Categories: দেশ

ভারতীয় সেনায় নতুন বাহিনী ‘অগ্নিপথ’

এই খবর শেয়ার করুন (Share this news)

নব্বইয়ের দশকে অমিতাভ – মিঠুন অভিনীত সুপারহিট একটি ছবির নাম ছিল ‘ অগ্নিপথ ‘ । সিনেমার সেই নামটি থেকে অনুপ্রাণিত হয়ে নিশ্চয়ই নয় , তবে ভারতীয় সেনাবাহিনীতে নতুন সশস্ত্র বাহিনীর নাম দেওয়া হয়েছে ‘ অগ্নিপথ ’ । এই নামের বাহিনীতে নতুন নিয়োগের কথা মঙ্গলবার ঘোষণা করেছে কেন্দ্রীয় সরকার । কেন্দ্রের তরফে অগ্নিপথ – এর ঘোষণা করেছেন তিন বাহিনীর প্রধান । নতুন সশস্ত্র বাহিনীতে প্রার্থী নিয়োগের কথা সপ্তাহ দুয়েক আগেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে জানিয়েছিলেন তিন বাহিনীর প্রধান । তবে তখনও পর্যন্ত ‘ অগ্নিপথ ’ নামটি জানা যায়নি । মঙ্গলবার ঘোষণার পর প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এই প্রসঙ্গে বলেন , ‘ এটি একটি ঐতিহাসিক সিদ্ধান্ত । ’ ভারতীয় সেনা বাহিনীর সংস্কার হিসাবেই এই প্রকল্পকে ব্যাখ্যা করেছেন প্রতিরক্ষা মন্ত্রী । খুব শীঘ্রই প্রকল্পটি রূপায়িত করা হবে বলে তিনি জানান ।

মঙ্গলবার নিরাপত্তা বিষয়ক ক্যাবিনেট কমিটি অগ্নিপথ প্রকল্পটি অনুমোদন করে । অগ্নিপথ বাহিনীতে সেনা জওয়ানদের চার বছরের জন্য নিয়োগ করা হবে । সাড়ে ১৭ বছর থেকে ২১ বছর বয়সি ৪৫ হাজার ভারতীয় প্রার্থীকে নিয়োগ করা হবে । চার বছরের চাকরির মেয়াদের মধ্যে প্রথম ৬ মাস প্রার্থীদের অস্ত্রশস্ত্র চালনার প্রশিক্ষণ দেওয়া হবে । তবে ৪৫ হাজার প্রার্থীকে প্রশিক্ষণ দেওয়া হলে তাদের মধ্যে ২৫ শতাংশ বাছাই করা প্রার্থী সেনাবাহিনীর চাকরিতে পরবর্তী সময়ে কাজ করার সুযোগ পাবেন । সেই সুযোগ যারা পাবেন , তাদের চাকরির মেয়াদ বেড়ে হবে ১৫ বছর । তবে অগ্নিপথ বাহিনীতে ঢুকেই প্রার্থীরা বার্ষিক ৪৫০০০-৫০০০০ টাকা বেতন পাবেন । চার বছর বাদে যারা বাহিনীর রেগুলার ক্যাডার হিসাবে যুক্ত হবেন তাদের মাসে ৩০ থেকে ৪০ হাজার টাকা বেতন হবে । সঙ্গে সেনা জওয়ানেরা যে আনুষঙ্গিক ভাতা ও সুবিধা পান , সবই তারা পাবেন । পদমর্যাদায় তারা হবেন নন – র‍্যাঙ্কিং অফিসার । চাকরির মেয়াদ শেষের পর তারা অবসরকালীন পেনশনও পাবেন । অন্যদিকে ৪৫ হাজার প্রার্থীর মধ্যে যারা রেগুলার ক্যাডার হিসাবে বিবেচ্য হবেন না , তাদের এককালীন ১১-১২ লক্ষ টাকার ‘ সার্ভিস ’ প্যাকেজ দেওয়া হবে ।

চার বছরে সর্বোচ্চ ১২ লক্ষ টাকা মানে বছরে ৩ লক্ষ টাকা বেতন পাবেন তারা । তবে তারা কোনও অবসরকালীন পেনশন পাবেন না । রেগুলার ক্যাডারের জওয়ানেরা যে সব সুযোগ – সুবিধা এবং ভাতা পান , সে সবও এরা পাবেন না । এখানে আরও একটি প্রশ্নের উত্তর জানা যায়নি । ৪৫ হাজার প্রার্থীর মধ্যে যারা রেগুলার ক্যাডার হিসাবে স্থান পাবেন না , তাদের সকলকেই কি ১১-১২ লক্ষ টাকার প্যাকেজে নিয়োগ করা হবে । কেন্দ্রের অগ্নিপথ ঘোষণা শোনার পরে তথ্যাভিজ্ঞ মহলে সমালোচনাও শুরু হয়েছে । মাত্র চার বছরের জন্য নিয়োগ করা হলে বাহিনীর মধ্যে যে দেশাত্মবোধ ও পেশাদারিত্ব মনোভাব কাজ করে , এদের মধ্যে তা আদৌ সঞ্চারিত হবে কি না । যদি না হয় , সে ক্ষেত্রে বাকি সেনাদের মনোবলে চিড় ধরাতে পারে । সমালোকদের বক্তব্য , -আসলে দেশের টালমাটাল অর্থনীতিতে বিপুল সংখ্যক অবসরপ্রাপ্ত সেনাদের পেনশন দিতে কার্যত হিমশিম খাচ্ছে সরকার । তাই সেই বোঝা কিছুটা লাঘব করতেই চার বছরের জন্য প্রচুর সৈন্য নিয়োগের রাস্তায় হাঁটছে সরকার । সমালোচকরা বলছেন , সোজা কথায় কম দক্ষিণায় বাকি সেনা জওয়ানদের মতো ‘ অগ্নিবীর’দের কাজ করিয়ে নেওয়া হবে । চার বছর বাদে যারা অবসর নেবেন , পরে তাদের আর অবসরকালীন পেনশন দিতে হবে না ।

তবে সেনা সূত্রে খবর , চার বছর কাজের পর যারা অবসর নেবেন তাদের ‘ সার্ভিস ফান্ড ’ প্যাকেজ দেওয়া হবে । অগ্নিপথ প্রকল্পের বৈশিষ্ট্য এই রকম : প্রার্থীদের বয়স হতে হবে সাড়ে ১৭ থেকে ২১ বছর । ৪৫ হাজার ভারতীয় যুবক কাজের সুযোগ পাবেন । রেগুলার ক্যাডারে যুক্ত হতে পারলে তাদের মাসিক বেতন হবে ৩০ থেকে ৪০ হাজার টাকা । ৬ মাসের প্রাথমিক প্রশিক্ষণের পর সশস্ত্র বাহিনী ‘ অগ্নিপথে ’ তাদের নিয়োগ করা হবে । চার বছর পরে ২৫ শতাংশ বাছাই কর্মীকে স্থায়ী ২৫ শতাংশ বাছাই কর্মীকে স্থায়ী চাকরি দেওয়া হবে । তারা ১৫ বছর পর্যন্ত চাকরি করতে পারবেন । তারা সেনা ক্যাডারের মতোই সমস্ত সুযোগ সুবিধা পাবেন । পাশাপাশি ঝুঁকিবহুল কাজের জন্য তারা বিশেষ ভাতাও পাবেন । প্রশিক্ষিত যুবসেনারা ‘ অগ্নিবীর ’ নামে পরিচিত হবেন । তবে যে ৭৫ শতাংশ রেগুলার ক্যাডার হিসাবে যুক্ত হতে পারবেন না , তাদের চাকরি থেকে বিদায় জানানো হবে । এই ৭৫ শতাংশের বেতনের ৩০ শতাংশ প্রফিডেন্ট ফান্ড হিসাবে কাটা হবে । তাতে সরকারেরও সমান অবদান থাকবে । অর্থাৎ সরকার দেবে আরও ৩০ শতাংশ । চার বছর বাদে অবসর নেওয়ার সময় এককালীন ১১-১২ লক্ষ টাকার প্যাকেজ তারা পাবেন। সেনা বাহিনীতে কাজ করার শংসাপত্রও পাবেন । বর্তমানে ভারতের তিন বাহিনী মিলে ১৩ লক্ষ সৈন্য আছেন ।

Dainik Digital

Recent Posts

যুদ্ধবিমান নিয়ে কালই মহড়া ভারতের!!

অনলাইন প্রতিনিধি :-বুধবার পাকিস্তানের সঙ্গে থাকা আন্তর্জাতিক সীমান্ত বরাবর বড়সড় মহড়া দিতে চলেছে ভারতের বায়ুসেনা।…

4 hours ago

প্রতিবন্ধকতাকে চ্যালেঞ্জ দিয়ে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় রেকর্ড ফলাফল দিব্যাঙ্গ কিশোরীর!!

অনলাইন প্রতিনিধি :-একদিকে আর্থিক সংকট অপরদিকে শারীরিক প্রতিবন্ধকতাকে চ্যালেঞ্জ দিয়ে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় রেকর্ড ফলাফল…

8 hours ago

অসম্ভবকে চ্যালেঞ্জ জানিয়ে রাজ্যের বুকে রেকর্ড গড়ল পাইলোনাইডল সিনাস নামক দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত এক ছাত্র!!

অনলাইন প্রতিনিধি :এবছর কমলপুর দ্বাদশ শ্রেণি বিদ্যালয় থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় বিজ্ঞান বিভাগে ৩৮০ নম্বর…

8 hours ago

এক বছর ধরে বিদ্যুৎ বিল বকেয়া,ধর্মনগর ক্রিকেট অ্যাসোর সংযোগ ছিন্ন করলো নিগম!!

অনলাইন প্রতিনিধি :-মাত্র একদিন আগেই রাজ্যের বিদ্যুৎ পরিস্থিতি নিয়ে সাংবাদিক সম্মেলনে মুখ খোলেন বিদ্যুৎমন্ত্রী রতনলাল…

10 hours ago

আক্রান্ত শহিদের স্ত্রী!!

বিয়ের ছয়দিনের মাথায়, মধুচন্দ্রিমা যাপনে গিয়ে চোখের সামনে জঙ্গিদের বুলেটে স্বামীকে হারানো স্ত্রীর বুকফাটা কান্না…

10 hours ago

ডায়াবেটিস নিয়ন্ত্রণে খাদ্যের আঁশ!!

দৈনিক সংবাদ অনলাইন :-বর্তমানে সারা বিশ্বের প্রতিদিনে খাদ্য তালিকা খাদ্যের আঁশের ওপর বেশ জোর দেওয়া…

10 hours ago