ভারত-কানাডা বিতর্ক, ভিসা দেওয়া বন্ধের সিদ্ধান্ত মোদী সরকারের!!

 ভারত-কানাডা বিতর্ক, ভিসা দেওয়া বন্ধের সিদ্ধান্ত মোদী সরকারের!!
এই খবর শেয়ার করুন (Share this news)

দৈনিক সংবাদ অনলাইন প্রতিনিধি।। কানাডার প্রধানমন্ত্রী ট্রুডোর খালিস্তান মন্তব্যের জেরে চরম পদক্ষেপ নিল ভারত সরকার। কানাডার ভিসা দেওয়া বন্ধ করে দিল বিদেশমন্ত্রক। সেখানে নিযুক্ত ভারতীয় কর্মীদের নিরাপত্তা সুনিশ্চিত করার উদ্যোগও নেওয়া হয়েছে।কানাডার প্রধানমন্ত্রী ট্রুডোর খালিস্তানি মন্তব্যের জেরে দুই দেশের মধ্যে বিবাদ তৈরি হয়েছে। ট্রুডোর খালিস্তান মন্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়েছে ভারত। এক কথায় এই সাসপেনশন জারি করে কানাডাকে কড়া বার্তা দিতে চাইছে ভারত। কয়েকদিন আগে কানাডা সরকার সেখানকার নাগরিকদের কাশ্মীর এবং পাঞ্জাব সীমান্তে না যাওয়ার সতর্কতা জারি করেছিল।

সূত্রের খবর, কানাডার ভিসা দেওয়া যে বন্ধ করে দিয়েছে মোদী সরকার তা কানাডার ভারতীয় ভিসা অ্যাপ্লিকেশন সেন্টারে জারি করা হয়েছে। ওয়েবসাইটে সেই নোটিস জারি করা হয়েছে।

তাতে বলা হয়েছে ২১ সেপ্টেম্বর থেকে ভারতের কোনও ভিসা দেওয়া হবে না। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই নির্দেশ বহাল থাকবে।।

Dainik Digital

Dainik Digital

Leave a Reply

Your email address will not be published.