Categories: দেশ

ভূপেন্দ্রর নেতৃত্বে গুজরাটে বিজেপির পথচলা শুরু

এই খবর শেয়ার করুন (Share this news)

গুজরাটের অষ্টাদশতম মুখ্যমন্ত্রী হিসাবে সোমবার শপথ নিয়েছেন ভূপেন্দ্র প্যাটেল। তিনি দ্বিতীয়বার মুখ্যমন্ত্রী হলেন। এদিন এক রাজকীয় অনুষ্ঠানে ভূপেন্দ্র প্যাটেলসহ ১৬ জন মন্ত্রীকে শপথ বাক্য পাঠ করান রাজ্যপাল আচার্য দেবব্রত।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এছাড়া ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সহ বিভিন্ন বিজেপিশাসিত রাজ্যের মুখ্যমন্ত্রী সহ অন্য কেন্দ্রীয় মন্ত্রীরা। এদিন মুখ্যমন্ত্রীর সাথে শপথ নেন ১৬ জন ক্যাবিনেট মন্ত্রী। এর মধ্যে ১১ জনই পুরানো মন্ত্রী। গুজরাটের সচিবালয়ের পাশে হেলিপ্যাড গ্রাউণ্ডে এদিন শপথগ্রহণ সমারোহ অনুষ্ঠিত হয়। মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল ছাড়া এদিন শপথ নেওয়া মন্ত্রীরা হলেন কানু দেশাই, হৃষিকেশ প্যাটেল, রাঘবজী প্যাটেল,বলবন্তসিং রাজপুত, কুনবারজী ভাবালিয়া, মুলু বেরা, কুবের দিনদর এবং ভানুবেন ভাবারিয়া প্রমুখ। এছাড়া রাষ্ট্রমন্ত্রী হিসাবে শপথ নিয়েছেন আরও ৬ জন। শপথগ্রহণের পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেলসহ তার মন্ত্রিসভাকে অভিনন্দন জানান। প্রধানমন্ত্রী এদিন বলেন,গুজরাটে ভূপেন্দ্র প্যাটেলের নেতৃত্বে যে সরকার গঠিত হয়েছে তা গুজরাটকে এগিয়ে নিয়ে যাবে।রাজ্যকে উন্নয়নের পথে নিয়ে যাবে।এদিন শপথগ্রহণ অনুষ্ঠানে উল্লেখযোগ্যদের মধ্যে উপস্থিত ছিলেন কেন্দ্ৰীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ,মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিণ্ডে, হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহরলাল খট্টর, আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা, কর্ণাটকের মুখ্যমন্ত্রী এসআর বোম্মাই, গোয়ার মুখ্যমন্ত্রী প্রমোদ সওয়ন্ত প্রমুখ। উল্লেখ্য, সদ্যসমাপ্ত বিধানসভা নির্বাচনে ১৮২ সদস্যক গুজরাট বিধানসভায় বিজেপি ভারী গরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করে। মোট ১৫৬টি আসন দখল করে বিজেপি। ২০২১ সালের সেপ্টেম্বর মাসে বিজয় রূপানিকে সরিয়ে ভূপেন্দ্র প্যাটেলকে মুখ্যমন্ত্রী পদে বসানো হয় গুজরাটে। লো প্রোফাইল গোছের নেতা ভূপেন্দ্ৰ প্যাটেল। অথচ তাকে সামনে রেখেই এবার নির্বাচনে বিজেপি গুজরাটে সর্বকালীন রেকর্ড এবং নজির গড়ে বিধানসভায় ১৫৬টি আসন দখল করে। গত শনিবারই শ্রীপ্যাটেলকে বিজেপি পরিষদীয় দলের নেতা নির্বাচিত করা হয়। ওইদিনই রাজ্যে সরকার গঠনের দাবি জানানো হয়।সদ্যসমাপ্ত নির্বাচনে মুখ্যমন্ত্রী শ্রীপ্যাটেল ঘাটলোটিয়া কেন্দ্র থেকে ১.৯২ লক্ষ ভোটে জয়লাভ করেন । এদিন ভূপেন্দ্র প্যাটেলের নেতৃত্বাধীন সরকারের শপথগ্রহণ অনুষ্ঠানে বিজেপি সভাপতি জেপি নাড্ডা, কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানী, রামদাস আটওয়ালি, সর্বানন্দ সনোয়াল প্রমুখ উপস্থিত ছিলেন।

Dainik Digital

Share
Published by
Dainik Digital

Recent Posts

দ্বিতীয়দিন ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হলো হাজারো দর্শক-শ্রোতা!!

অনলাইন প্রতিনিধি:-প্রথমদিনের মতোই উড়ান আয়োজিত ত্রিপুরা লিটারেচার ফেস্টিভ্যালের দ্বিতীয়দিনও ছিল শ্রোতা ও দর্শকে পরিপূর্ণ। সাহিত্য,…

20 hours ago

মার্কিন হাসপাতালে এলোপাথারি গোলাগুলি!!

অনলাইন প্রতিনিধি :-শনিবার আমেরিকার পেনসিলভ্যানিয়া প্রদেশের ইয়র্ক কাউন্টির ‘ইউপিএমসি মেমোরিয়াল হাসপাতাল’ নামে ওই হাসপাতালে ঢুকে…

21 hours ago

আগরতলা-গুয়াহাটি বন্দে ভারত শীঘ্রই।।

অনলাইন প্রতিনিধি :-আগরতলা-গুয়াহাটি-আগরতলার মধ্যে বন্দে ভারত এক্সপ্রেস চলাচল এখন শুধুই সময়ের অপেক্ষা। এই মন্তব্য করেন…

21 hours ago

তেলেঙ্গানার সুড়ঙ্গে আটক ৮ শ্রমিক,বিচ্ছিন্ন যোগাযোগ!!

অনলাইন প্রতিনিধি :-২৪ ঘণ্টা ধরে তেলঙ্গানার শ্রীসৈলাম সুড়ঙ্গে আটকা পড়েছেন আট শ্রমিক। কাদাজলে ভরে গিয়েছে…

21 hours ago

ভোট বিদেশি হস্তক্ষেপ।।

মার্কিন প্রেসিডেন্ট গণতান্ত্রিক রায়ের দুই লাইনের এক মন্তব্যে, শুরু হয়েছে।পরিস্থিতি এমন জায়গায় গিয়ে পৌঁছেছে যে,…

21 hours ago

কেন্দ্রীয় কারাগারে কোটি টাকার টেন্ডার ঘোটালার অভিযোগ!!

অনলাইন প্রতিনিধি :-বিগত বামফ্রন্ট সরকারের আমল থেকেই কেন্দ্রীয় সংশোধনাগার দুর্নীতির আখড়া হিসাবে পরিচিতি লাভ করেছে।দুর্নীতির…

21 hours ago