ভার্চুয়াল ডাক্তার, চিনে প্রথম শুরু হল এআই-চালিত হাসপাতাল!!

এই খবর শেয়ার করুন (Share this news)

বিশ্বের প্রথম কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) চালিত হাসপাতাল চালু হল চিনে।যেখানে থাকবে ভার্চুয়াল ডাক্তার।বস্তুত, ডাক্তার, নার্সসহ আস্ত একটি হাসপাতালই ভার্চুয়াল।এ দেশের সিংহুয়া বিশ্ববিদ্যালয়ের গবেষকরা ‘এজেন্ট হাসপাতাল’ নামে এআই চালিত নতুন এই ভার্চুয়াল হাসপাতালটি গড়ে তুলেছেন।


এক্সপ্রেস ইউক-এর তথ্যানুযায়ী, ভার্চুয়াল এই হাসপাতালটিতে ১৪ জন এআই-চালিত ডাক্তার এবং চারজন এআই নার্স রয়েছে, যাদের সবাইকে বিশেষ লার্জ ল্যাংগুয়েজ মডেল অনুসরণ করে তৈরি করা হয়েছে।গবেষকদলের মতে, এআই চিকিৎসকরা মাত্র কয়েক দিনের মধ্যে ১০ হাজার রোগীর চিকিৎসা করার সক্ষমতা রাখেন,যেটি করতে মানব চিকিৎসকদের কমপক্ষে দুই বছর সময় লাগে।
এজেন্ট হাসপাতালের এআই ডাক্তাররা মার্কিন মেডিকেল লাইসেন্সিং পরীক্ষার মেডকিউ-এ ডেটাসেটে ৯৩.০৬ শতাংশ প্রশ্নের সঠিক উত্তর দিয়েছে।এই উচ্চ নির্ভুলতার হার প্রমাণ করে যে, এআই ডাক্তাররা চিকিৎসা সংক্রান্ত প্রশ্নগুলি বোঝার এবং উত্তর দেওয়ার ক্ষেত্রে পারদর্শী এবং রোগ নির্ণয় ও চিকিৎসার ক্ষেত্রে তাদের সম্ভাব্য কার্যকারিতা রয়েছে।চিনের সরকারি সংবাদমাধ্যম গ্লোবাল টাইমস- কে একান্ত সাক্ষাৎকারে এজেন্ট হাসপাতালের রিসার্চ টিম লিডার লিউ ইয়াং বলেন, ‘এআই হাসপাতাল চিকিৎসক ও সাধারণ মানুষ উভয় তরফেই যুগান্তকারী পরিবর্তন নিয়ে আসবে।এতে উপকৃত হবেন বিপুল সংখ্যক মানুষ।’


এআই হাসপাতালে চিকিৎসা তথ্যের একটি বৃহৎ তথ্য ভান্ডার ব্যবহার করে একেবারে সঠিক, বাণিজ্য-বান্ধব এবং সহজেই প্রাপ্ত হতে পারে এমন স্বাস্থ্য পরিষেবা প্রদান করার ব্যাপক সম্ভাবনা রাখে।লিউ ইয়াং জানান, এআই হাসপাতালটি আসন্ন মহামারি প্রাদুর্ভাবের মতো চিকিৎসা পরিস্থিতির ভবিষ্যদ্বাণীও করতে সক্ষম। বিশ্বের নানা প্রান্তে ইতিমধ্যে স্বাস্থ্য পরিষেবায় ধীরে ধীরে
এআই একটি অংশ হয়ে উঠছে।গত বছর গ্রেট ব্রিটেনের এক গবেষণায় দেখা গেছে, কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তিতে চালিত চোখের স্ক্যানগুলি মানুষের লক্ষণ দেখা দেওয়ার আগেই পারকিনসন রোগ শনাক্ত করতে পারে।চিনের এআই গবেষক ডং জিয়াহং গ্লোবাল টাইমসকে বলেন, এআই স্বাস্থ্য পরিষেবাকে আরও সুনির্দিষ্ট এবং দক্ষ করে তোলার সক্ষমতা রাখলেও, এটি রোগীদের প্রতি মানব ডাক্তারদের মতো সহানুভূতি প্রদান করতে পারে না।

Dainik Digital

Share
Published by
Dainik Digital

Recent Posts

হৃদরোগে হঠাৎ মৃত্যু: কার্ডিয়াক অ্যারেস্টের কারণ, লক্ষণ, প্রতিরোধ ও চিকিৎসা!!

অনলাইন প্রতিনিধি :-বর্তমান যুগে হৃদরোগ জনিত সমস্যা ক্রমশ বেড়ে চলেছে।এর মধ্যে সবচেয়ে বিপজ্জনক ও জীবনঘাতী…

17 hours ago

প্রশ্নের মুখে বৈধ সীমান্ত বাণিজ্য, আমদানির তুলনায় রপ্তানি নামমাত্র, পরিস্থিতি চিন্তাজনক!!

অনলাইন প্রতিনিধি :-বর্তমানে রাজ্যেনয়টি ল্যান্ড কাস্টম স্টেশন রয়েছে।কিন্তু প্রশ্ন হচ্ছে, এই নয়টি ল্যান্ড কাস্টম স্টেশনকে…

18 hours ago

আঠাশের বিধানসভা নির্বাচনে ঐক্যবদ্ধ থাকার বার্তা প্রদ্যোতের!!

অনলাইন প্রতিনিধি :-২০২৮ সালে বিধানসভা নির্বাচনেও আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। আমরা ঐক্যবদ্ধ থাকতে পারলেই, আমাদের…

18 hours ago

হার্ভেকে নকআউট করে তপনের সেমিতে সংহতি!!

অনলাইন প্রতিনিধি:-তপন স্মৃতি নকআউট ক্রিকেটের দ্বিতীয় দল হিসাবে সেমিফাইনালে হার্ভেকে নকআউট করে তপনের সেমিতে সংহতি!!খেলার…

18 hours ago

সতর্কতাই বাঞ্ছনীয়!!

নজিরবিহীন গরমের মুখোমুখি রাজ্য। মার্চ মাসের শেষ দিকে গরমের এই প্রকোপ এককথায় নজিরবিহীন।এজন্য আবহাওয়া দপ্তরকে…

18 hours ago

খুশির ঈদ উদযাপন

অনলাইন প্রতিনিধি :-"ঈদুল ফিতর" যার অর্থ হলউপবাস ভাঙার আনন্দ। মুসলমানদের সবচেয়ে বড় দুটো ধর্মীয় উৎসবের…

2 days ago