ভিআইপি কনভয় চলাচলের সময় সাধারণ জনগণকে অযথা কোনও ধরনের হয়রানি বা কঠিন পরিস্থিতির সম্মুখীন হতে না হয় , তার জন্য ট্রাফিক পুলিশ থেকে শুরু করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এ ব্যাপারে নির্দেশ দিয়েছেন বর্তমান মুখ্যমন্ত্রী ডা . মানিক সাহা । শুধু নির্দেশ দিয়েই নয় , এ ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে তা আন্তরিকতার সাথে নজর রাখতে এবং সুনিশ্চিত করতেও বলেছেন । মুখ্যমন্ত্রীর এই নির্দেশ ইতিমধ্যে বিভিন্ন সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে গেছে । সেসাথে সমাজের বিভিন্ন মহল থেকে মুখ্যমন্ত্রী ডা . সাহার এই নির্দেশকে সাধুবাদ জানিয়ে তাকে অভিনন্দন ও ধন্যবাদ জানানো হয়েছে । অভিনন্দন ও ধন্যবাদের প্রক্রিয়া এখনও অব্যাহত আছে । নয়া মুখ্যমন্ত্রীর এই সিদ্ধান্তের জন্য দৈনিক সংবাদ এবং দৈনিক সংবাদ অনলাইন পরিবারের পক্ষ থেকে আমরাও তাকে ধন্যবাদ জানাচ্ছি । এ বিষয়ে মুখ্যমন্ত্রী শ্রীসাহা তার বার্তায় বলেছেন , ‘ পথচারীসহ যান চলাচলে রাজ্যের আপামর জনসাধারণের সার্বিক সুবিধার প্রতি আন্তরিক রাজ্য সরকার । সুশৃঙ্খল ও সুনিয়ন্ত্রিত গতিতে পথ চলাচলে সবার আগে জনগণের স্বাচ্ছন্দ্যই প্রাধান্য দিতে হবে । তাই ভিআইপি কনভয় চলাচলের সময় যাতে অযথা সাধারণ মানুষের অসুবিধা না হয় , তা নজর রাখতে হবে ট্রাফিক পুলিশকে । ‘ খোঁজ নিয়ে জানা গেছে , মুখ্যমন্ত্রী হওয়ার পর শ্রী সাহা নিরাপত্তা কর্মী ও কনভয় যেমন কমিয়ে দিয়েছেন , তেমনি মুখ্যমন্ত্রী কোথাও যাওয়ার আগে এখন থেকে ওয়াকিটকির মাধ্যমে সূচনা দেওয়াও বন্ধ হয়ে গেছে ফলে মুখ্যমন্ত্রী যাবেন বলে আগে থেকেই আটকে দেওয়া বা রাস্তা আটকে রাখার সংস্কৃতি তুলে দেওয়া হয়েছে । মুখ্যমন্ত্রীর এই সিদ্ধান্তকে রাজ্যবাসী ভালোভাবেই গ্রহণ করেছেন এবং স্বাগত জানিয়েছেন ।
অনলাইন প্রতিনিধি :-শুক্রবার সন্ধ্যায় পর পর দুটি ভূমিকম্পে কেঁপে উঠল নেপাল। রিখটার স্কেলে কম্পনের মাত্রা…
অনলাইন প্রতিনিধি :-দেখতেই সে নয়নাভিরাম।তার উপর তার লেজের দৈর্ঘ্য?রবীন্দ্রনাথের শ্যামা নৃত্যনাট্যে শ্যামার রূপে মুগ্ধ হয়ে…
অনলাইন প্রতিনিধি :-প্লাস্টিকের চায়ের কাপে চুমুক দিলে শেষ হতে পারে পুরুষত্ব! এমনকী, হরমোন সংক্রান্ত আরও…
লন্ডনের হিথরো থেকে মুম্বইয়ে রওনা দিয়েছিল ভার্জিন আটলান্টিকের বিমানটি। ছিলেন ২০০–র বেশি ভারতীয় যাত্রী। জরুরি…
অনলাইন প্রতিনিধি :-ডবল ইঞ্জিন সরকারের প্রায় প্রতিটি দপ্তর বর্তমানে চরম কর্মী সংকটে ধুঁকছে। ফলে যে…
অনলাইন প্রতিনিধি :-প্রায় ১২ কোটিটাকা ব্যয়ে বাধারঘাটে দশরথ দেব স্পোর্টস কমপ্লেক্সে ২০০ শয্যা বিশিষ্ট যুব…