ভারত থেকে ৭১ লক্ষ মশারি কিনতে চাইছে ম্যালেরিয়ায় জেরবার পাকিস্তান

এই খবর শেয়ার করুন (Share this news)

ভারতে বাড়ছে ডেঙ্গির প্রকোপ। আর পাকিস্তান পড়েছে ম্যালেরিয়ার কবলে। ডেঙ্গি এবং ম্যলেরিয়া, দুই রোগই মশাবাহিত। তবে ম্যালেরিয়ায় পাকিস্তানের অবস্থা অত্যন্ত শোচনীয়। মশার কামড় থেকে দেশের মানুষকে বাঁচাতে যুযুধান দেশ ভারত থেকে কম-বেশি ৭১ লক্ষ মশারি কিনতে চাইছে পাকিস্তানের স্বাস্থ্য মন্ত্রক। ভারত থেকে সমপরিমাণ মশারি আমদানি করতে স্বাস্থ্য মন্ত্রক শাহবাজ সরকারের কাছে আবেদন জানিয়েছে। বিভিন্ন পাক সংবাদমাধ্যম সূত্রে প্রকাশ, পাক সরকার সেই অনুমোদন দিয়েও দেবে। ফলে অমৃতসরেরর অদূরে ওয়াঘা সীমান্ত দিয়ে ভারত থেকে পাকিস্তানে মশারি বোঝাই ট্রাক পৌঁছানো এখন সময়ের অপেক্ষা।
কিছুদিন আগেই ভয়াবহ বন্যার মুখে পড়েছিল পাকিস্তান। বহু মানুষের প্রাণহানি হয়েছে। অজস্র ঘরবাড়ি ভেঙেছে। ফসল এবং ক্ষেতের ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও হিসাব করে উঠতে পারেনি পাক সরকার। বন্যার ফলে শুধু যে পাকিস্তানের অর্থনৈতিক সংকট গভীর হয়েছে তাই নয়, বন্যার দোসর হয়ে সামনে এসেছে একাধিক রোগ-বিরোগ। তার মধ্যে সবচেয়ে প্রবল আকার ধারণ করেছে ম্যালেরিয়া। মশা নিধনে যে কয়েক মিলিয়ন ডলার খরচ করতে হবে, পাক সরকারের হাতে সেই অর্থ উদ্বৃত্ত নেই। অতএব, আশু সমাধান, দেশবাসীদের মশারির মধ্যে ঢুকিয়ে রাখা। ভারতের মতো পাকিস্তানে মশারির তত চল নেই। তাই মশাদের উপদ্রব ঠেকাতে ভারত থেকে প্রায় ৭১ লক্ষ মশারি কিনতে চলেছে পাকিস্তান। মঙ্গলবার এ দেশের স্বাস্থ্য মন্ত্রক ভারত থেকে মশারি কেনার ব্যাপারে সবুজ সঙ্কেত দিয়েছে। স্বাস্থ্য কর্মকর্তাদের মতে, বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু) পাকিস্তানের জন্য মশারি সংগ্রহ করতে গ্লোবাল ফান্ডের দেওয়া আর্থিক সংস্থান তহবিল করছে।পাকিস্তানি সংবাদ পোর্টাল জিও নিউজের মতে, এ দেশের স্বাস্থ্য কর্তারা নিদান দিয়েছেন, যত তাড়াতাড়ি সম্ভব মশাপ্রবণ এলাকায় বসবাসকারী প্রত্যেক নাগরিককে মশারি টাঙিয়ে রাতে শুতে হবে। পাক স্বাস্থ্য মন্ত্রক আশা করছে, নভেম্বরের মাঝামাঝি নাগাদ ওয়াঘা সীমান্ত দিয়ে ভারত থেকে কাঙ্ক্ষিত মশারি চলে আসবে। স্বাস্থ্য মন্ত্রকের যুগ্ম সচিব তারিক আনোয়ার বাওয়েজা বলেন, দেশের বন্যা কবলিত ৩২ টি জেলায় ম্যালেরিয়া দ্রুত ছড়িয়ে পড়ছে যেখানে হাজার হাজার শিশু এ রোগের শিকার হয়েছে।

Dainik Digital

Share
Published by
Dainik Digital

Recent Posts

সুপার সিক্সে ৮ উইকেটের বড় জয় পেলো তরুণ সংঘ।।

অনলাইন প্রতিনিধি :-আট উইকেটের বড়সড় জয় দিয়েই সিনিয়র মহিলাদের একদিবসীয় আমন্ত্রণমূলক ক্রিকেটের সুপার সিক্সে নিজেদের…

6 mins ago

ত্রিপুরার সাহিত্য চর্চায় নয়া ইতিহাস রচনা করেছে উড়ান: জয় গোস্বামী।।

অনলাইন প্রতিনিধি :- উড়ান আয়োজিত ত্রিপুরা লিটারেচার ফেস্টিভ্যালের তৃতীয় দিনেও রাজ্যের সাহিত্যপ্রেমী মানুষের উপচে পড়া…

11 mins ago

ট্রাম্প বোমায় ব্যাকফুটে বন্ধু!

মার্কিন অনুদান নিয়ে ট্রাম্পের একের পর এক। মাঘি বিস্ফোরক মন্তব্য ঘিরে ভারতীয় রাজনীতিতে চাপানউতোর এখন…

21 mins ago

জিবিতে হচ্ছে না স্থান সংকুলান দফারফা রোগীর, ব্যাহত চিকিৎসা!!

অনলাইন প্রতিনিধি :-জেলা,মহকুমা ও প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রগুলির দৈন্যদশায় রাজ্যের প্রধান সরকারী হাসপাতাল জিবিতে রোগীর অস্বাভাবিক চাপ…

25 mins ago

শিক্ষক সংকটে ধুঁকছে স্কুল,তলানিতে ছাত্র সংখ্যা।।

অনলাইন প্রতিনিধি:-রাজ্যের স্কুল শিক্ষা ব্যবস্থার অস্তিত্ব সংকটে। সরকারী স্কুলগুলিতে নিয়মিত পড়াশোনা হচ্ছে না। গত ১০…

28 mins ago

২ ঘণ্টায় ৮৩টি ডাকাতি, ৪৮ ঘণ্টায় ৭৩টি ‘ধর্ষণ!!

অনলাইন প্রতিনিধি :-লাগাতার চুরি, ছিনতাই। মহিলারাও কোনোভাবে সুরক্ষিত নন। একের পর এক ধর্ষণের ঘটনা ঘটছে…

30 mins ago