যুদ্ধ পরিস্থিতির সুযোগ নিয়ে রাজ্যের বাজারে মূল্যবৃদ্ধি, ক্ষোভ!!
ভূয়ো পাণী চিকিৎসক!!

অনলাইন প্রতিনিধি :-এবার এক ভুয়া প্রাণী চিকিৎসক ধরা পড়লো এলাকাবাসীর হাতে। ঘটনা, মঙ্গলবার দুপুরে গোলাঘাটি এলাকায়। ভূয়ো প্রাণী চিকিৎসকের নাম কৃষ্ণ দাস। সে জম্পুইজলা এলাকায় মানুষের কাছে নিজেকে একজন প্রাণী চিকিৎসক বলে দাবি করেন। এতেই শেষ নয় কৃষ্ণ দাস জম্পুইজলায় গৃহস্থের বাড়িতে গিয়ে তাদের অসুস্থ গৃহপালিত পশুদের সুস্থ করে তোলার নাম করে মোটা অংকের টাকাও আদায় করছে। মঙ্গলবার এলাকাবাসীর হাতে ধরা পড়ে শেষে পালিয়ে যায়।