ভারত থেকে ৭১ লক্ষ মশারি কিনতে চাইছে ম্যালেরিয়ায় জেরবার পাকিস্তান

এই খবর শেয়ার করুন (Share this news)

ভারতে বাড়ছে ডেঙ্গির প্রকোপ। আর পাকিস্তান পড়েছে ম্যালেরিয়ার কবলে। ডেঙ্গি এবং ম্যলেরিয়া, দুই রোগই মশাবাহিত। তবে ম্যালেরিয়ায় পাকিস্তানের অবস্থা অত্যন্ত শোচনীয়। মশার কামড় থেকে দেশের মানুষকে বাঁচাতে যুযুধান দেশ ভারত থেকে কম-বেশি ৭১ লক্ষ মশারি কিনতে চাইছে পাকিস্তানের স্বাস্থ্য মন্ত্রক। ভারত থেকে সমপরিমাণ মশারি আমদানি করতে স্বাস্থ্য মন্ত্রক শাহবাজ সরকারের কাছে আবেদন জানিয়েছে। বিভিন্ন পাক সংবাদমাধ্যম সূত্রে প্রকাশ, পাক সরকার সেই অনুমোদন দিয়েও দেবে। ফলে অমৃতসরেরর অদূরে ওয়াঘা সীমান্ত দিয়ে ভারত থেকে পাকিস্তানে মশারি বোঝাই ট্রাক পৌঁছানো এখন সময়ের অপেক্ষা।
কিছুদিন আগেই ভয়াবহ বন্যার মুখে পড়েছিল পাকিস্তান। বহু মানুষের প্রাণহানি হয়েছে। অজস্র ঘরবাড়ি ভেঙেছে। ফসল এবং ক্ষেতের ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও হিসাব করে উঠতে পারেনি পাক সরকার। বন্যার ফলে শুধু যে পাকিস্তানের অর্থনৈতিক সংকট গভীর হয়েছে তাই নয়, বন্যার দোসর হয়ে সামনে এসেছে একাধিক রোগ-বিরোগ। তার মধ্যে সবচেয়ে প্রবল আকার ধারণ করেছে ম্যালেরিয়া। মশা নিধনে যে কয়েক মিলিয়ন ডলার খরচ করতে হবে, পাক সরকারের হাতে সেই অর্থ উদ্বৃত্ত নেই। অতএব, আশু সমাধান, দেশবাসীদের মশারির মধ্যে ঢুকিয়ে রাখা। ভারতের মতো পাকিস্তানে মশারির তত চল নেই। তাই মশাদের উপদ্রব ঠেকাতে ভারত থেকে প্রায় ৭১ লক্ষ মশারি কিনতে চলেছে পাকিস্তান। মঙ্গলবার এ দেশের স্বাস্থ্য মন্ত্রক ভারত থেকে মশারি কেনার ব্যাপারে সবুজ সঙ্কেত দিয়েছে। স্বাস্থ্য কর্মকর্তাদের মতে, বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু) পাকিস্তানের জন্য মশারি সংগ্রহ করতে গ্লোবাল ফান্ডের দেওয়া আর্থিক সংস্থান তহবিল করছে।পাকিস্তানি সংবাদ পোর্টাল জিও নিউজের মতে, এ দেশের স্বাস্থ্য কর্তারা নিদান দিয়েছেন, যত তাড়াতাড়ি সম্ভব মশাপ্রবণ এলাকায় বসবাসকারী প্রত্যেক নাগরিককে মশারি টাঙিয়ে রাতে শুতে হবে। পাক স্বাস্থ্য মন্ত্রক আশা করছে, নভেম্বরের মাঝামাঝি নাগাদ ওয়াঘা সীমান্ত দিয়ে ভারত থেকে কাঙ্ক্ষিত মশারি চলে আসবে। স্বাস্থ্য মন্ত্রকের যুগ্ম সচিব তারিক আনোয়ার বাওয়েজা বলেন, দেশের বন্যা কবলিত ৩২ টি জেলায় ম্যালেরিয়া দ্রুত ছড়িয়ে পড়ছে যেখানে হাজার হাজার শিশু এ রোগের শিকার হয়েছে।

Dainik Digital

Share
Published by
Dainik Digital

Recent Posts

অর্থনীতির হাল-হকিকত

২০২৪-২৫ অর্থবর্ষের প্রথম সাত মাসে প্রত্যক্ষ বিদেশি পুঁজি (ফরেন ডাইরেক্ট ইনথবর্ষের প্রথ বা এফডিআই) যা…

22 hours ago

রোমান লিপিকে স্বীকৃতির দাবিতে টি,এস,এফ এর বিক্ষোভ!!

অনলাইন প্রতিনিধি :-দীর্ঘদিন ধরে টি,এস,এফ দাবি করে আসছে রোমান লিপি কে স্বীকৃতি দেওয়ার।বর্তমানে যে প্রশ্নপত্র…

22 hours ago

কেন্দ্রীয় রিপোর্টে প্রকাশ্যে এলো ত্রিপুরার শিক্ষার বেআব্রু চেহারা!!

অনলাইন প্রতিনিধি :-কেন্দ্রীয়শিক্ষা মন্ত্রকের সর্বশেষ রিপোর্ট এও ফুটে উঠলো ত্রিপুরার স্কুল শিক্ষা ব্যবস্থার বে-আব্রু চেহারা।…

22 hours ago

ত্রিপুরাকে শ্রেষ্ঠ রাজ্য বানাচ্ছে বিজেপি সরকার: সুশান্ত!!

অনলাইন প্রতিনিধি :-প্রধানমন্ত্রীনরেন্দ্র মোদি সবকা সাথ সবকা বিকাশ, সবকা বিশ্বাস, সবকা প্রয়াসের স্লোগান দিয়েছেন। আর…

23 hours ago

নি:শব্দে এগোচ্ছে চিন!!

প্রতিবেশী বাংলাদেশে গত ছয়মাস ধরে চলতে থাকা অস্থির রাজনৈতিক পরিস্থিতির সুযোগ নিয়ে একেবারে নিঃশব্দে এগিয়ে…

2 days ago

নেতা-মন্ত্রীদের বারবার ঘোষণা সত্ত্বেও গ্রুপ ডি নিয়োগ হচ্ছে না!!

অনলাইন প্রতিনিধি:-প্রতিশ্রুতি দিয়ে রক্ষা করছে না সরকার। জেআরবিটির মাধ্যমে গ্রুপ ডি পদে নিয়োগ নিয়ে টালবাহানা…

2 days ago