ভারত-বাংলাদেশ ট্রেন চলাচল ফের শুরু

এই খবর শেয়ার করুন (Share this news)

দীর্ঘ আড়াই বছর বন্ধ থাকার পর রবিবার সকালে ঢাকা থেকে কলকাতা গেল যাত্রীবাহী ট্রেন। মৈত্রী এক্সপ্রেসের প্রথম ট্রেনে ঢাকা থেকে কলকাতা গেলেন ১৭০ জন যাত্রী। প্রচারণা কম থাকায় প্রথমদিন অর্ধেক যাত্রী নিয়ে কলকাতা গেছে ট্রেনটি। একই অবস্থা খুলনা-কলকাতা রুটের বন্ধন এক্সপ্রেসের। মাত্র ১৯ জন যাত্রী নিয়ে কলকাতা থেকে খুলনায় এসেছে বন্ধন এক্সপ্রেসের প্রথম ট্রেন। ফিরে গেছে ৪৫ জন যাত্রী নিয়ে। তবে ট্রেনের টিকিট বিক্রয়ের সময় কম হওইয়া ও ভারতের ভিসা দেরিতে দেওয়ায় যাত্রী কিছুতা কম হয়েছে বলে রেলওয়ে সুত্র জানায়। দীর্ঘ বিরতির পর রবিবার সকাল ৮ টা ১৫ মিনিটে ঢাকার ক্যান্টনমেন্ট স্টেশন থেকে মৈত্রী এক্সপ্রেসের যাত্রার আনুষ্ঠানিক উদ্বোধন করেন বাংলাদেশ রেলওয়ে মহাপরিচালক (ডিজি) ধীরেন্দ্র নাথ মজুমদার। এ সময় তিনি যাত্রীদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এ সময় রেলওয়ে ডিজি সাংবাদিকদের বলেন, প্রচারণা কম থাকায় প্রথম ট্রেনে যাত্রি কিছুটা কম হয়েছে। তবে এখন থেকে সপ্তাহে ৫ দিন চলবে মৈত্রী এক্সপ্রেস। ট্রেনটিতে মোট আসন রয়েছে ৪৫৬ টি। তবে দীর্ঘ বিরতি কাটিয়ে ট্রেন করে ভারতগামী যাত্রীরা আনন্দিত ছিলেন।

ঢাকা ক্যান্টনমেন্ট রেলস্টেশনের ম্যানেজার লিটন চন্দ্র দে জানান, ইমিগ্রেশন প্রক্রিয়া শেষ করে রবিবার সকাল ৮ টা ১৫ মিনিটে ট্রেনটি যাত্রা শুরু করেছে। বিকাল ৪ টায় ট্রেনটি কলকাতা স্টেশনে পৌঁছাবে বলে আশা করছি। সোমবার আবার কলকাতা থেকে যাত্রী নিয়ে বিকেল ৪ টায় ঢাকায় আসবে। রেলওয়ে সূত্র জানায় ঢাকা থেকে প্রতি সোম ও বৃহস্পতিবার এবং কলকাতা থেকে রবিবার ও বৃহস্পতিবার মৈত্রী ট্রেন বন্ধ থাকবে। করোনার কারণে ২০২০ সালের ১৫ মার্চ থেকে বাংলাদেশ-ভারতের মধ্যে চলাচলকারী আন্তর্দেশীয় ট্রেন চলাচল বন্ধ ছিল। রবিবার দুপুর সাড়ে ১২ টায় ১৯ জন যাত্রী নিয়ে কলকাতা থেকে খুলনা স্টেশনে পৌঁছায় বন্ধন এক্সপ্রেস। এরপর দুপুর দেড়টায় ৪৫ জন যাত্রী নিয়ে কলকাতার উদ্দেশ্যে ছেড়ে যায় ট্রেনটি। এবিষয়ে খুলনা রেলওয়ে স্টেশনের মাস্টার মানিক চন্দ্র সরকার বলেন, ১৯ জন যাত্রী নিয়ে ২০ মিনিট দেরিতে দুপুর ১২ টা ৫০ মিনিটে ট্রেনটি খুলনা স্টেশনে এসে পৌঁছেছে। তবে নিরধারিত সময় বেলা দেড়টায় ৪৫ জন যাত্রী নিয়ে সেটি আবার কলকাতার উদ্দেশ্যে রওনা দিয়েছে।

Dainik Digital

Recent Posts

কাশ্মীরে ভয়াবহ জঙ্গি হানা!!

অনলাইন প্রতিনিধি :-কাশ্মীরের পহেলগাঁওয়ে পর্যটকদের উপর হামলে পড়ল জঙ্গিরা। কাশ্মীরের বৈসরন উপত্যকায় জঙ্গিরা এলোপাথাড়ি গুলি…

6 hours ago

রাজ্যের স্বার্থ সংশ্লিষ্ট দাবি নিয়ে নীতিন সাক্ষাতে বিপ্লব!!

অনলাইন প্রতিনিধি :- জাতীয় সড়ক এনএইচ-৮ -এর ভগ্নাবস্থায় বিভিন্ন অংশ দ্রুত সংস্কার ও স্থায়ী সমাধানের…

10 hours ago

ধান উৎপাদনে দেশে ষষ্ঠ স্থানে ত্রিপুরা, জমি ফেলে রাখবেন না কৃষকদের আহ্বান রতনের!!

অনলাইন প্রতিনিধি :-গ্রাম হলো আমাদের শক্তি,কৃষক আমাদের অন্নদাতা' এই স্লোগানকে সামনে রেখে রাজ্যের কৃষি ক্ষেত্রকে…

10 hours ago

এবার কি ইউসিসি?

কাশ্মীর থেকে ৩৭০ ধারা প্রত্যাহার। রামমন্দির প্রতিষ্ঠা।তিন তালাক প্রথা বাতিল।নাগরিকত্ব সংশোধনী আইন ২০১৯ (সিএএ)। ওয়াকফ…

10 hours ago

ধস নেমে চলাচল বন্ধ জম্মু-শ্রীনগর হাইওয়ে!!

অনলাইন প্রতিনিধি :-প্রচন্ড বৃষ্টি ও ভূমিধসের ফলে ব্যাপক ক্ষয়ক্ষতির সম্মুখীন জম্মু ও কাশ্মীরের রামবান জেলা…

1 day ago

না ফেরার দেশে পোপ ফ্রান্সিস!!

অনলাইন প্রতিনিধি :-ক্যাথলিক খ্রিষ্টানদের ধর্মগুরু পোপ ফ্রান্সিসের সোমবার মৃত্য হয়। মৃত্যুকালে বয়স হয়েছিল ৮৮ বছর।দক্ষিণ…

1 day ago