অনলাইন প্রতিনিধি :- ঠিকাদারি নিগোসিয়েশন বাণিজ্য ঘিরে উষাবাজারে ভারত রত্ন ক্লাবের সম্পাদক দূর্গা প্রসন্ন দেব ওরফে ভিকি হত্যাকাণ্ডের মূল অভিযুক্ত রাজু বর্মণের ফাঁসির দাবিতে উত্তাল হয়ে উঠে আদালত চত্বর। শুক্রবার পুলিশ রাজু বর্মণকে আদালতে সোর্পদ করার সময় উষাবাজার এলাকার নারী-পুরুষ আদালতে চত্বরে হাজির হয়ে বিক্ষোভ প্রদর্শন করে। অভিযুক্ত রাজু বর্মণকে ফাঁসি দিতে হবে বলে আদালত চত্বরে স্লোগান দেয় উষাবাজারবাসী। আদালত চত্বর খুন হওয়া দুর্গা প্রসন্ন দেব ওরফে ভিকি’র স্ত্রী সহ প্রচুর উষাবাজার এলাকার মানুষ জড়ো হয়ে বিক্ষোভ প্রদর্শন করে রাজু বর্মণের ফাঁসির দাবি জানায়। আদালতে নিয়ে যাওয়ার পথে রাজু বর্মণকে লক্ষ্য করে ঢিলও ছোরে মানুষ। নিরাপত্তাবাহিনীর ঘেরাটোপে রাজু বর্মণকে আদালতে নিয়ে যায় পুলিশ। বৃহস্পতিবারও রাজু বর্মণকে বিমানে গুয়াহাটি থেকে ঘিরে আগরতলা বিমান বন্দরে নিয়ে আসলে উষাবাজার এলাকাবাসী বিমানবন্দরের সামনে বিক্ষোভ প্রদর্শন করেও তার রাজু শাস্তি দাবি জানায়। রাজু বর্মণকে হয়ে আগরতলায় নিয়ে আসার পর থেকেই ফের উষাবাজার এলাকার পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠে। রাজু বর্মণের বাড়ি ও তার পরিবারের সদস্যরা হামলার চুর শিকার হতে পারে-আশংঙ্কায় এলাকায় প্রয় বাড়তি নিরাপত্তা ব্যবস্থা করে পুলিশ। এদিকে আদালতে রাজু বর্মণকে এয় সোর্পদ করে পুলিশ দশ দিনের পুলিশ রিমাণ্ড পাঠানোর আবেদন জানায়। আদালত রাজু বর্মণকে আগামী ২০জুলাই পর্যন্ত পুলিশ রিমান্ডে পাঠায়। পুলিশ তাকে টানা জিজ্ঞাসাবাদ চালিয়ে বাকি পলাতক বিমল দাস, সুকান্ত গুপ্ত, দেবব্রত বর্মণ ও প্রভাকর ঘোষের অবস্থান জানার, চেষ্টা করছে। হত্যাকাণ্ডের পেছনে কাদের ইন্দন ছিল, কোথায় কিভাবে রাজু বর্মণকে হত্যার পরিকল্পনা করা হয়েছিল, হত্যাকাণ্ডের পেছনে রাজনৈতিক প্রভাবশালী কাদের হাত রয়েছে, নিগোসিয়েশন বাণিজ্যের টাকা কোথায় কোথায় যেত, হত্যাকাণ্ডে ব্যবহৃত আগ্নেয়াস্ত্রটি কোথা থেকে আনা হয়েছে, কাদের কাছে আগ্নেয়াস্ত্র রয়েছে প্রকৃতই কি, কারণে ভিকিকে হত্যা করতে হয়েছে। রাজু বর্মণকে কাছ থেকে তার রহস্য। উদ্ঘাটনের চেষ্টা চালাচ্ছে পুলিশ। উল্লেখ্য, বুধবার আসাম থেকে রাজু বর্মণকে গ্রেপ্তার করে বৃহস্পতিবার আগরতলা নিয়ে আসে পুলিশ। রাজু বর্মণ, ভিকি হত্যাকাণ্ডে এখন পর্যন্ত পুলিশ ৮ জনকে গ্রেপ্তার করেছে।
অনলাইন প্রতিনিধি:- বাংলাদেশ থেকে কাঞ্চনপুর মহকুমার ভারত- বাংলাদেশ সীমান্ত দিয়ে মিজোরামে যাওয়ার পথে মামিত জেলার…
অনলাইন প্রতিনিধি :- নিরাপত্তার কাজে নয়, টিএসআর জওয়ানদের খাটানো হচ্ছে আর্দালি হিসাবে। পুলিশ আধিকারিকদের ও…
অনলাইন প্রতিনিধি :- ইন্ডিগো আগরতলা- দিল্লী রুটের উভয় দিকে যাতায়াতে আরও একটি বিমান চালু করছে।…
দিল্লীর বিধানসভা ভোট নিয়ে সরগরম দিল্লী। দিল্লীতে এবার এক আঙ্গিকে বিধানসভা ভোট হচ্ছে। গত পরিস্থিতির…
অনলাইন প্রতিনিধি :-ত্রিপুরায় উৎপাদিত" অর্গানিক বার্ড আই চিলি " স্হানীয় ভাষায় যাকে বলা হয় ধানি…
২২জানুয়ারী,২০২৪।এক বছরের ব্যবুধানে ২০২৫ সালের ১৩ জানুয়ারি।গত বছরের মেগা ইভেন্টের আসর বসেছিল অযোধ্যায়। এবার মেগা…