রাজ্য মধ্যশিক্ষা পর্ষদের পরীক্ষা ফেব্রুয়ারী মাসে করার উদ্যোগ!!
ভারতের প্রতিটি মানুষের বিকাশ হলেই বিকশিত হবে দেশ : প্রতিমা!!
অনলাইন প্রতিনিধি :-ভারতের প্রত্যেক জনতার বিকাশ হলেই বিকশিত ভারত হবে। ২০২৪- এ বিজেপি পুনরায় কেন্দ্রের ক্ষমতায় আসার পর সমস্ত সরকারী সুবিধা অন- স্পট মিলবে।বিকশিত ভারত সংকল্প যাত্রার উদ্দেশ্য হচ্ছে, গোটা দেশের সমস্ত অংশের মানুষ যেন কেন্দ্রীয় প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত না হয়।
আর সে লক্ষ্যেই মোদি গ্যারান্টির আইইসি ভ্যান ইতিমধ্যেই এসে পৌঁছেছে গ্রামে গ্রামে।শ্রীমতী ভৌমিক আরও বলেন, ভারতের প্রত্যেক জনতার বিকাশ হলেই বিকশিত ভারত হবে।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দেশের অন্তিম ব্যক্তি পর্যন্ত পৌঁছানোর লক্ষ্যেই এই বিকশিত ভারত সংকল্প যাত্রার সূচনা করেছেন। দেশের মহিলা, যুবক, শ্রমিক, কৃষকদের উত্থান এবং ২০৪৭ সালের মধ্যে বিকশিত ভারত গড়ার স্বপ্ন নিয়েই কাজ করছেন প্রধানমন্ত্রী – বলেন শ্রীমতী ভৌমিক।আগে যেকোনও কাজের জন্য পঞ্চায়েত প্রধানের দেখা পাওয়াও দুস্কর ছিল।বর্তমানে আমাদের প্রধানমন্ত্রী নিজে আমাদের কাছে সবকিছু এনে দিয়েছেন।প্রশাসন,সরকারী অফিস,জনপ্রতিনিধি সবাই এখন আপনাদের কাছে আসছে, আপনাদের খবর রাখছেন – তিনি যোগ করেন।
কেন্দ্ৰীয় সরকারের বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্প সম্পর্কে জন সচেতনতা বাড়ানো ও জন অংশীদারী বাড়ানোর উদ্দেশে ত্রিপুরার বিভিন্ন শহর এলাকা, গ্রাম পঞ্চায়েত এবং ভিলেজ কমিটিতে চলছে বিকশিত ভারত সংকল্প যাত্রা। ভ্রাম্যমাণ সচেতনতা গাড়ি বা আইইসি ভ্যানের মাধ্যমে বিভিন্ন কেন্দ্রীয় প্রকল্প সম্পর্কে তথ্য প্রচার সহ বিভিন্ন পরিষেবা শিবিরের মাধ্যম রাজ্যের সমস্ত জেলায় গ্রাম পঞ্চায়েত ও এডিসি ভিলেজে এই অভিযান চলছে।এরই অঙ্গ হিসাবে গোমতী জেলার টেপানিয়া আরডি ব্লকের শালগড়া গ্রাম পঞ্চায়েতস্থিত শালগড়া কমিউনিটি হলে বিকশিত ভারত সংকল্প যাত্রার এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ভারত সরকারের সামাজিক ন্যায় এবং ক্ষমতায়ন মন্ত্রণালয়ের কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শ্রীমতী প্রতিমা ভৌমিক।
শালগড়া কমিউনিটি হলে এ দিনের অনুষ্ঠানে বিভিন্ন কেন্দ্রীয় প্রকল্পের সুবিধাভোগীদের হাতে তুলে দেওয়া হয় শংসাপত্র।উজ্জ্বলা গ্যাস যোজনা, সোশ্যাল হেলথ কার্ড, আয়ুষ্মান কার্ড, মহিলা স্বসহায়ক দলকে আর্থিক ঋণ প্রদান, দিব্যাঙ্গজনদের চলার জন্য বিভিন্ন সামগ্রী সহ অন্যান্য সরকারী সুবিধা অন-স্পট তুলে দেওয়া হয় বেনিফিসিয়ারিদের হাতে।
এই অনুষ্ঠানে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ভিডিও কনফারেন্সের মাধ্যমে গোটা দেশের বিভিন্ন প্রান্ত থেকে কেন্দ্ৰীয় প্রকল্পের সুবিধাভোগীদের সঙ্গে সরাসরি কথা বলেন।
এই বিকাশ মেলায় ওমকার মহিলা দল ও লোকনাথ মহিলা দলকে ত্রিপুরা গ্রামীণ ব্যাঙ্ক থেকে ঋণ দেওয়ার ব্যবস্থা করা হয়। এছাড়াও উজ্জ্বলা যোজনায় পুতুল রাণী দাস, দীপিকা বর্মণ, বুল্টি দেব, কণিকা দাস, অম্বিয়া বিবিকে নতুন গ্যাসের অনুমোদন দেওয়া হয়।