ভিন্ন প্রজাতির ড্রাগন ফল চাষ করে তাক লাগালেন সমীর বাবু!!

এই খবর শেয়ার করুন (Share this news)

অনলাইন প্রতিনিধি :-আগ্রহ, প্রচেষ্টা এবং দৃঢ় মানসিকতা থাকলে সফলতার পথে কোনোকিছুই বাধা হয়ে দাঁড়াতে পারে না। এই ভাবনারই আরও একবার বাস্তব চিত্র তুলে ধরলেন ৬৩ বছর বয়সের অবসর প্রাপ্ত শিক্ষক সমীর চক্রবর্তী। বেশ কয়েক প্রজাতির ড্রাগন ফল চাষ করে তাক লাগালেন সমীর বাবু। কমলপুর শহরের মাদ্রাসা দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে দীর্ঘ বহু বছর শিক্ষকতা করেছেন মহকুমা সদরের ভট্টাচার্যী পাড়া এলাকার সমীর চক্রবর্তী। প্রায় চার বছর আগে তিনি শিক্ষকতা থেকে অবসর নিয়েছেন। এরপর শুধুমাত্র পেনশনের ওপর নির্ভর করে থেমে থাকেননি তিনি। নিজের ভাগ্নে তথা রাজ্য প্রশাসনের পদস্থ কর্মকর্তা পঙ্কজ চক্রবর্তীর পরামর্শে প্রায় আড়াই বছর আগে ড্রাগন ফলের চাষ শুরু করেন। বড়সুরমা তহশীল এলাকা সংলগ্ন পুরান বাড়িতে এক কানি জায়গার ওপর ৫০০ গাছ লাগিয়েছেন। এ বছর ফুল থেকে ফল ধরতে শুরু করেছে। সমীর বাবুর বাগানে বেশ কয়েক প্রজাতির ড্রাগন ফল রয়েছে। জাম্বু রেড ড্রাগন, মোরাক্কান রেড ড্রাগন, শ্রীলঙ্কান রেড ড্রাগন, সিয়াম রেড ড্রাগন, ভিয়েতনাম কিং ড্রাগন এবং আরও কয়েক প্রজাতির ড্রাগন ফল রয়েছে। বছরের সাত মাস ফল দেয় এই গাছগুলো।
রাত্রিবেলা ফুলের মধ্যে পরাগায়ন করলে ফল বড় আকারের হয় এবং ফল নষ্ট হবার চান্স থাকে না। ফলের মৌসুমে প্রতি রাতেই ফুল ফুটলে তিনি পরাগায়ন করে থাকেন। কারণ দিনের বেলা ফুল সূর্য ওঠার সাথে সাথে মুজে যায়। যত্ন বলতে ফাঙ্গাল ইনফেকশন থেকে রক্ষা করতে হয় । আর অর্গানিক খাবার গাছগুলির বৃদ্ধি দ্রুত করে। চারা লাগানোর এক বছরের মধ্যেই গাছে ফল আসতে শুরু করে।
অন্যদেরকে উৎসাহিত করার জন্য উনার নিজ বাড়িতেও কিছু ড্রাগন ফলের গাছ লাগিয়েছেন তিনি।
সুমির বাবু আরও জানান, ড্রাগন ফলের ভালো বাজার থাকলেও মাত্র দেড়শ দুইশ টাকা কিলো হিসাবে বিক্রি করছেন তিনি। বাইরের কিছু ক্রেতাও ইতিমধ্যেই উনার সঙ্গে যোগাযোগ করেছেন ফল কেনার জন্য। তিনি চাইছেন কর্মহীন যুবকরা এগিয়ে আসুক এই ব্যবসায়। এতে আর্থিক সমৃদ্ধি সম্ভব বলে প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।

Dainik Digital

Recent Posts

গয়নার ল্যাবে তৈরি হলো বিশ্বের প্রথম কৃত্রিম রুবি!!

অনলাইন প্রতিনিধি :-বাংলায় চুনি, ইংরেজিতে রুবি।চুনির রং কতটা টকটকে লাল, তার উপর এই মানিকের দাম…

6 mins ago

মুখ্যমন্ত্রীর মুখ বাঁচাতে পুলিশ প্রশাসনের নির্লজ্জ দ্বিচারিতা!!

অনলাইন প্রতিনিধি :-চাঁদারজুলুম নিয়ে ব্যবস্থা গ্রহণের ক্ষেত্রে তথাকথিত সুশাসনের রাজ্যে প্রশাসনের নির্লজ্জ দ্বিচারিতা প্রকাশ্যে এলো।…

28 mins ago

কাজের বাজারে মন্দা!!

কেন্দ্রে ১০০ দিন পূর্ণ করল তৃতীয় মোদি সরকার।যদিও বর্তমান ক্ষমতাসীন কেন্দ্রীয় সরকারকে মোদি সরকার আখ্যা…

59 mins ago

নিগো – অন্ধ প্রশাসন!!

নিগো বাণিজ্যের রমরমা চালানোর জন্যই কি ১৮ সালে রাজ্যের মানুষ বর্তমান সরকারকে ক্ষমতায় বসিয়েছিলো?রাজ্যের আকাশ…

1 day ago

বিমানযাত্রীর মর্মান্তিক মৃত্যু নিয়ে পুলিশের তদন্ত শুরু!!

অনলাইন প্রতিনিধি :-এয়ারইন্ডিয়া এক্সপ্রেসের কর্মীর চরম গাফিলতি ও উদাসীনতার কারণে রীতা বণিক (৫৯) বিমান যাত্রীর…

1 day ago

হরিয়ানাঃ পাল্লা কার পক্ষে?

হরিয়ানা কি বিজেপির হাত থেকে ফসকে যাচ্ছে?শাসক বিজেপির হাবভাব দেখে তেমনটাই অনুমান করছে রাজনৈতিক মহল।প্রধানমন্ত্রী…

2 days ago