ভেঙে দেওয়া হলো সমন্বয়ের অফিস!!!
দৈনিক সংবাদ অনলাইন।। প্রশাসনের নির্দেশে ত্রিপুরা কর্মচারী সমন্বয় সমিতি (এইচ.বি রোড) তেলিয়ামুড়া বিভাগীয় কমিটির কার্যালয় বুলডোজার দিয়ে ভেঙ্গে গুঁড়িয়ে দেওয়া হলো। মঙ্গলবার দুপুর নাগাদ তেলিয়ামুড়ার দু’দুজন ডি.সি.এম এবং পুলিশ প্রশাসনের উপস্থিতিতে। সরকারি খাস জায়গায় বিগত প্রায় ৩০ বছর ধরে ছিলো এই দলীয় অফিসটি। ৩০ বছর পর দখলমুক্ত করলো প্রশাসন। এর পাশেই রয়েছে সি.পি.আই.এম তেলিয়ামুড়া বিভাগীয় কমিটি কার্যালয়।
এই ঘটনায় সি.পি.আই.এম রাজ্য কমিটির সম্পাদক জিতেন্দ্র চৌধুরী সাংগঠনিক কাজে তেলিয়ামুড়া স্থিত সি.পি.আই.এম পার্টি অফিসে এসেছিলেন মঙ্গলবার। পরে ভাঙ্গন প্রক্রিয়ার প্রসঙ্গ টেনে সি.পি.আই.এম রাজ্য কমিটির সম্পাদক জিতেন্দ্র চৌধুরী তীব্র ক্ষোভ ব্যক্ত করে বলেন, প্রশাসন ইচ্ছে করলে কর্মচারী সংগঠনের অফিসটি না ভাঙ্গলেই পারতো। কারণ, জায়গাটি সরকারি খাস জমি হলেও এমন বহু সরকারি খাস জায়গা শাসক দলেরও কার্যালয় রয়েছে।