Categories: দেশ

ভারত আরও পিছিয়ে পড়েছে!

এই খবর শেয়ার করুন (Share this news)

রাষ্ট্রপুঞ্জের মানব উন্নয়ন রিপোর্ট , ২০২১ প্রকাশিত হয়েছে । রিপোর্টে মানব উন্নয়ন সূচকের ( এইচডিআই ) নিরিখে বিশ্বের দেশগুলির মানুষের আর্থিক অবস্থার চালচিত্র পেশ করা হয়েছে । মানব উন্নয়ন সূচকের ভিত্তিতে ১৯১ টি দেশের যে ক্রমতালিকা তৈরি করা হয়েছে তাতে ভারত রয়েছে ১৩২ তম স্থানে । ২০২০ সালের ক্রমতালিকায় ভারতের যে স্থান ছিল তার থেকে আরও দুই ধাপ নীচে নেমে গেছে এবং ২০১৯ – এর তালিকার অবস্থানের চাইতে এক ধাপ পিছিয়ে পড়েছে ভারত । মানব উন্নয়নের সূচকে ভারতে যে পিছিয়ে পড়ছে তাতে স্পষ্ট যে ভারতবাসীর জীবন যাত্রার মানের ক্রম অবনতি ঘটছে । দেশের মানুষের উন্নতি নিয়ে মোদি সরকার যে ঢাকঢোল পিটাচ্ছে তা যে আসলে ধোঁকা ছাড়া কিছুই নয় তা আবারও রাষ্ট্রপুঞ্জের রিপোর্টে স্পষ্ট হয়ে উঠেছে । এবারের রিপোর্টে দেশওয়াড়ি যে ক্রমতালিকা প্রকাশ করা হয়েছে তাতে ভারতের স্থান পড়শি দেশ চিন , বাংলাদেশ , ভুটান ও আর্থিক সংকটে হাবুডুবু খাওয়া শ্রীলঙ্কার চেয়েও নীচে । ইউনাইটেড ন্যাশনস ডেভেলপমেন্ট প্রোগ্রাম এই মানব উন্নয়ন রিপোর্ট প্রতি বছর প্রকাশ করে । মানব উন্নয়ন পরিমাপ করতে মানব উন্নয়ন সূচক দেশভিত্তিক নির্ণয় করা হয় । ভারতের ক্ষেত্রে এবছর এ সূচকের মান হলো ০.৬৩৩ । ২০১৯ সালে এই মান ছিল ০.৬৪৫ । সূচকের মান শূন্য থেকে একের মধ্যে হয় । যে দেশের সূচকের মান এক এর কাছাকাছি হয় তাদেরকে উন্নত জীবনযাত্রার মানের দেশ হিসাবে গণ্য করা হয় । আর যে দেশগুলির সূচকের মান শূন্যের খুব কাছে থাকে তাদেরকে নিম্নমানের দেশ হিসাবে ধরা হয় । এদিক থেকে ভারত মাঝারি মানের দেশগুলির সারিতে রয়েছে । মানব উন্নয়ন সূচকের মান করতে সাধারণত চারটি বিষয়কে হিসাবের মধ্যে আনা হয় । এগুলি হলো- গড় প্রত্যাশিত মাথাপিছু জাতীয় আয় , প্রতিষ্ঠানিক শিক্ষার গড় মেয়াদ ও প্রাতিষ্ঠানিক মেয়াদ । এই চারটি বিষয়ের যে কোনও একটির বাড়া কমার উপর সূচকের মানের বৃদ্ধি -হ্রাস সম্পর্কিত । ভারতে ইদানিংকালে সম্ভাব্য গড় আয়ু কমেছে এবং অন্য বিষয়গুলির উন্নতি না হওয়ায় এবছর সূচকের মানের এই অবনমন হয়েছে বলে রিপোর্টে বলা হয়েছে । ২০২০ সালে ভারতবাসীর প্রত্যাশিত গড় আয়ু ৭০.১ বছর । ২০২১ সালে সেটা নেমে এসেছে ৬৭.২ বছরে । করোনা অতিমারির ধাক্কায় দেশের চিকিৎসা পরিষেবা ভেঙে পড়ায় মানুষের প্রত্যাশিত জীবনকাল কমে গেছে । এছাড়াও জীবন ও জীবিকায় মারাত্বক সংকট নেমে এসেছে । দেশের অর্থনৈতিক দুর্গতি বাড়ায় উন্নয়নের দৌঁড়ে পিছিয়ে পড়ছে ভারত । রিপোর্টে দেখা গেছে , এবছর বিশ্বের প্রায় সকল দেশেরই গড় আয়ু কমেছে । ২০১৯ সালে বিশ্বে মানুষের গড় সম্ভাব্য আয়ু যেখানে ছিল ৭২.৮ বছর । ২০২১ সালে সেটা কমে হয়েছে ৭১.৪ বছর । এই কারণে অনেক দেশেরই মানব উন্নয়ন সূচক কমেছে । রিপোর্টে আয়ুস্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে যে , ১৯৯০ সাল পর্যন্ত ভারতের ক্ষেত্রে এই সূচকের মান ক্রমান্বয়ে বেড়েছে এবং তা বিশ্বের গড় উন্নতির চাইতে দ্রুত হারে বেড়েছে । সে সময়কার কেন্দ্রীয় সরকারের শিক্ষা , স্বাস্থ্য ও বিনিয়োগ সংক্রান্ত নীতি সমূহ মানব উন্নয়ন সূচকের বৃদ্ধিকে সাহায্য করেছিল । কিন্তু বিগত দশকে ভারতে দারিদ্র মানুষের সংখ্যা এসে ঠেকেছে ২৭১ মিলিয়নে । এই বিরাট সংখ্যক দরিদ্র মানুষের চাপে উন্নয়নের মাপদণ্ডে অনেকটা পিছিয়ে পড়ছে ভারত ।

Dainik Digital

Share
Published by
Dainik Digital

Recent Posts

গয়নার ল্যাবে তৈরি হলো বিশ্বের প্রথম কৃত্রিম রুবি!!

অনলাইন প্রতিনিধি :-বাংলায় চুনি, ইংরেজিতে রুবি।চুনির রং কতটা টকটকে লাল, তার উপর এই মানিকের দাম…

12 hours ago

মুখ্যমন্ত্রীর মুখ বাঁচাতে পুলিশ প্রশাসনের নির্লজ্জ দ্বিচারিতা!!

অনলাইন প্রতিনিধি :-চাঁদারজুলুম নিয়ে ব্যবস্থা গ্রহণের ক্ষেত্রে তথাকথিত সুশাসনের রাজ্যে প্রশাসনের নির্লজ্জ দ্বিচারিতা প্রকাশ্যে এলো।…

13 hours ago

কাজের বাজারে মন্দা!!

কেন্দ্রে ১০০ দিন পূর্ণ করল তৃতীয় মোদি সরকার।যদিও বর্তমান ক্ষমতাসীন কেন্দ্রীয় সরকারকে মোদি সরকার আখ্যা…

13 hours ago

নিগো – অন্ধ প্রশাসন!!

নিগো বাণিজ্যের রমরমা চালানোর জন্যই কি ১৮ সালে রাজ্যের মানুষ বর্তমান সরকারকে ক্ষমতায় বসিয়েছিলো?রাজ্যের আকাশ…

2 days ago

বিমানযাত্রীর মর্মান্তিক মৃত্যু নিয়ে পুলিশের তদন্ত শুরু!!

অনলাইন প্রতিনিধি :-এয়ারইন্ডিয়া এক্সপ্রেসের কর্মীর চরম গাফিলতি ও উদাসীনতার কারণে রীতা বণিক (৫৯) বিমান যাত্রীর…

2 days ago

হরিয়ানাঃ পাল্লা কার পক্ষে?

হরিয়ানা কি বিজেপির হাত থেকে ফসকে যাচ্ছে?শাসক বিজেপির হাবভাব দেখে তেমনটাই অনুমান করছে রাজনৈতিক মহল।প্রধানমন্ত্রী…

3 days ago