ভারত থেকে কলা কিনছে রাশিয়া!!

এই খবর শেয়ার করুন (Share this news)

অনলাইন প্রতিনিধি :-সামরিক সরঞ্জাম কেনাবেচা নিয়ে লাতিন আমেরিকার দেশ ইকুয়েডরের সঙ্গে মনোমালিন্যের জেরে কপাল খুলেছে ভারতের। কারণ ইকুয়েডরের থেকে মুখ ফিরিয়ে ভারত থেকে প্রচুর পরিমাণে কলা আমদানি শুরু করেছে রাশিয়া।প্রসঙ্গত,গত ডিসেম্বরে ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর রাশিয়ায় এসে মন্তব্য করেছিলেন, ‘ভারত-রাশিয়া সম্পর্ককে দ্বিপাক্ষিক কূটনীতি, রাজনীতি কিংবা অর্থনীতি দিয়ে মাপা যাবে না, কারণ তা আরও অনেক গভীরে।’রাশিয়ার খাদ্য সুরক্ষা পর্যবেক্ষণ সংস্থা সূত্রে ভারত থেকে কলা আমদানির বিষয়টি নিশ্চিত করা হয়েছে। তারা জানিয়েছে, এতদিন কলা আমদানির প্রশ্নে মূলত ইকুয়েডর ছিল রাশিয়ার বল-ভরসা।কিন্তু আমেরিকার সঙ্গে তাদের তৈরি সামরিক সরঞ্জাম বিনিময়ের সিদ্ধান্ত নিয়ে ইকুয়েডরের সঙ্গে মতবিরোধের পর তাদের কাছ থেকে কলা আমদানি বন্ধ করে পরিবর্তে ভারত থেকে কলা কেনার সিদ্ধান্ত নেয় রাশিয়া।রাশিয়ান ভেটেরিনারি এবং ফাইটো স্যানিটারি পরিষেবা নজরদারি সংস্থা ‘রোসেলখোজনাদজর’ জানিয়েছে,ভারতীয় কলার প্রথম চালানটি গত মাসেই রাশিয়ায় এসে পৌঁছেছে এবং ফেব্রুয়ারীর শেষ সপ্তাহ নাগাদ দ্বিতীয় চালানটি আসবে বলে আশা করা হচ্ছে।রাশিয়ায় ভারতীয় কলা রফতানির পরিমাণ আরও বাড়বে বলেও জানিয়েছে রোসেলখোজনাদজর।
রোসেলখোজনাদজর জানিয়েছে,শুধু কলা নয়,রাশিয়ার বাজারে আম, আনারস, পেঁপে ও পেয়ারার মতো অন্যান্য ফল সরবরাহেও আগ্রহ দেখিয়েছে ভারত।গত সপ্তাহে ইকুয়েডরের পাঁচটি কোম্পানি থেকে কলা আমদানি স্থগিত করে রোসেলখোজনাদজর। স্থগিতের কারণ হিসেবে জানায়, তারা ইকুয়েডরের কলায় কীটপতঙ্গ শনাক্ত করেছে।তবে ইকুয়েডরের খাদ্য নিরাপত্তা সংস্থা জানিয়েছে, রাশিয়ায় পাঠানো কলার মাত্র ০.৩ শতাংশে পোকামাকড় পাওয়া গেছে এবং তাতে কোনও ঝুঁকি নেই।
রাষ্ট্রপুঞ্জের খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) মতে, ২০২২ সালে ইউক্রেন আক্রমণের আগে রাশিয়া ইকুয়েডরের কলার বৃহত্তম আমদানিকারক দেশ ছিল। ইকুয়েডর তার বার্ষিক কলা রপ্তানির ২০-২৫ শতাংশ রাশিয়ায় সরবরাহ করত। এদিকে ইকুয়েডর ২০ কোটি ডলারের অত্যাধুনিক মার্কিন সরঞ্জামের বিনিময়ে রাশিয়ার তৈরি সামরিক সরঞ্জাম আমেরিকাকে হস্তান্তর করতে রাজি হয়েছে এই মর্মে একটি চুক্তির পর মস্কো ক্ষুব্ধ হয়ে ইকুয়েডর থেকে কলা কেনার সিদ্ধান্ত স্থগিত করে।২০২২ সালে ইউক্রেন-রাশিয়া সংঘাতের জের ধরে
মস্কোর ওপর পশ্চিমা নিষেধাজ্ঞা আরোপের পর থেকে ভারতের সঙ্গে রাশিয়ার আন্তর্জাতিক বিশেষজ্ঞরা বলছেন,ইউক্রেন যুদ্ধের জেরে পশ্চিমী বিশ্বের সঙ্গে রাশিয়ার সম্পর্কের অবনতি হলেও ভারত,চিনের মতো দেশের সঙ্গে বাণিজ্যের পরিমাণ বেড়েছে।যদিও রাশিয়ান কর্তৃপক্ষ মার্কিন-ইকুয়েডর চুক্তির সঙ্গে ভারত থেকে কলা আমদানির সিদ্ধান্তকে গুলিয়ে ফেলতে অস্বীকার করেছে।

Dainik Digital

Share
Published by
Dainik Digital

Recent Posts

সব দেশের জন্য আকাশসীমা বন্ধ করে দিল পাকিস্তান!!

অনলাইন প্রতিনিধি :-সমস্ত দেশের জন্যই আকাশসীমা বন্ধ করল পাকিস্তান। আপাতত ৪৮ ঘণ্টার জন্য এই সিদ্ধান্ত…

1 hour ago

পঞ্জাব-রাজস্থানে হাই অ্যালার্ট জারি, বন্ধ স্কুল!!

অনলাইন প্রতিনিধি :-পঞ্জাব এবং রাজস্থানে হাই অ্যালার্ট জারি করা হলো। পাকিস্তানের সঙ্গে ৫৩২ কিলোমিটার সীমান্ত…

2 hours ago

স্কুল কলেজ ভেঙ্গে দিল পাকিস্তান!!

পুঞ্চে অবস্থিত ‘দারউল-মদিনা ইংরেজি স্কুল’। সেখানে পড়াশোনা করেন প্রচুর পড়ুয়ারা। তার পাশেই অবস্থিত বিএড কলেজ।…

2 hours ago

সর্বদলীয় বৈঠকে বড় বার্তা রাজনাথের!!

২৫ মিনিটের অভিযানেই ধ্বংস করা হয়েছে নয় জঙ্গিঘাঁটি। নিকেশ করা হয়েছে একশোর বেশি জঙ্গিকে। তবে…

2 hours ago

প্রতিরক্ষা কর্মীদের সুবিধা প্রদান এয়ার ইন্ডিয়ার!!

অনলাইন প্রতিনিধি :-বুধবার এয়ার ইন্ডিয়া গ্রুপ ঘোষণা করেছে যে, ৩১ মে, ২০২৫ পর্যন্ত ভ্রমণের তারিখ…

2 hours ago

পর্যালোচনা বৈঠক,পর্যটন কেন্দ্রের নির্মাণ কাজ দ্রুত শেষ করতে মন্ত্রীর নির্দেশ!!

অনলাইন প্রতিনিধি :-রাজ্যের পর্যটনশিল্পের বিকাশে ছবিমুড়া, কৈলাসহরের সোনামুখী, চতুর্দশ দেবতা মন্দির ও কসবা কালী মন্দির…

3 hours ago