ভোক্তাদের ঘাড়ে আর চাপবে না ডেলিভারি চার্জ, সংসদে বিপ্লব!!

এই খবর শেয়ার করুন (Share this news)

অনলাইন প্রতিনিধি :-এমনিতেই চড়াদামে কিনতে হয় এলপিজি সিলিন্ডার।তার উপর ভোক্তাদের বইতে হয় হোম ডেলিভারির অতিরিক্ত চার্জ।এই সমস্যা নতুন নয়।বছরের পর বছর চলে আসা এই সমস্যারই নিরসন চাইলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব।সংসদের অধিবেশনে তিনিই সম্প্রতি তুলে ধরলেন বছরের পর বছর ধরে চলে আসা সাধারণ ভোক্তাদের এই চাপা ক্ষোভের কথা।

রাজ্যসভার শীতকালীন অধিবেশনশেষে রাজ্যে ফিরে সাংসদ বিপ্লব কুমার দেব বললেন,প্রচার-প্রসারের অভাবে মানুষ বছর বছর অতিরিক্ত হিসেবেই হোম ডেলিভারি চার্জ দিয়ে আসছে।অনেক ক্ষেত্রে অবগত থাকলেও ঝামেলায় জড়াতে চাইছেন না কেউই।রাজ্য অতিথিশালা থেকে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে সাংসদ বলেন,সাধারণ মানুষের নিত্য নৈমিত্তিক এমন বহু সমস্যার কথাই তুলে ধরেছি সর্বশেষ অধিবেশনে।যেমন, উত্তর ত্রিপুরা জেলায় রেলওয়ে ওভার ব্রিজের অবশিষ্ট কাজ, প্রসাদ প্রকল্পে মাতাবাড়ির দ্রুত কাজ সম্পন্ন করা,

এমবিবি এয়ারপোর্টের কাজ,আইএলএস সিস্টেমের কাজ দ্রুত সম্পন্ন করার মতো বিষয়গুলিও।মানুষ ঝুলে থাকা এই কাজগুলির জন্যও নানাভাবে সমস্যার সম্মুখীন হচ্ছেন।তিনি জানান, এলপিজি সিলিন্ডার হোম ডেলিভারির ক্ষেত্রে বিভিন্ন এজেন্সিগুলির কাছে ২০ টাকা করে অতিরিক্ত হিসেবে ধরা থাকে।এতেই গ্রাহকদের ঘরে সিলিন্ডার পৌঁছে দেওয়ার কথা এজেন্সিগুলিকে।কিন্তু বাস্তবক্ষেত্রে তা লক্ষ্য করা যাচ্ছে না।সাংসদ বলেন, প্রচার-প্রসারের অভাবে মানুষ অতিরিক্ত হিসেবে ৫০ থেকে ১০০ টাকা করে গুনছেন।পাহাড়ি এলাকার ক্ষেত্রে বিষয়টি বিবেচনাযোগ্য হলেও সমতলে কেন হবে?এই প্রশ্নই সংসদে তুলে ধরেন রাজ্যের একমাত্র সাংসদ (রাজ্যসভা)বিপ্লব কুমার দেব। অধিবেশনে রাজ্যের এমন আরও ১৪টি সমস্যার কথা তুলে ধরে প্রশ্ন উত্থাপন করেছেন শ্রীদেব। শীঘ্রই তিনি উত্তর ত্রিপুরার অবশিষ্ট যেসব রেলওয়ে ওভারব্রিজ রয়েছে,তারও দ্রুত সমাধানের কথা তুলে ধরেন। তিনি মাতাবাড়ির প্রসাদ প্রকল্পে রাজ্যকে যে পরিমাণ অর্থরাশি দেওয়া হয়েছে তার চেয়েও কাজটি সম্পন্ন করতে ১৭.৪ লাখ টাকা অতিরিক্ত হিসেবে লাগছে সরকারের।একথা জানিয়ে দপ্তরের মন্ত্রীকে এ ব্যাপারে অর্থরাশি প্রদানেরও অনুরোধ জানান তিনি।সাংবাদিক সম্মেলন থেকে সংসদে উত্থাপিত নানা প্রসঙ্গের পাশাপাশি তিনি দ্রুততার সাথে আগরতলার এমবিবি বিমানবন্দরের কাজ সম্পন্নেরও দাবি জানান।তার কথায়,আন্তর্জাতিক বিমানবন্দরের ক্ষেত্রে যে ধরনের পরিকাঠামোর প্রয়োজন তা এখনও হয়ে উঠেনি।আইএলএস সিস্টেমেও যে অসম্পূর্ণতা রয়েছে তা দ্রুততার সাথে সম্পন্নের দাবি জানান তিনি।এছাড়াও ২টি বিল নিয়ে শীতকালীন অধিবেশনে জোরালো প্রস্তাব তুলে ধরেন সাংসদ।তিনি জানান,এতে সাধারণ নাগরিকরা অনেক বেশি উপকৃত হবে।আরও বলেন, আগে যেভাবে কোনও মামলার ক্ষেত্রে বছরের পর বছর চলে গেলেও রায় মিলছিলো না,এখন থেকে আর তা হবে না। সর্বাধিক ৩ বছরের মধ্যেই যেকোনও ধরনের মামলার রায় ঘোষণা করতে হবে।এই আইন নিয়েও সংসদে তিনি দীর্ঘ আলোচনা করেন বলে জানিয়েছেন।তার কথায়, বছর কয়েকের ব্যবধানে এর ফল ভোগ করতে পারবে মানুষ।

Dainik Digital

Share
Published by
Dainik Digital

Recent Posts

নিগো – অন্ধ প্রশাসন!!

নিগো বাণিজ্যের রমরমা চালানোর জন্যই কি ১৮ সালে রাজ্যের মানুষ বর্তমান সরকারকে ক্ষমতায় বসিয়েছিলো?রাজ্যের আকাশ…

13 hours ago

বিমানযাত্রীর মর্মান্তিক মৃত্যু নিয়ে পুলিশের তদন্ত শুরু!!

অনলাইন প্রতিনিধি :-এয়ারইন্ডিয়া এক্সপ্রেসের কর্মীর চরম গাফিলতি ও উদাসীনতার কারণে রীতা বণিক (৫৯) বিমান যাত্রীর…

13 hours ago

হরিয়ানাঃ পাল্লা কার পক্ষে?

হরিয়ানা কি বিজেপির হাত থেকে ফসকে যাচ্ছে?শাসক বিজেপির হাবভাব দেখে তেমনটাই অনুমান করছে রাজনৈতিক মহল।প্রধানমন্ত্রী…

2 days ago

রাজধানীতে চাঁদার জুলুমে অতিষ্ঠ মানুষ!!

অনলাইন প্রতিনিধি:-মুখ্যমন্ত্রীডা. মানিক সাহার নির্বাচনি এলাকার আপনজন ক্লাবের চাঁদার নামে বড় অঙ্কের তোলাবাজির অভিযোগের রেশ…

3 days ago

ইন্ডিয়ান বুকে রাজ্যের মেয়ে ঝুমা!!

অনলাইন প্রতিনিধি :-ইচ্ছে ছিলো অনেক আগে থেকেই। অবশেষে নিজের ইচ্ছেকেই বাস্তবে পরিনত করলো ঝুমা দেবনাথ।…

3 days ago

সুশাসনে আইনশৃঙ্খলা!

রাজ্যে কি সত্যিই আইনের শাসন রয়েছে?সাধারণ মানুষ কিন্তু প্রশ্ন তুলতে শুরু করেছে।সরকার বলছে রাজ্যে সুশাসন…

3 days ago