ভারত-পাকিস্তান সংঘর্ষ বিরতি, জানালেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প!!

অনলাইন প্রতিনিধি :-রাতভর দীর্ঘক্ষন আলোচনা হয়, তারপরই দুই দেশ অবিলম্বে সম্পূর্ণ সংঘর্ষবিরতিতে রাজি হয় বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পহেলগাঁও জঙ্গি হামলার প্রত্যাঘাতে ‘অপারেশন সিঁদুর’ দিয়ে জবাব দিয়েছে ভারত। তারপর থেকেই দুই দেশের মধ্যে উত্তেজনার পারদ চড়তে থাকে। লাগাতার হামলা চালিয়েছে পাকিস্তান। ড্রোন, মিসাইল ছুড়েছে জম্মু-কাশ্মীর, রাজস্থান এবং পঞ্জাবে। প্রতিটি হামলাকেই প্রতিহত করেছে ভারত। পাল্টা জবাবও দিয়েছে পাকিস্তানকে। দুই দেশের মধ্যে এই উত্তেজনা নিয়ে ব্যাপক উদ্বেগে ছিল বাকি দেশগুলিও। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগেও মধ্যস্থতার কথা বলেছিলেন। তার মধ্যস্থতাতেই দুই দেশ সংঘর্ষ থামাতে রাজি হল। ট্রাম্পের এই পোস্টের পরই ভারতের বিদেশসচিব বিক্রম মিশ্রিও সাংবাদিক বৈঠক করে জানান, শনিবার বিকেল ৫টা থেকে দুই দেশের মধ্যে সংঘর্ষবিরতি শুরু হল। স্থল, আকাশ ও জলপথে কোনও আক্রমণ চালানো হবে না।”