ভালো খেলার মনোবল পেলাম: পারভেজ!!

 ভালো খেলার মনোবল পেলাম: পারভেজ!!
এই খবর শেয়ার করুন (Share this news)

অনলাইন প্রতিনিধি :-গুজরাটের বিরুদ্ধে (২০২২) ঘরের মাটিতে ত্রিপুরার হয়ে রঞ্জি ট্রফিতে অভিষেক হয়েছিল।দুবছর বাদে সেই গুজরাটের বিরুদ্ধেই রঞ্জি ট্রফিতে ম্যাচে প্রথমবার – দশ উইকেট দখলের এক অনন্য নজিরও গড়ে ফেললেন বাঁ-হাতি স্পিনার পারভেজ সুলতান। প্রাক্তন ক্রিকেটার পিন্টু সুলতানের যমজ ছেলের একজন পারভেজ।অন্যজন সাহিল।আজ আমেদাবাদে গুজরাটের দ্বিতীয় ইনিংসে আরও তিনটি উইকেট তুলতেই ম্যাচে দশ উইকেট লাভ হতেই মুষ্টিবদ্ধ দু-হাত আকাশে তুলে ধরেন পারভেজ।মূলত তার দুর্দান্ত বোলিংয়ে গুজরাটের মতো দলের বিরুদ্ধে ১৫৬ রানের বড় জয় পেলো টিম ত্রিপুরা’।সন্ধ্যায় আমেদাবাদ থেকে দৈনিক সংবাদের এই প্রতিবেদককে পারভেজ
জানান খুবই ভালো লাগছে। ক্যারিয়ারে প্রথমবার প্রথম শ্রেণীর ক্রিকেটে দশ উইকেট পেলাম তাও গুজরাটের মতো দলের বিরুদ্ধে।দশ উইকেট তোলার পুরস্কারস্বরূপ ম্যাচের সেরাও হলেন।পারভেজ বলেন রঞ্জি ক্যারিয়ারে প্রথম
দশ উইকেট দখলের গৌরব আমার বাবা, মা, ভাই, দলের কোচ, অধিনায়ক ও সতীর্থ সমস্ত ক্রিকেটারদের উৎসর্গ করলাম।সবার থেকে খুবই সমর্থন ও উৎসাহ, পরামর্শ পাচ্ছিলাম বলে এই সাফল্য পেলাম। কথায় কথায় পারভেজ বলেন, জাতীয় ক্রিকেটে নিজের ক্যারিয়ারে এ নিয়ে মোট পাঁচ বার সাত ম্যাচে পাঁচ বা তার বেশি উইকেট পেলাম।অনূর্ধ্ব ১৬তে আসামের বিরুদ্ধে দুইবার সহ চার বার।তবে রঞ্জিতে আজ ম্যাচের দশ উইকেট লাভ আমাকে আরও ভালো খেলার আত্মবিশ্বাস বাড়ালো। সেই সাথে দায়িত্বও বাড়ল। এবার চণ্ডীগড় ম্যাচ। তাতেও দলের প্রত্যাশা পূরণে আপ্রাণ চেষ্টা করব বলে জানান পারভেজ সুলতান।বিদায় নেবার আগে পারভেজ বলেন, উইকেটে টার্ন তেমন বেশি পাচ্ছিলাম না। তবে ঠিক জায়গায় বল ফেলে যাচ্ছিলাম। তাতে গুজরাটের ব্যাটাররা ধরা দেয়।

Dainik Digital

Dainik Digital

Leave a Reply

Your email address will not be published.