Categories: দেশ

ভূপেন্দ্রর নেতৃত্বে গুজরাটে বিজেপির পথচলা শুরু

এই খবর শেয়ার করুন (Share this news)

গুজরাটের অষ্টাদশতম মুখ্যমন্ত্রী হিসাবে সোমবার শপথ নিয়েছেন ভূপেন্দ্র প্যাটেল। তিনি দ্বিতীয়বার মুখ্যমন্ত্রী হলেন। এদিন এক রাজকীয় অনুষ্ঠানে ভূপেন্দ্র প্যাটেলসহ ১৬ জন মন্ত্রীকে শপথ বাক্য পাঠ করান রাজ্যপাল আচার্য দেবব্রত।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এছাড়া ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সহ বিভিন্ন বিজেপিশাসিত রাজ্যের মুখ্যমন্ত্রী সহ অন্য কেন্দ্রীয় মন্ত্রীরা। এদিন মুখ্যমন্ত্রীর সাথে শপথ নেন ১৬ জন ক্যাবিনেট মন্ত্রী। এর মধ্যে ১১ জনই পুরানো মন্ত্রী। গুজরাটের সচিবালয়ের পাশে হেলিপ্যাড গ্রাউণ্ডে এদিন শপথগ্রহণ সমারোহ অনুষ্ঠিত হয়। মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল ছাড়া এদিন শপথ নেওয়া মন্ত্রীরা হলেন কানু দেশাই, হৃষিকেশ প্যাটেল, রাঘবজী প্যাটেল,বলবন্তসিং রাজপুত, কুনবারজী ভাবালিয়া, মুলু বেরা, কুবের দিনদর এবং ভানুবেন ভাবারিয়া প্রমুখ। এছাড়া রাষ্ট্রমন্ত্রী হিসাবে শপথ নিয়েছেন আরও ৬ জন। শপথগ্রহণের পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেলসহ তার মন্ত্রিসভাকে অভিনন্দন জানান। প্রধানমন্ত্রী এদিন বলেন,গুজরাটে ভূপেন্দ্র প্যাটেলের নেতৃত্বে যে সরকার গঠিত হয়েছে তা গুজরাটকে এগিয়ে নিয়ে যাবে।রাজ্যকে উন্নয়নের পথে নিয়ে যাবে।এদিন শপথগ্রহণ অনুষ্ঠানে উল্লেখযোগ্যদের মধ্যে উপস্থিত ছিলেন কেন্দ্ৰীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ,মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিণ্ডে, হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহরলাল খট্টর, আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা, কর্ণাটকের মুখ্যমন্ত্রী এসআর বোম্মাই, গোয়ার মুখ্যমন্ত্রী প্রমোদ সওয়ন্ত প্রমুখ। উল্লেখ্য, সদ্যসমাপ্ত বিধানসভা নির্বাচনে ১৮২ সদস্যক গুজরাট বিধানসভায় বিজেপি ভারী গরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করে। মোট ১৫৬টি আসন দখল করে বিজেপি। ২০২১ সালের সেপ্টেম্বর মাসে বিজয় রূপানিকে সরিয়ে ভূপেন্দ্র প্যাটেলকে মুখ্যমন্ত্রী পদে বসানো হয় গুজরাটে। লো প্রোফাইল গোছের নেতা ভূপেন্দ্ৰ প্যাটেল। অথচ তাকে সামনে রেখেই এবার নির্বাচনে বিজেপি গুজরাটে সর্বকালীন রেকর্ড এবং নজির গড়ে বিধানসভায় ১৫৬টি আসন দখল করে। গত শনিবারই শ্রীপ্যাটেলকে বিজেপি পরিষদীয় দলের নেতা নির্বাচিত করা হয়। ওইদিনই রাজ্যে সরকার গঠনের দাবি জানানো হয়।সদ্যসমাপ্ত নির্বাচনে মুখ্যমন্ত্রী শ্রীপ্যাটেল ঘাটলোটিয়া কেন্দ্র থেকে ১.৯২ লক্ষ ভোটে জয়লাভ করেন । এদিন ভূপেন্দ্র প্যাটেলের নেতৃত্বাধীন সরকারের শপথগ্রহণ অনুষ্ঠানে বিজেপি সভাপতি জেপি নাড্ডা, কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানী, রামদাস আটওয়ালি, সর্বানন্দ সনোয়াল প্রমুখ উপস্থিত ছিলেন।

Dainik Digital

Share
Published by
Dainik Digital

Recent Posts

১৮.৫ ইঞ্চির লেজবিশিষ্ট মার্জারের বিশ্ব রেকর্ড!!

অনলাইন প্রতিনিধি :-দেখতেই সে নয়নাভিরাম।তার উপর তার লেজের দৈর্ঘ্য?রবীন্দ্রনাথের শ্যামা নৃত্যনাট্যে শ্যামার রূপে মুগ্ধ হয়ে…

7 hours ago

কাগজের কাপেও শরীরে যাচ্ছে প্লাস্টিক কণা, ভারসাম্য হারাচ্ছে হরমোন!!

অনলাইন প্রতিনিধি :-প্লাস্টিকের চায়ের কাপে চুমুক দিলে শেষ হতে পারে পুরুষত্ব! এমনকী, হরমোন সংক্রান্ত আরও…

7 hours ago

লন্ডন-মুম্বই উড়ানে আটকে ২০০ ভারতীয়!!

লন্ডনের হিথরো থেকে মুম্বইয়ে রওনা দিয়েছিল ভার্জিন আটলান্টিকের বিমানটি। ছিলেন ২০০–র বেশি ভারতীয় যাত্রী। জরুরি…

7 hours ago

মহাকরণ থেকে পঞ্চায়েত পর্যন্ত,কর্মী সংকটে সর্বত্র অচলাবস্থা প্রশ্নের মুখে ডবল ইঞ্জিনের গতি!!

অনলাইন প্রতিনিধি :-ডবল ইঞ্জিন সরকারের প্রায় প্রতিটি দপ্তর বর্তমানে চরম কর্মী সংকটে ধুঁকছে। ফলে যে…

7 hours ago

২০০ শয্যার যুব আবাস হচ্ছে বাধারঘাট স্পোর্টস কমপ্লেক্সে!!

অনলাইন প্রতিনিধি :-প্রায় ১২ কোটিটাকা ব্যয়ে বাধারঘাটে দশরথ দেব স্পোর্টস কমপ্লেক্সে ২০০ শয্যা বিশিষ্ট যুব…

7 hours ago

শান্তি সম্প্রতি রক্ষায় ঐক্যবদ্ধ থাকার আহ্বান প্রদ্যোতের!!

অনলাইন প্রতিনিধি:-রাজ্যের শান্তি সম্প্রতি ও সংহতি রক্ষায় সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে।যাতে আমাদের আর্থ সামাজিক উন্নয়ন…

7 hours ago