অনলাইন প্রতিনিধি :-নিরাপত্তাহীনতাজনিত অবস্থার প্রেক্ষাপটে আগরতলাতে বাংলাদেশের সহকারী হাই কমিশনে সকল প্রকার ভিসা ও কনস্যুলার সেবা কার্যক্রম বন্ধ করে দেওয়ার পরও দুই দেশের মধ্যে যাত্রী চলাচল অব্যাহত রয়েছে।তবে যাত্রীদের যাতায়াত কমে গেছে। বুধবার আগরতলা আইসিপি হয়ে ১৬০ জন যাত্রী এসেছে আগরতলায়।আগরতলা লান্ডপোর্ট হয়ে বাংলাদেশ গেছেন ১৪০ জন।যাত্রীদের মধ্যে ভারত- বাংলাদেশ উভয় দেশের মানুষ রয়েছেন বলে আগরতলা আইসিপি সূত্রে জানা গেছে।এ দিন সোনামুড়ার শ্রীমন্তপুর স্থল বন্দর হয়েও ৯৯ জন যাত্রী ত্রিপুরায় এসেছে।প্রতিবেশী
দেশে গেছেন ৮৮ জন যাত্রী। আগরতলা আইসিপি সূত্র জানান, যাদের বৈধ ভিসা রয়েছে তারাই যেতে পারছেন। নতুন করে ভিসা দেওয়া হবে না। যার ফলে যাত্রীদের সংখ্যা আগামী দিনগুলিতে আরও কমে যেতে পারে। ওই সূত্র জানান, বর্তমান পরিস্থিতিতে যাত্রীদের মধ্যেও উৎকণ্ঠা দেখা যাচ্ছে। যার ফলে দুই দেশের মধ্যে যাতায়াত করতে চিন্তা করছেন যাত্রীরা। নিতান্ত জরুরি প্রয়োজন ছাড়া তারা সীমান্ত অতিক্রম করতে চাইছেন না বলেও জানা গেছে। আগরতলা আইসিপি হয়ে দৈনিক গড়ে ৫০০ এর মতো যাত্রী চলাচল করে দুই দেশের মধ্যে। সম্প্রতি তা কিছুটা কমেছে। এদিকে, আগরতলা সীমান্ত এলাকায় নজরদারি বাড়ানো হয়েছে। বিএসএফের সাথে পুলিশও সতর্ক নজর রাখছে আখাউড়া রোডে। অনভিপ্রেত ঘটনা রুখতেই এই পদক্ষেপ বলে জানা গেছে।
বাংলাদেশের সাম্প্রতিক ঘটনাক্রমের প্রেক্ষিতে আগরতলা আইসিপি হয়ে পণ্য চলাচল প্রক্রিয়ায় তেমন প্রভাবিত হয়নি।আইসিপি সূত্রে জানা গেছে,বুধবার বাংলাদেশ থেকে ৩২টি পণ্যবাহী গাড়ি এসেছে। মঙ্গলবার এই সংখ্যা ছিলো ২৮টি।সোমবারের হামলার জেরে মঙ্গলবার আগরতলাস্থিত বাংলাদেশ সহকারী হাইকমিশনের অফিস বন্ধ করে দেয় বাংলাদেশ নিরাপত্তাহীনতাজানিত সরকার।অবস্থার প্রেক্ষাপটে পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত আগরতলাতে বাংলাদেশের সহকারী হাই কমিশনে সকল প্রকার ভিসা ও কনস্যুলার সেবা কার্যক্রম বন্ধের সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ।
অনলাইন প্রতিনিধি :-মঙ্গলবার বিকেলে কলকাতার নেতাজি সুভাষ চন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে উচ্চ সতর্কতা জারি করা…
অনলাইন প্রতিনিধি :-গেজেট নোটিফিকেশন দিয়ে আওয়ামী লীগের সবরকম কার্যকলাপ নিষিদ্ধ ঘোষণা করল বাংলাদেশের অন্তর্বর্তী প্রশাসন…
অনলাইন প্রতিনিধি :-সুপ্রিম কোর্টের ব্যাটন তুলে দিয়ে গেলেন বিচারপতি বি আর গাভাইয়ের হাতে। বুধবার ১৪…
অনলাইন প্রতিনিধি :-‘অপারেশন সিঁদুর’ নিয়ে প্রচারে নামতে চলেছে বিজেপি।পাকিস্তানকে জবাব দেওয়ায় ভারতীয় সেনা বাহিনীকে ধন্যবাদ…
অনলাইন প্রতিনিধি :-স্বাভাবিক ছন্দে ফিরছে শ্রীনগর। শ্রীনগর বিমানবন্দরও মঙ্গলবার খোলার সম্ভাবনা রয়েছে। রাস্তা ঘাটে স্বাভাবিক…
অনলাইন প্রতিনিধি :-ভারত এবং পাকিস্তানের মধ্যে যে সামরিক অস্থিরতা তৈরি হয়েছিল, তা প্রশমনের পর মঙ্গলবার…