ভেঙে পড়ল উত্তর সিকিমের সঙ্কলাং সেতু! আটকা ৩০০ পর্যটক!!

 ভেঙে পড়ল উত্তর সিকিমের সঙ্কলাং সেতু! আটকা ৩০০ পর্যটক!!
এই খবর শেয়ার করুন (Share this news)

অনলাইন প্রতিনিধি :-বছর পেরোয়নি সেতু তৈরি হয়েছে। তার মধ্যে উত্তর সিকিমে তিস্তা নদীর উপর নির্মিত বেইলি ব্রিজ় হুড়মুড়িয়ে ভেঙে পড়ল মঙ্গলবার। একটি মালবোঝাই লরি পার হতে সময় এই বিপত্তি ঘটে। ৬০ মিটার দীর্ঘ ওই সেতু ভেঙে পড়ায় অসুবিধায় পড়েছেন প্রচুর মানুষ। লাচেন এবং লাচুং–এর মধ্যে যোগাযোগ ব্যবস্থা কার্যত বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। আটকে পড়েছেন অনেক পর্যটকও। তাঁদের ঘুরপথে যাতায়াতের ব্যবস্থা করা হয়েছে বলে খবর। সিকিম সরকারের তরফে একটি বিবৃতিতে বলা হয়েছে, সেতু ভেঙে যাওয়ায় মঙ্গন এবং আপার জঙ্গু এলাকায় যানজট শুরু হয়েছে। সেতু ভেঙে পড়ায় উদ্বিগ্ন লাচুংয়ে আটকে থাকা প্রায় তিনশো পর্যটক। পর্যটন ব্যবসায়ীদের সূত্রে জানা গিয়েছে, তাঁরা অনেকেই ফিরে আসতে চাইছেন। সিকিম রাজ্য প্রশাসনের পক্ষ থেকে উদ্বিগ্ন পর্যটকদের ফেরানোর ব্যবস্থা করা হচ্ছে।

Dainik Digital

Dainik Digital

Leave a Reply

Your email address will not be published.