ভারতে নিষিদ্ধ চিনের রসুন রাজ্যের বাজারে ছয়লাপ!!

এই খবর শেয়ার করুন (Share this news)

অনলাইন প্রতিনিধি :-বাজারে
অবৈধ উপায়ে ভারতে নিষিদ্ধ চিনের রসুন ব্যাপকভাবে ঢুকে যাচ্ছে।চিনের রসুন আমদানি ভারত সরকার দশ বছর আগেই বন্ধ করে নিষেধাজ্ঞা জারি করেছিল। আর সেই রসুন চোরাপথে, বাঁকা পথে ব্যাপকভাবে এখন আগরতলার বাজারে ঢুকে যাচ্ছে।এই ব্যাপারে বিএসএফ,রাজ্য পুলিশ- প্রশাসন, কেন্দ্রীয় শুল্ক দপ্তর পুরো নির্বিকার।শুধু আগরতলার বাজারেই নয়, ত্রিপুরার গোটা রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে চিনের উজ্জ্বল সাদা রংয়ের অপেক্ষাকৃত বড় আকারের রসুন এখন প্রায় সব বাজারেই বাজারজাত করা হচ্ছে।এই রসুনে এক প্রকার কেমিক্যাল জাতীয় পাউডারের সাহায্যে সাদা দফদফে করায় রসুনে একটা দুর্গন্ধ রয়েছে।রসুনের খোসা ছাড়িয়ে কাঁচা রসুন মুখে দিলেই দুর্গন্ধে নাক চাপা দিতে হয়।অভিযোেগ চিনের এই রসুন অস্বাস্থ্যকর।কিন্তু তারপরও কীভাবে বাংলাদেশের সীমান্ত দিয়ে চোরাপথে অবৈধ উপারে রাজ্যের বাজারে চলে আসছে তা নিয়ে গভীর দুশ্চিন্তা ও উদ্বেগ দেখা দিয়েছে বিভিন্ন মহলে। ময়ানামা সীমান্ত দিয়েও অবৈধ উপায়ে চিনের রসুন ভারতে ঢুকছে।ত্রিপুরা রাজ্যের বাজারগুলিতে প্রধানত বাংলাদেশের সীমান্ত দিয়ে পাচারকারীর চোরাপথে শয়ে শয়ে বস্তায় চিনের রসুন ঢুকিয়ে অসাধু ব্যবসায়ীরা গুদামে মজুত করছে। মহারাজগঞ্জ বাজারে অসাধু পাইকারি ব্যবসায়ীরা চিনের রসুন দোকানে প্রকাশ্যেই মজুত করছে।আর মহারাজগঞ্জ বাজার থেকে সেই খুচরো চিনের রসুন বিক্রির জন্য প্রকাশ্যেই চলে যাচ্ছে আগরতলার বিভিন্ন বাজারে।রাজ্যের অন্যান্য বাজারগুলিতে ভারত সরকারের নিষিদ্ধ অস্বাস্থ্যকর চিনের রসুন বাজারজাত করে অসাধু ব্যবসায়ীরা বিক্রি করছে। অনেকেই চিনের অস্বাস্থ্যকর রসুন খেয়ে পেটের রোগ সহ নানা রোগে ভুগছেন বলেও অভিযোগ।ভারতে বিক্রয় করা নিষিদ্ধচিনের রসুন প্রকাশ্যে বিক্রি করায় ক্রেতারাও সুন্দর সাদা দফদফে রসুন দেখে সেই অস্বাস্থ্যকর রসুন কিনে নিচ্ছেন।এদিকে ভারতে নিষিদ্ধ চিনের রসুন প্রকাশ্যে বিক্রি হওয়ায় ভারতের উৎপাদিত দেশীয় ভালো ও সুস্বাস্থ্যকর রসুন বিক্রিতেও ব্যবসায়ীরা মার খাচ্ছেন। তাতে দেশের কৃষকরাও ক্ষতিগ্রস্ত হচ্ছেন।ক্ষতি হচ্ছে সরকারের রাজস্বের।অথচ ভারতের উৎপাদিত ভালো গুণমানসম্পন্ন রসুন দেখতে ততটা সাদা না হওয়ায় কিছুটা মাটির ময়লার মতো থাকায় একাংশ ক্রেতা চিনের সাদা দফদফে সেই অস্বাস্থ্যকর রসুনের দিকে নজর পড়ছে।
চিনের রসুন ভারতে বিক্রি নিষিদ্ধ হলেও বাংলাদেশে চোরাপথে কীভাবে ত্রিপুরায় ঢুকে যাচ্ছে তা নিয়েও প্রশ্ন উঠেছে।সীমান্ত প্রহরায় বিএসএফ কি করছে তা নিয়ে বিএসএফের দিকেও আঙুল উঠেছে।গোপন রফার বিনিময়ে একাংশ বিএসএফ এই অবৈধ ও বেআইনি পাচার কাজে বাধা না দিয়ে নির্বিকার থাকছেন বলেও অভিযোগপ্রকাশ্যেআগরতলার মহারাজগঞ্জ বাজার সহ রাজ্যের বিভিন্ন বাজারে চিনের রসুন বিক্রি হলেও কোথায় রাজ্য প্রশাসন- পুলিশ তা নিয়েও প্রশ্ন উঠেছে।সদর এনফোর্সমেন্ট টিমের নজর কি এদিকে পড়ছে না প্রশ্ন উঠেছে তা নিয়েও।কেন্দ্রীয় শুল্ক দপ্তর কেন অবৈধ উপায়ে বাংলাদেশে সীমান্ত ডিঙিয়ে চিনের রসুন আসায় ও বাজারজাত হওয়ায় উপযুক্ত ব্যবস্থা নিচ্ছে না প্রশ্ন উঠেছে তা নিয়েও।

Dainik Digital

Recent Posts

শুরু হলো পর্ষদের উত্তরপত্র মূল্যায়ন!!

অনলাইন প্রতিনিধি :-ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল এপ্রিল মাসের শেষে…

21 hours ago

টিএমসি কাণ্ড, ঋণ নিয়েছিলেন অধ্যাপিকা!তদন্ত চলছে, কাউকে ছাড়া হবে না বিধানসভায় কড়া বার্তা মুখ্যমন্ত্রীর!!

অনলাইন প্রতিনিধি :-ত্রিপুরা মেডিকেল কলেজে ছাত্রছাত্রীদের পাস করিয়ে দেবার নাম করে ডা. সোমা চৌধুরী নামে…

21 hours ago

নিজেদের অধিকার রক্ষায় বৈঠকে যাচ্ছে টিএফএর আজীবন সদস্যরা।।

অনলাইন প্রতিনিধি :-রাজ্য ফুটবলের অভিভাবক সংস্থা টিএফএর সংবিধান সংশোধন করার নামে নিজেদের অধিকার কেড়ে নেওয়ার…

22 hours ago

এডিসির ৩০২ স্কুলে ১ জন করে শিক্ষক, ছাত্র সমস্যা নিরসনে সরকার আন্তরিক, বিধানসভায় মুখ্যমন্ত্রী।।

অনলাইন প্রতিনিধি :-এডিসির ৩০২ টি স্কুলে শিক্ষক ১ রয়েছে।জাতীয় স্তরে প্রাথমিক স্কুলে ছাত্র- শিক্ষকের অনুপাত…

22 hours ago

কাজ করেনি,ফেরত গেছে ২২.৯১ কোটি টাকা,বাম আমলে অন্ধকারে ডুবে ছিল রাজ্যের পর্যটন: সুশান্ত।।

অনলাইন প্রতিনিধি :-বামফ্রন্টের টানা ২৫ বছরে রাজ্যের পর্যটন শিল্পের কোনও উন্নয়নই হয়নি। সম্পূর্ণ অন্ধকারে ডুবে…

23 hours ago

জাল ওষুধের রমরমা।

একা রামে রক্ষা নেই, সুগ্রীব দোসর। কথাটা বোধহয় এক্ষেত্রে একেবারে যথার্থভাবে ধ্বনিত হয়।গত কয়দিন ধরেই…

23 hours ago