নেতা-মন্ত্রীদের বারবার ঘোষণা সত্ত্বেও গ্রুপ ডি নিয়োগ হচ্ছে না!!
ভূকম্পনে মৃতের সংখ্যা বাড়ছে, সাহায্য চায় তালিবান
আফগানিস্তানের পাকতিকা প্রদেশে বুধবারের ভূকম্পনে মৃতের সংখ্যা হাজার ছাড়িয়ে। তালিবান জঙ্গি সরকার তার সন্ত্রাসী চেহারা সরিয়ে এখন আন্তর্জাতিক সাহায্য চাইছে। গয়ন এবং বরমল জেলা ভূকম্পনে সবচেয়ে ক্ষতিগ্রস্ত। আহতের সংখ্যা প্রায় ১৫০০। ২০০০ গৃহ ভেঙে পড়েছে। ৬.১ মাত্রার এই ভূকম্পনের উৎস খোস্ত শহর থেকে প্রায় ৪৫ কিলোমিটার দূরে। প্রদেশটি পাকিস্তানের সীমান্তে। গতকালের আফগান ভূকম্পন পাকিস্তানের উপলব্ধি হয়েছে। তালিবান জঙ্গিদের সর্বোচ্চ নেতা হাইবাতুল্লা আঘুন্দজাদার দাবি উদ্ধার কার্য চালাচ্ছে জঙ্গিরা। তার মতে, বাড়তে পারে মৃতের সংখ্যা। কিন্তু স্থানীয় লোকজন বলছে, উদ্ধারকার্যের প্রশিক্ষণ না থাকায় জঙ্গিরা পারছে না ধ্বংস স্তূপ সরিয়ে বা স্তূপের ভিতরে আটকে থাকা মানুষকে উদ্ধারে সফল হতে।
তালিবান জঙ্গি সরকার বলেছে, ভূকম্পনে নিহতদের প্রত্যেক পরিবারকে দেওয়া হবে এক লক্ষ আফগানি। আহতরা পাবে প্রত্যেকে ৫০০০০। ভূপৃষ্ঠ থেকে ৫১ কিলোমিটার গভীরে ছিল এই ভূকম্পনের উৎস। এক আহত বলেন, একটা গর্জনের মত শব্দ। শয্যায় ঝাঁকুনি। ঘরের ছাদ ভেঙে পড়লো। আটকে পড়লাম আমি। ঘাড়ের কাছে হাড় সরে গেছে। মাথায় আঘাত লেগেছে। আমি নিশ্চিত, একই ছাদের নিচে আমি এবং ঘুমানো পরিবারের সাত থেকে নয়জন নিহত হয়েছে এই ভূকম্পনে। উৎপত্তি স্থল সংলগ্ন গ্রামগুলো ধ্বংস। রাষ্ট্রসংঘ জরুরি ভিত্তিতে খাদ্য সহায়তা ও আশ্রয় শিবির গড়তে সচেষ্ট। মোবাইল ফোন অচল টাওয়ারগুলো ভেঙে পড়ায়। ফলে ভিন্ন প্রদেশে থাকা আত্মীয়রা খোঁজ নিতে পারছেনা ওই প্রজেশ দুটিতে থাকা স্বজনদিগের।