Categories: দেশ

ভারত বায়োটেকের ন্যাসাল ভ্যাকসিনকে ছাড়পত্র দিল কেন্দ্র

এই খবর শেয়ার করুন (Share this news)

ভারত বায়োটেকের তৈরি ন্যাসাল ভ্যাকসিন বা নাক দিয়ে নেওয়ার উপযুক্ত করোনা টিকাকে ছাড়পত্র দিল সেন্ট্রাল ড্রাগস স্ট্যান্ডার্ড কন্ট্রোল অর্গানাইজেশন বা সিডিএসকো । কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মাণ্ডব্য টুইট করে এই খবর জানিয়েছেন । কেন্দ্রের তরফে জানানো হয়েছে , আপৎকালীন পরিস্থিতিতে ১৮ বছরের ঊর্ধ্বে প্রাথমিক প্রতিরোধকারী হিসাবে এই টিকা দেওয়া হবে । স্বাস্থ্যমন্ত্রী ট্যুইটারে আরেকটি পোস্টে লিখেছেন , ‘ এই পদক্ষেপ অতিমারির বিরুদ্ধে আমাদের সম্মিলিত লড়াইকে আরও শক্তিশালী করবে । প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে ভারত কোভিড ১৯ – এর বিরুদ্ধে লড়াইয়ে বিজ্ঞান , মানব সম্পদ , গবেষণা ও উন্নয়নের শক্তিকে কাজে লাগিয়েছে । ‘ সব কা প্রয়াস ‘ এবং বিজ্ঞান চালিত পদ্ধতির সাহায্যেই আমরা করোনাকে হারাতে পারব । ‘ করোনা যুদ্ধে দেশকে আরও এগিয়ে দিতে টিকাকরণ চলছে জোরকদমে । ২১৩ কোটি ৭২ লক্ষের বেশি ডোজ দেওয়া হয়েছে । গত ২৪ ঘণ্টায় যদিও টিকাকরণের হার খানিকটা কম । একদিনে ১৯ লক্ষ ৯৩ হাজার ৬৭০ ডোজ পেয়েছেন দেশবাসী । চলছে বয়স্ক ও ১৮ বছরের ঊর্ধ্বদের বুস্টার ও প্রিকশন ডোজ দেওয়ার কাজ । পুজোর মধ্যে তা শেষ করার লক্ষ্যমাত্রা রয়েছে কেন্দ্রের । উল্লেখ্য , সময়ের সঙ্গে সঙ্গে কাটছে করোনা ভাইরাস নামক অতিমারীর অভিশাপ । দেশের ক্রমহ্রাসমান কোভিড ‘ গ্রাফই তার প্রমাণ । মঙ্গলবার আরও কমেছে দেশের করোনা সংক্রমণ । নিম্নমুখী অ্যাকটিভ কেস , পজিটিভিটি রেটও । কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া সাম্প্রতিকতম পরিসংখ্যান অনুযায়ী , দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে কোভিড পজিটিভ হয়েছেন ৪৪১৭ জন । যা সোমবার ছিল প্রায় ৬ হাজারের কাছাকাছি । সুস্থ হয়ে উঠেছেন ৬০৩২ জন । সুস্থতার হার ৯৮.৬৯ শতাংশ । পজিটিভিটি রেট এই মুহূর্তে ১.২০ শতাংশ । সক্রিয় রোগীর সংখ্যা ৫২,৩৩৬ । মোট আক্রান্তের ০.১২ শতাংশ । সোমবারও এই সংখ্যা ছিল প্রায় ৫৪ হাজার । তবে ওমিক্রন – সহ করোনার একাধিক প্রজাতির হদিশ পাওয়ায় নতুন করে সতর্ক রয়েছে কেন্দ্র । একাধিক রাজ্যের সীমান্ত এলাকা ও বিমানবন্দরগুলিতে জারি হয়েছে সতর্কর্তা । এর আগে করোনা টিকা FOTO হিসেবে কোভ্যাক্সিন , কোভিশিল্ড এবং স্পুটনিককে অনুমতি দিয়েছিল ভারত । মঙ্গলবারের পর প্রথম ন্যাজাল ভ্যাকসিনেরও অনুমতি দিয়ে দিল ভারত । যা বিশ্বে প্রথম ক্লিনিক্যালি ন্যাজাল ভ্যাকসিন বলেও দাবি । ভারত বায়োটেকের চেয়ারম্যান কৃষ্ণা এল্লা বলেছেন , ‘ ভারত বায়োটেকের তৈরি ন্যাজাল ভ্যাকসিনের তৃতীয় পর্যায়ের ট্রায়ালে সফল ভাবে উত্তীর্ণ হয়েই ইতিহাস রচনা করল । ‘

Dainik Digital

Share
Published by
Dainik Digital

Recent Posts

ভূমিকম্পে কেঁপে উঠল নিউ ব্রিটেন আইল্যান্ড!!

অনলাইন প্রতিনিধি :-ভয়ঙ্কর ভূমিকম্পে কাঁপল পাপুয়া নিউগিনির উপকূলের নিউ ব্রিটেন আইল্যান্ড। রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা…

20 hours ago

৫৪৫ টাকায় অফিসের শৌচালয় ভাড়া তরুণীর!!

অনলাইন প্রতিনিধি :- পড়াশোনা করে অল্প বয়সে চাকরি পেয়েছেন বটে, কিন্তু নতুন চাকরির টাকায় চড়া…

22 hours ago

জমি কেলেঙ্কারি, মুখ্যমন্ত্রীকে সময়সীমা দিলো কংগ্রেস!!

অনলাইন প্রতিনিধি:- জমি কেলেঙ্কারির প্রেক্ষিতে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে সুর চওড়া করলো প্রদেশ কংগ্রেস। বিরোধী দল কেলেঙ্কারিতে…

22 hours ago

কলেজ ছাত্রীকে অ্যাসিড দিয়ে জ্বালিয়ে দেওয়ার হুমকি ও মারধর, চাঞ্চল্য!!

অনলাইন প্রতিনিধি:- ধর্মনগর ডিগ্রি কলেজের এক ছাত্রীকে মারধর, শ্লীলতাহানি সহ মুখে অ্যাসিড মারার হুমকি দেয়…

23 hours ago

জাতি-জনজাতির কৃষ্টি রক্ষায় কাজ করছে সরকার: মুখ্যমন্ত্রী!!

অনলাইন প্রতিনিধি:- বর্তমান সরকার হল মানুষের সরকার। এমনই দাবি এ মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহার। শুক্রবার…

23 hours ago

ওয়াকফ বিল!!

দীর্ঘ আলোচনা শেষে অবশেষে পাস হয়ে গেল বহুচর্চিত এবং প্রতীক্ষিত ওয়াকফ সংশোধনী বিল। সংসদের দুই…

23 hours ago