘি বিস্ফোরক মন্তব্য ঘিরে ভারতীয় রাজনীতিতে চাপানউতোর এখন…
অনলাইন প্রতিনিধি :-জেলা,মহকুমা ও প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রগুলির দৈন্যদশায় রাজ্যের প্রধান সরকারী হাসপাতাল জিবিতে রোগীর অস্বাভাবিক চাপ…
অনলাইন প্রতিনিধি:-রাজ্যের স্কুল শিক্ষা ব্যবস্থার অস্তিত্ব সংকটে। সরকারী স্কুলগুলিতে নিয়মিত পড়াশোনা হচ্ছে না। গত ১০…
অনলাইন প্রতিনিধি :-লাগাতার চুরি, ছিনতাই। মহিলারাও কোনোভাবে সুরক্ষিত নন। একের পর এক ধর্ষণের ঘটনা ঘটছে…