নেতা-মন্ত্রীদের বারবার ঘোষণা সত্ত্বেও গ্রুপ ডি নিয়োগ হচ্ছে না!!
ভিআইপি কনভয় মুখ্যমন্ত্রীর সিদ্ধান্তে অভিনন্দনের ঢল
ভিআইপি কনভয় চলাচলের সময় সাধারণ জনগণকে অযথা কোনও ধরনের হয়রানি বা কঠিন পরিস্থিতির সম্মুখীন হতে না হয় , তার জন্য ট্রাফিক পুলিশ থেকে শুরু করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এ ব্যাপারে নির্দেশ দিয়েছেন বর্তমান মুখ্যমন্ত্রী ডা . মানিক সাহা । শুধু নির্দেশ দিয়েই নয় , এ ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে তা আন্তরিকতার সাথে নজর রাখতে এবং সুনিশ্চিত করতেও বলেছেন । মুখ্যমন্ত্রীর এই নির্দেশ ইতিমধ্যে বিভিন্ন সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে গেছে । সেসাথে সমাজের বিভিন্ন মহল থেকে মুখ্যমন্ত্রী ডা . সাহার এই নির্দেশকে সাধুবাদ জানিয়ে তাকে অভিনন্দন ও ধন্যবাদ জানানো হয়েছে । অভিনন্দন ও ধন্যবাদের প্রক্রিয়া এখনও অব্যাহত আছে । নয়া মুখ্যমন্ত্রীর এই সিদ্ধান্তের জন্য দৈনিক সংবাদ এবং দৈনিক সংবাদ অনলাইন পরিবারের পক্ষ থেকে আমরাও তাকে ধন্যবাদ জানাচ্ছি । এ বিষয়ে মুখ্যমন্ত্রী শ্রীসাহা তার বার্তায় বলেছেন , ‘ পথচারীসহ যান চলাচলে রাজ্যের আপামর জনসাধারণের সার্বিক সুবিধার প্রতি আন্তরিক রাজ্য সরকার । সুশৃঙ্খল ও সুনিয়ন্ত্রিত গতিতে পথ চলাচলে সবার আগে জনগণের স্বাচ্ছন্দ্যই প্রাধান্য দিতে হবে । তাই ভিআইপি কনভয় চলাচলের সময় যাতে অযথা সাধারণ মানুষের অসুবিধা না হয় , তা নজর রাখতে হবে ট্রাফিক পুলিশকে । ‘ খোঁজ নিয়ে জানা গেছে , মুখ্যমন্ত্রী হওয়ার পর শ্রী সাহা নিরাপত্তা কর্মী ও কনভয় যেমন কমিয়ে দিয়েছেন , তেমনি মুখ্যমন্ত্রী কোথাও যাওয়ার আগে এখন থেকে ওয়াকিটকির মাধ্যমে সূচনা দেওয়াও বন্ধ হয়ে গেছে ফলে মুখ্যমন্ত্রী যাবেন বলে আগে থেকেই আটকে দেওয়া বা রাস্তা আটকে রাখার সংস্কৃতি তুলে দেওয়া হয়েছে । মুখ্যমন্ত্রীর এই সিদ্ধান্তকে রাজ্যবাসী ভালোভাবেই গ্রহণ করেছেন এবং স্বাগত জানিয়েছেন ।