ভারী বৃষ্টির সতর্কতা রাজ্যে!!
অনলাইন প্রতিনিধি :-মধ্য বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ, আসাম সহ সংলগ্ন অঞ্চলে একটি ঘূর্ণাবর্তের জেরে রাজ্যেও দুর্যোগের আশঙ্কা তৈরি হয়েছে। আবহাওয়া দপ্তর এমর্মে আগামী ১৫ সেপ্টেম্বর পর্যন্ত ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে রাজ্যে। এক্ষেত্রে দক্ষিণ, গোমতী এবং সিপাহিজলা জেলাতেই এর বেশি প্রভাব পড়তে পারে।এর জন্য পাঁচদিনের জন্য সতর্কতা জারি করে আবহাওয়া অফিস বলেছে, ১৩ সেপ্টেম্বরই এর বেশি প্রভাব পড়তে পারে দক্ষিণ এবং সিপাহিজলা জেলায়। এছাড়া অন্যান্য জেলাতেও প্রভাব পড়বে। আপাতত আবহাওয়া দপ্তর পাঁচদিনের জন্য দুর্যোগপূর্ণ আবহাওয়া সতর্কতা জারি করে জনসাধারণকে সতর্ক থাকতে বলেছে।