ভোটকে কেন্দ্র করে খোয়াইয়ে কেন্দ্রীয় বাহিনীর টহল শুরু
দৈনিক সংবাদ অনলাইন প্রতিনিধি ।। শুক্রবার বিকেল থেকে খোয়াই বিধানসভার প্রতিটি বুথ এলাকা সহ শহরে বিশেষ পেট্রোলিং শুরু করলো বহিঃরাজ্য থেকে আসা কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনীর জওয়ানরা। নির্বাচন শেষ না হওয়া অবদি এই নিরাপত্তা বাহিনীর জওয়ানরা পেট্রোলিং সহ অন্যান্য নিরাপত্তার কাজে নিযুক্ত থাকবে। ভারতের নির্বাচন কমিশন এিপুরায় ২০২৩ বিধানসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা না করলেও ইতিমধ্যে বহিঃরাজ্য থেকে অতিরিক্ত নিরাপত্তা বাহিনীর জওয়ানেরা আসতে শুরু করেছে।
গত দুদিনে খোয়াইতে সিআরপিএফ এবং ইন্দু তিব্বত বর্ডার পুলিশের মোট তিনটি কোম্পানির জওয়ানেরা এসে পৌঁছেছে। এরমধ্যে খোয়াই গনকী, আম পুড়া দ্বাদশ স্কুল এবং চাম্পাহাওর থানায় অবস্থান করছে তিন কোম্পানির নিরাপত্তা বাহিনীর দল। শুক্রবার দুপুরে খোয়াই বিমান বন্দর মাঠে সিআরপিএফ জওয়ানদের নিরাপত্তার কাজকর্ম বুঝিয়ে দেন মহকুমা পুলিশ আধিকারিক রাজিব সেনগুপ্ত। পরে বাহিনীর জওয়ানরা খোয়াই শহরের বিভিন্ন অঞ্চলে পেট্রোলিং শুরু করে।