ভারত বায়োটেকের ন্যাসাল ভ্যাকসিনকে ছাড়পত্র দিল কেন্দ্র
ভারত বায়োটেকের তৈরি ন্যাসাল ভ্যাকসিন বা নাক দিয়ে নেওয়ার উপযুক্ত করোনা টিকাকে ছাড়পত্র দিল সেন্ট্রাল ড্রাগস স্ট্যান্ডার্ড কন্ট্রোল অর্গানাইজেশন বা সিডিএসকো । কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মাণ্ডব্য টুইট করে এই খবর জানিয়েছেন । কেন্দ্রের তরফে জানানো হয়েছে , আপৎকালীন পরিস্থিতিতে ১৮ বছরের ঊর্ধ্বে প্রাথমিক প্রতিরোধকারী হিসাবে এই টিকা দেওয়া হবে । স্বাস্থ্যমন্ত্রী ট্যুইটারে আরেকটি পোস্টে লিখেছেন , ‘ এই পদক্ষেপ অতিমারির বিরুদ্ধে আমাদের সম্মিলিত লড়াইকে আরও শক্তিশালী করবে । প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে ভারত কোভিড ১৯ – এর বিরুদ্ধে লড়াইয়ে বিজ্ঞান , মানব সম্পদ , গবেষণা ও উন্নয়নের শক্তিকে কাজে লাগিয়েছে । ‘ সব কা প্রয়াস ‘ এবং বিজ্ঞান চালিত পদ্ধতির সাহায্যেই আমরা করোনাকে হারাতে পারব । ‘ করোনা যুদ্ধে দেশকে আরও এগিয়ে দিতে টিকাকরণ চলছে জোরকদমে । ২১৩ কোটি ৭২ লক্ষের বেশি ডোজ দেওয়া হয়েছে । গত ২৪ ঘণ্টায় যদিও টিকাকরণের হার খানিকটা কম । একদিনে ১৯ লক্ষ ৯৩ হাজার ৬৭০ ডোজ পেয়েছেন দেশবাসী । চলছে বয়স্ক ও ১৮ বছরের ঊর্ধ্বদের বুস্টার ও প্রিকশন ডোজ দেওয়ার কাজ । পুজোর মধ্যে তা শেষ করার লক্ষ্যমাত্রা রয়েছে কেন্দ্রের । উল্লেখ্য , সময়ের সঙ্গে সঙ্গে কাটছে করোনা ভাইরাস নামক অতিমারীর অভিশাপ । দেশের ক্রমহ্রাসমান কোভিড ‘ গ্রাফই তার প্রমাণ । মঙ্গলবার আরও কমেছে দেশের করোনা সংক্রমণ । নিম্নমুখী অ্যাকটিভ কেস , পজিটিভিটি রেটও । কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া সাম্প্রতিকতম পরিসংখ্যান অনুযায়ী , দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে কোভিড পজিটিভ হয়েছেন ৪৪১৭ জন । যা সোমবার ছিল প্রায় ৬ হাজারের কাছাকাছি । সুস্থ হয়ে উঠেছেন ৬০৩২ জন । সুস্থতার হার ৯৮.৬৯ শতাংশ । পজিটিভিটি রেট এই মুহূর্তে ১.২০ শতাংশ । সক্রিয় রোগীর সংখ্যা ৫২,৩৩৬ । মোট আক্রান্তের ০.১২ শতাংশ । সোমবারও এই সংখ্যা ছিল প্রায় ৫৪ হাজার । তবে ওমিক্রন – সহ করোনার একাধিক প্রজাতির হদিশ পাওয়ায় নতুন করে সতর্ক রয়েছে কেন্দ্র । একাধিক রাজ্যের সীমান্ত এলাকা ও বিমানবন্দরগুলিতে জারি হয়েছে সতর্কর্তা । এর আগে করোনা টিকা FOTO হিসেবে কোভ্যাক্সিন , কোভিশিল্ড এবং স্পুটনিককে অনুমতি দিয়েছিল ভারত । মঙ্গলবারের পর প্রথম ন্যাজাল ভ্যাকসিনেরও অনুমতি দিয়ে দিল ভারত । যা বিশ্বে প্রথম ক্লিনিক্যালি ন্যাজাল ভ্যাকসিন বলেও দাবি । ভারত বায়োটেকের চেয়ারম্যান কৃষ্ণা এল্লা বলেছেন , ‘ ভারত বায়োটেকের তৈরি ন্যাজাল ভ্যাকসিনের তৃতীয় পর্যায়ের ট্রায়ালে সফল ভাবে উত্তীর্ণ হয়েই ইতিহাস রচনা করল । ‘