জিবি হাসপাতালে ক্যান্টিন ভাড়ার ১ কোটি টাকা কোষাগারে জমা পড়েনি!!
ভিড় সামলাতে এআই নজরদারি ৬০ স্টেশনে!!

অনলাইন প্রতিনিধি :-ভীড় সামলাতে এবার এবার রেলের নয়া উদ্দ্যোগ।রেল মন্ত্রকের তরফে জানিয়ে দেওয়া হয়েছে নয়াদিল্লি-সহ দেশের ৬০টি স্টেশনে যেখানে ভিড়ের চাপ বেশি হয় সেখানে হোল্ডিং জোন তৈরি করা হবে। যাত্রীদের ভিড় সামাল দিতে ৬০টিরও বেশি হোল্ডিং জোন ব্যবহার করা হবে। পাশাপাশি কৃত্রিম বুদ্ধিমত্তা প্রয়োগ করে যাত্রীদের গতিবিধির উপর কড়া নজর রাখা হবে। মূলত: কোনো ট্রেন দেরি করলে ভিড়ের গতিবিধি পর্যবেক্ষণের জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা-সহ অত্যাধুনিক প্রযুক্তির ব্যবহার করা হবে। প্রয়াগরাজের সঙ্গে যুক্ত এমন ৩৫টি স্টেশনের সঙ্গে প্রতিমুহূর্তে যোগাযোগ রাখবে সেন্ট্রাল ওয়ার রুম। যাত্রীদের বুঝতে যাতে কোনও ধরনের অসুবিধা না হয় তার জন্য প্রতিটি স্টেশনে রেলের কর্মকর্তাদের দায়িত্ব নিতে হবে।প্ল্যাটফর্মের ফুটওভার ব্রিজ এবং সিঁড়িতে বসে থাকা লোকজনের উপরও সিসি ক্যামেরা নজরদারি চালাবে। শুধুমাত্র নয়াদিল্লি স্টেশনেই ২০০টি সিসিটিভি বসানো হয়েছে বলে খবর। ।