তিন বছরে রাজ্যে মহিলা ক্রিকেটের উন্নয়ন নিয়ে টিসিএর বর্তমান কমিটি যে আসলে কোনও কাজই করেনি তা কিন্তু দিন দিন স্পষ্ট হচ্ছে । আগে যেখানে টিসিএর উদ্যোগে প্রতিটি সিজনে মেয়েদের কমপক্ষে তিনটি টুর্নামেন্ট হতো সেখানে টিসিএর বর্তমান কমিটির আমলে ২০২২ সালে একটিও টুর্নামেন্ট হয়নি । আর এর মধ্যেই টিসিএর মহিলা ক্রিকেটের উন্নয়নে নজিরবিহীন ব্যর্থতার একটি খবর পাওয়া যাচ্ছে । জানা গেছে , রেকর্ড আট লাখ টাকায় মহিলা ক্রিকেটে চিফ কোচ নিয়োগের পর টিসিএর বর্তমান কমিটি নাকি মোটা টাকায় ভিনরাজ্যের দু’জন ভাড়াটে মহিলা ক্রিকেটার নিয়ে আসছে রাজ্য সিনিয়র মহিলা টিমের জন্য । সূত্রে খবর , ইণ্ডিয়ান রেলওয়ে টিমে খেলা একজন বাঁ হাতি মিডিয়াম পেস বোলার এবং একজন ডানহাতি ব্যাটার উড়িয়ে নিয়ে আসছে টিসিএ । মোটা টাকার বিনিময়েই নাকি রেলওয়ে ছেড়ে ত্রিপুরায় খেলতে আসছেন ওই দু’জন সিনিয়র মহিলা ক্রিকেটার । ঋদ্ধিমান সাহাকে নগদ ত্রিশ লাখ টাকা সঙ্গে আরও দশ লাখ অন্য খরচা দিয়ে টিসিএর বর্তমান কমিটি এ রাজ্যে এনেছে তাও এক সিজনের জন্য । এবার নাকি টাকা দিয়ে দু’জন মহিলা ক্রিকেটার আনছে টিসিএ । প্রশ্ন হচ্ছে , রেকর্ড আট লাখ টাকায় মহিলা ক্রিকেটে চিফ কোচ নেওয়ার পর এখন কেন টাকা দিয়ে ভিনরাজ্য থেকে ভাড়া করে মহিলা ক্রিকেটার নিতে হচ্ছে ? প্রশ্ন , তিন বছরে তাহলে এ রাজ্যে মহিলা ক্রিকেটের উন্নয়নে টিসিএ কি কাজটি করলো ? ক্রিকেট মহলের প্রশ্ন , আট লাখে চিফ কোচ এবং মোটা টাকায় ভিনরাজ্যের দুই মহিলা ক্রিকেটার এনে টিসিএর বর্তমান কমিটি কী টাকার বিনিময়ে রাজ্যদলের সাফল্য পেতে চাইছে ? টিসিএর বর্তমান কমিটি কী সাফল্য খুঁজতে লক্ষ লক্ষ টাকা খরচে প্রথমে চিফ কোচ তারপর ভাড়াটে মহিলা ক্রিকেটার আনতে চলেছে ? এ সমস্ত ঘটনায় স্পষ্ট যে , তিন বছরে রাজ্যে মহিলা ক্রিকেটের উন্নয়নে কোনও কাজই হয়নি । আর জাতীয় ক্রিকেটে সাফল্য পেতে তাই এবার রাজ্যদলের জন্য ভাড়াটে মহিলা ক্রিকেটারও আনছে টিসিএ , দাবি ক্রিকেট মহলের । প্রসঙ্গত , আগামী এগারো অক্টোবর থেকে শুরু হচ্ছে জাতীয় সিনিয়র মহিলাদের টি – টোয়েন্টি ক্রিকেট । তবে ঘটনা হচ্ছে , গত ডিসেম্বর মাসে টিসিএর উদ্যোগে মহিলাদের একটি ওপেন টি – টোয়েন্টি ক্রিকেটের পর গত আট মাসে রাজ্যের মেয়েরা ঘরের মাঠে বাইশ গজে ব্যাট বলের কোনও ম্যাচ পায়নি । যেখানে এ সময়ে মেয়েদের ক্রিকেট ম্যাচ দরকার ছিল সেখানে দুটি লম্বা ট্রেনিং , ক্যাম্প । একটি ক্যাম্প মানেই লক্ষ লক্ষ টাকা খরচ । রাজ্যের মেয়েদের মাঠে খেলার কোনও সুযোগ না দিয়ে এখন টিসিএর লক্ষ লক্ষ টাকায় ভাড়াটে প্লেয়ার আনা হচ্ছে জাতীয় ক্রিকেটে সাফল্য কুড়াতে । এই হলো আসল চরিত্র টিসিএর ।
অনলাইন প্রতিনিধি :-জয়পুর থেকে চেন্নাই এর পথে যাচ্ছিল স্পাইসজেটের একটি বিমান। বিমানটি যখন মাঝআকাশে তখনই…
অনলাইন প্রতিনিধি :-ভূমিকম্পের ভয়াবহ ক্ষত এখনও চাপা পড়েনি। তারই মধ্যে দেশের যুদ্ধ বিধ্বস্ত অঞ্চলে বিমান…
রাজনীতিকদের লইয়া, সাংবিধানিক পদাধিকারীদের লইয়া সংবাদ মাধ্যমে কৌতুক, কার্টুন,সমালোচনা কোনও নতুন বিষয় নহে।মহাত্মা গান্ধী কোনদিনই…
অনলাইন প্রতিনিধি :-লাইনচ্যুত হয়ে গেল কামাক্ষ্যা এক্সপ্রেস। উল্টে গিয়েছে একাধিক এসি কামরা। জানা গিয়েছে, বেঙ্গালুরু…
অনলাইন প্রতিনিধি :-রাজ্যজুড়ে প্রচন্ডগরমের সতর্কতা জারি করেছে আবহাওয়া অফিস।শনিবার থেকে আগামী তিনদিনের জন্য রাজ্যজুড়ে প্রচণ্ড…
অনলাইন প্রতিনিধি :-আগরতলা পুর নিগমের বর্ধিত এলাকা বিশেষ করে ৪৮, ৪৯, ৫০ এবং ৫১ নম্বর…