দৈনিক সংবাদ অনলাইন প্রতিনিধি || রাজ্যের ভিলেজ কাউন্সিলগুলির নির্বাচনের দাবি নিয়ে ফের উচ্চ আদালতের দ্বারস্থ হলো তিপ্ৰা মথা দল। দলের পক্ষ থেকে বুধবার হাইকোর্টে রিট পিটিশন দাখিল করেন তিপ্রা মথার সাধারণ সম্পাদক, বিধায়ক আইনজীবী বৃষকেতু দেববর্মা এবং আইনজীবী অ্যান্টনি দেববর্মা। এর আগেও ভিলেজ কাউন্সিলগুলোর নির্বাচনের দাবি জানিয়ে হাইকোর্টে জনস্বার্থ মামলা দাখিল করা হয়েছিল। সেই মামলায় গত ১৯ নভেম্বর রায় দিয়ে উচ্চ আদালত রাজ্য নির্বাচন দপ্তরকে বলেছিল মার্চ ২০২৩ এর মধ্যে ভিলেজ কাউন্সিল নির্বাচন করা যায় কিনা তা খতিয়ে দেখতে। কিন্তু ওই সময়ের মধ্যে নির্বাচন করা যায়নি। তাই তিপ্রা মথা দলের পক্ষে বুধবার পুনরায় উচ্চ আদালতে মামলা দায়ের করা হয়েছে। মামলা দায়ের করে বিধায়ক আইনজীবী বৃষকেতু দেববর্মা জানান, আগামী ১৩ এপ্রিলের পর আদালত মামলার শুনানি গ্রহণ করবেন।এই বিষয়ে বিধায়ক শ্রী দেববর্মা আরও বলেন, রাজ্যে পঞ্চায়েত,এডিসি, পুরসভা, নগর পঞ্চায়েত এবং সর্বশেষ বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হয়ে গেছে। অথচ রহস্যজনকভাবে ভিলেজ কাউন্সিল নির্বাচন ঝুলিয়ে রাখা হয়েছে। রিয়াং শরণার্থীদের নাম ভোটার তালিকায় তেলার কথা বলে নির্বাচন পিছিয়ে দেওয়া হয়েছে। এরপরে বিধানসভা নির্বাচন হয়ে গেছে। অথচ পাহাড় এলাকার জনগণ হয়রানির শিকার হচ্ছেন। ভিলেজ কাউন্সিলে জনপ্রতিনিধি না থাকায় কোনও কাজই করা সম্ভব হচ্ছে না। পানীয় জল, রাস্তাঘাট সহ নানা সমস্যার সমাধানে কোনও কাজ করা যাচ্ছে না। ভিলেজ কাউন্সিল নির্বাচন যত দেরি হচ্ছে, ততই মানুষের সমস্যা বাড়ছে। রাজ্যের মোট ৫৮৭টি ভিলেজ কাউন্সিল রয়েছে। ২০২১ সালের ৭ মার্চ ভিলেজ কাউন্সিলগুলির মেয়াদ শেষ হয়ে গেছে। দুই বছর অতিক্রান্ত হয়ে গেছে। তারপরও নির্বাচন হয়নি। কেন্দ্রীয় সরকারের যতগুলি লাইন ডিপার্টমেন্ট রয়েছে, সেগুলিও সঠিকভাবে কাজ করতে পারছে না।
অনলাইন প্রতিনিধি :-ষষ্ঠ 'বিমসটেক' শীর্ষ সম্মেলনে যোগদান করতে বৃহস্পতিবার দু'দিনের সফরে থাইল্যান্ডে পৌঁছেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র…
অনলাইন প্রতিনিধি :-চলতি বছরের ফেব্রুয়ারী মাস পর্যন্ত ৯৪ হাজার ৭২৩ জন মহিলা লাখপতি দিদি হয়েছেন।…
অনলাইন প্রতিনিধি:-দেশের ওষুধ কোম্পানিগুলোর লাভের বড় অংশই এখন খেয়ে নিচ্ছে রাজনৈতিক দলগুলো। তাই ভোেট শেষ…
অনলাইন প্রতিনিধি :-রাজ্যের প্রধান হাসপাতাল জিবিতে বিশেষজ্ঞ চিকিৎসব সব বিভাগে চব্বিশ ঘন্টা না থাকায় রোগীর…
অনলাইন প্রতিনিধি:-রাজ্যে অনুপ্রদেশ রুখতে পুলিশ,বিএসএফ ও অন্য নিরাপত্তা সংস্থাগুলি যৌথভাবে কাজ করছে। আন্তর্জাতিক সীমান্ত সংলগ্ন…
অনলাইন প্রতিনিধি :-ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের এগজিকিউটিভকাউন্সিলের সিদ্ধান্তকে সীলমোহর দিল মানব সম্পদ উন্নয়ন মন্ত্রক।কেন্দ্রীয় সরকারের এই নির্দেশ…