অবশেষে যাবতীয় উৎকণ্ঠার অবসান। চাঁদের বুকে রচিত হলো ভারতের নয়া ইতিহাস। সব শঙ্কা কাটিয়ে চাঁদের বুকে সফলভাবে অবতরণ করেছে ভারতের মহাকাশ যান চন্দ্রযান-৩। বুধবার ২৩ আগষ্ট সন্ধ্যা ৬টা বেজে ৪ মিনিটে ভারতের চন্দ্রযান-৩-এর ল্যান্ডার বিক্রম’ চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণ করে। সাথে সাথে গোটা বিশ্বের মহাকাশ গবেষণায় ভারত রচনা করলো গর্বের ইতিহাস। শুধু তাই নয়, চাঁদের দক্ষিণ মেরু আবিষ্কারের কৃতিত্ব অর্জন করলো ভারতের মহাকাশ গবেষণা কেন্দ্র ইসরো। মুন মিশনে ‘ভারত’ এখন বিশ্বের চতুর্থ দেশ। আমেরিকা, রাশিয়া, চিন-এর পরেই এখন ভারতের স্থান। শুধু এই কৃতিত্বই নয়, চাঁদের দক্ষিণ মেরু এখনও সবার কাছেই অজানা।পৃথিবীর আর কোনও দেশ আজ পর্যন্ত সেখানে পৌঁছতে পারেনি। সেখানেই পৌঁছে নতুন কীর্তি গড়ল ভারত। তৈরি হলো ইতিহাস।২০১৯ সালে ভারতের চন্দ্রযান-২ চাঁদের একেবারে কাছে গিয়েও সফল অবতরণে ব্যর্থ হয়েছিল। সেই থেকে গত চার বছর ইসরোর বিজ্ঞানীরা রাত-দিন এক করে চন্দ্রযান-৩-এর সফল অবতরণের জন্য কাজ চালিয়ে গেছেন।সেই পরিশ্রমের ফসল হিসাবে স্বপ্ন পূরণ হলো ভারতের।একশ চল্লিশ কোটি ভারতবাসীর। ইতিহাস তৈরি করে বিশ্বের প্রথম দেশ হিসেবে চাঁদের দক্ষিণ মেরুতে সফল অবতরণে সক্ষম হলো ভারতের চন্দ্রযান-৩। ইসরোর বিজ্ঞানীরা যে সময় বেঁধে দিয়েছিল,তার থেকে একচুলও এদিক-সেদিক ঘটেনি। বুধবার সন্ধ্যা ৬টা ৪ মিনিটেই চাঁদের মাটি স্পর্শ করে ‘বিক্রম ল্যান্ডার’। অবতরণের শেষ ১৯ মিনিট ছিল সবথেকে বেশি চ্যালেঞ্জের। প্রতিটি সেকেণ্ড ছিল চরম উৎকণ্ঠার। ভারত সহ গোটা বিশ্বের নজর তখন ভারতের মহাকাশ গবেষণাকেন্দ্রের দিকে। ২৩ আগষ্ট ২০২৩, ভারত নামক রাষ্ট্রের ইতিহাসে এই দিনটি চিরস্মরণীয় হয়ে থাকবে। পৃথিবীর বড় বড় শক্তিশালী দেশ যা করে দেখাতে পারেনি, তাই করে দেখাল ভারত। ভারতের মহাকাশ বিজ্ঞানীরা। গোটা দেশের আজ গর্বের দিন। প্রকৃত অর্থেই আনন্দের দিন।ইসরোর এই সাফল্যে দক্ষিণ আফ্রিকা থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বিজ্ঞানীদের অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। দক্ষিণ আফ্রিকা থেকেই ল্যান্ডিং মডিউলের সফল অবতরণ লাইভ দেখেছেন প্রধানমন্ত্রী। রুদ্ধশ্বাস মুহূর্ত পেরিয়ে সাফল্যের শিখর ছুঁতেই অভিনন্দন জানালেন ইসরোর বিজ্ঞানীদের এবং গোটা দেশবাসীকে।ইসরোর দেওয়া তথ্য অনুযায়ী, আপাতত চার ঘণ্টা চাঁদের বুকে বিশ্রাম নেবে ল্যান্ডার বিক্রম। গত ১৪ জুলাই থেকে একনাগাড়ে পথ চলেছে বিক্রম। চার ঘণ্টা বিশ্রামের পর বিক্রমের পেট থেকে বেরিয়ে আসবে রোভার ‘প্রজ্ঞান’। চাঁদের রহস্যময় দক্ষিণ মেরুতে উড়াবে ভারতের বিজয় নিশান। ভারতের এই সাফল্যের জন্য ইসরোর বিজ্ঞানীদের কোনও অভিনন্দনই আজ যথেষ্ট নয়। একশ চল্লিশ কোটি ভারতবাসী আজ প্রকৃত অর্থেই গর্বিত।
অনলাইন প্রতিনিধি :-ষষ্ঠ 'বিমসটেক' শীর্ষ সম্মেলনে যোগদান করতে বৃহস্পতিবার দু'দিনের সফরে থাইল্যান্ডে পৌঁছেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র…
অনলাইন প্রতিনিধি :-চলতি বছরের ফেব্রুয়ারী মাস পর্যন্ত ৯৪ হাজার ৭২৩ জন মহিলা লাখপতি দিদি হয়েছেন।…
অনলাইন প্রতিনিধি:-দেশের ওষুধ কোম্পানিগুলোর লাভের বড় অংশই এখন খেয়ে নিচ্ছে রাজনৈতিক দলগুলো। তাই ভোেট শেষ…
অনলাইন প্রতিনিধি :-রাজ্যের প্রধান হাসপাতাল জিবিতে বিশেষজ্ঞ চিকিৎসব সব বিভাগে চব্বিশ ঘন্টা না থাকায় রোগীর…
অনলাইন প্রতিনিধি:-রাজ্যে অনুপ্রদেশ রুখতে পুলিশ,বিএসএফ ও অন্য নিরাপত্তা সংস্থাগুলি যৌথভাবে কাজ করছে। আন্তর্জাতিক সীমান্ত সংলগ্ন…
অনলাইন প্রতিনিধি :-ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের এগজিকিউটিভকাউন্সিলের সিদ্ধান্তকে সীলমোহর দিল মানব সম্পদ উন্নয়ন মন্ত্রক।কেন্দ্রীয় সরকারের এই নির্দেশ…